প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় প্রকাশিত পত্রিকা কোনটি?
A
কালিকলম
B
স্বদেশ
C
ভারতী
D
মাসিক পত্রিকা
উত্তরের বিবরণ
কালিকলম পত্রিকা
-
ধরন: সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা
-
প্রথম প্রকাশ: বৈশাখ ১৩৩৩ (১৯২৬)
-
সম্পাদকবৃন্দ: মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র
-
প্রকাশস্থল: কলকাতা, কলেজ স্ট্রিট মার্কেট, বরদা এজেন্সি
-
প্রথম সংখ্যার প্রধান রচনা: শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ধারাবাহিক বড় গল্প ‘মহাযুদ্ধের ইতিহাস’
-
সম্পর্ক: কল্লোল পত্রিকার সঙ্গে ভাবাদর্শে সমান্তরাল, লেখকবৃন্দও প্রায় একই
অন্যান্য পত্রিকা
-
ভারতী পত্রিকা: সম্পাদনা করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
-
স্বদেশ পত্রিকা: সম্পাদনা করেন আহমদ ছফা
-
মাসিক পত্রিকা: প্রকাশ পেয়েছে প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদারের সম্পাদনায়
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো’ — এটি কোন প্রসঙ্গে বলা হয়েছে?
Created: 1 month ago
A
প্রেমের প্রসঙ্গ
B
রাজনৈতিক নির্বাচন নিয়ে
C
উৎসব উদ্যাপন নিয়ে
D
ভাষা দিবসে পুলিশের দমন-পীড়নের প্রতিক্রিয়ায়
‘আরেক ফাল্গুন’
-
রচয়িতা: জহির রায়হান
-
প্রকাশকাল: ১৯৫৫
-
বিষয়: ভাষা আন্দোলন; ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতা
-
উল্লেখযোগ্য চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা
-
উপন্যাসের বৈশিষ্ট্য: বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনা রূপায়িত
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫, ফেনি জেলা
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ
-
পেশা: কথাশিল্পী, চলচ্চিত্র পরিচালক
-
প্রথম পরিচালিত চলচ্চিত্র: ‘কখনো আসে নি’
-
সৃষ্ট সিনেমাস্কোপ ছবি: ‘বাহানা’
-
প্রাপ্তি: 'কাঁচের দেয়াল' শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কতদিন
-
শেষ বিকেলের মেয়ে
-
তৃষ্ণা
-
কয়েকটি মৃত্যু

0
Updated: 1 month ago
কীর্তনের নতুন পদ্ধতির স্রষ্টা হিসেবে খ্যাতি লাভ করেন মধ্যযুগের কোন কবি?
Created: 3 weeks ago
A
বিদ্যাপতি
B
রামনিধি গুপ্ত
C
জ্ঞানদাস
D
মালাধর বসু
জ্ঞানদাস সম্ভবত ষোল শতকে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চণ্ডীদাসের কাব্যাদর্শ অনুসরণ করে, নিজের মৌলিক প্রতিভা সংযুক্ত করে রাধাকৃষ্ণের লীলাবর্ণনার মাধ্যমে মানবমানবীর শাশ্বত প্রেমবেদনা প্রকাশ করেছেন। জ্ঞানদাস ছিলেন চণ্ডীদাসের ভাবশিষ্য।
-
তিনি প্রথম ষোড়শ-গোপাল রূপ বর্ণনা করে পদ রচনা করেন।
-
রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থ: মাথুর ও মুরলীশিক্ষা, যা বৈষ্ণবগীতিকাব্যের মূল্যবান সংকলন।
-
জ্ঞানদাস একজন সঙ্গীতজ্ঞ এবং কীর্তনের নতুন পদ্ধতির স্রষ্টা হিসেবে খ্যাত।
-
পদ রচনা ব্রজবুলি ও বাংলায় করেছেন, তবে বাংলা পদে কৃতিত্ব বেশি।
-
পদাবলিতে সৌন্দর্যের ব্যঞ্জনা এবং আবেগের সূক্ষ্ম কারুকর্ম ফুটিয়ে তুলেছেন।
-
তিনি মানবজীবনের বায়ুমণ্ডলে বসে বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলা প্রত্যক্ষ করে শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

0
Updated: 3 weeks ago
নিচের বিকল্পগুলো থেকে শুদ্ধ বানান বাছাই করুন-
Created: 2 weeks ago
A
অন্যমনষ্ক
B
সমিচীন
C
মনীষী
D
অপকর্শ
মনীষী হলো একটি বিশেষণ পদ এবং এটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত। শব্দের গঠন হলো মনীষা + ইন্, যার অর্থ হলো তীক্ষ্ণধী, বিদ্বান বা প্রতিভাসম্পন্ন।
-
মনীষী (বিশেষণ)
-
সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত
-
প্রকৃতি প্রত্যয়: মনীষা + ইন্
-
অর্থ: তীক্ষ্ণধী, বিদ্বান, প্রতিভাসম্পন্ন
-
উদাহরণ: মনীষী ব্যক্তি মানে প্রতিভাসম্পন্ন বা জ্ঞানী ব্যক্তি
-
-
মনীষা
-
মনীষী(-ষিন্) বিশেষণ আকারে ব্যবহৃত
-
অর্থ: মনীষাসম্পন্ন, তীক্ষ্ণধী
-
-
সমীচীন (বিশেষণ)
-
সংস্কৃত শব্দ
-
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম
-
-
আরো কিছু শুদ্ধ বানান
-
অপকর্শ → শুদ্ধ: অপকর্ষ
-
অন্যমনষ্ক → শুদ্ধ: অন্যমনস্ক
-
অন্যপুর্বা → শুদ্ধ: অন্যপূর্বা
-
জাজ্জ্বল্যমান → শুদ্ধ: জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → শুদ্ধ: প্রজ্বলিত
-
শ্বাশত → শুদ্ধ: শাশ্বত
-

0
Updated: 2 weeks ago