The cat slept under the table.
Here, the phrase 'under the table' acts as a/an -
A
Adjective phrase
B
Noun phrase
C
Conjunctional phrase
D
Prepositional phrase
উত্তরের বিবরণ
Sentence: The cat slept under the table.
-
Phrase: under the table
-
Type: Prepositional phrase
Explanation:
-
“Under the table” starts with the preposition under and is followed by its object the table, forming a prepositional phrase.
-
It indicates location (where the cat slept) and functions as an adverbial phrase modifying the verb slept.
Prepositional Phrase:
-
Begins with a preposition (e.g., beside, in, on, at) and includes its object and any modifiers.
-
Can function as an adjective (modifying a noun) or an adverb (modifying a verb).
More Examples:
-
He sat near the door.
-
She stayed close to the fireplace.

0
Updated: 1 month ago
Plural of 'Terminus' -
Created: 3 weeks ago
A
Terminii
B
Terminues
C
Termini
D
Both B & C
Plural of 'Terminus' হলো Termini।
-
Terminus (noun)
-
English Meaning: The last stop or the station at the end of a bus or train route; a final goal; a finishing point
-
Bangla Meaning: রেললাইনের প্রান্তিক/শেষ স্টেশন; ট্রাম, বাস বা বিমানপথের অন্ত
-
-
Correct plural forms: Termini (preferred), Terminuses (less common)

0
Updated: 2 weeks ago
Who wrote the poem 'The Collar'?
Created: 1 month ago
A
Andrew Marvell
B
John Donne
C
George Herbert
D
Thomas Hobbes
The Collar – A Poem by George Herbert
১. কবিতা সম্পর্কে
-
রচয়িতা: George Herbert
-
ধরণ: Religious/Metaphysical Poem
-
বিষয়:
-
কবিতায় একজন ধর্মভিত্তিক মানুষ হঠাৎ করে তাঁর ধর্মীয় জীবনের প্রতি হতাশা প্রকাশ করেন।
-
মনে করেন, ঈশ্বরের আদেশ মেনে চলার কারণে তিনি জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছেন না।
-
তবে কবিতা শেষ পর্যন্ত দেখায়, ঈশ্বরের ভালোবাসা এবং আহ্বানে তিনি আবার ঈমান ও আনুগত্যে ফিরে আসেন।
-
২. George Herbert (1593–1633)
-
জীবনকাল: 1593–1633
-
পরিচয়: 17th century Jacobean Period-এর ধর্মীয় কবি ও ধর্মযাজক
-
কর্মজীবন: কবি, ধর্মযাজক, Cambridge বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
-
সাহিত্যকর্মের ধরন: Metaphysical/Religious poetry
-
জীবনকালে কম প্রকাশিত হলেও মৃত্যুর পর তাঁর কবিতা জনপ্রিয়তা পায়
৩. উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
The Temple (কাব্য সংকলন)
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction

0
Updated: 1 month ago
What are the "two cities" referred to in the title "A Tale of Two Cities"?
Created: 1 month ago
A
Paris and Rome
B
London and Paris
C
London and Berlin
D
Rome and Berlin
A Tale of Two Cities হলো Charles Dickens–এর রচিত একটি বিখ্যাত উপন্যাস, যেখানে দুই শহর—London এবং Paris—এর কাহিনি একসাথে ফুটিয়ে তোলা হয়েছে। এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৫৯ সালে এবং ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে রচিত।
-
Two Cities বলতে এখানে London এবং Paris বোঝানো হয়েছে।
-
গল্পে প্রেম, ত্যাগ, সংগ্রাম এবং বিপ্লবের আবহ একসাথে ধরা পড়েছে।
Characters
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
প্রধান চরিত্র
-
Charles Darnay: একজন ফরাসি অভিজাত, যে নিজের পরিবারের অন্যায়ের জন্য অনুতপ্ত ছিল।
-
Sydney Carton: একজন হতাশাগ্রস্ত ইংরেজ আইনজীবী, যিনি Lucie Manette–এর প্রেমে পড়েন।
সারসংক্ষেপ
-
তরুণী Lucie Manette বিস্ময়ে জানতে পারে যে তার বাবা Dr. Alexandre Manette এখনও জীবিত আছেন।
-
তিনি এক অত্যাচারী অভিজাত পরিবারের ষড়যন্ত্রে নির্দোষ হয়েও দীর্ঘ সময় কারাভোগ করেন এবং সেই সময় মুচির কাজ শিখে নেন।
-
পরে Lucie বড় হয়ে প্যারিস থেকে বাবাকে উদ্ধার করে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay–এর, যিনি ফরাসি রাজপরিবারের সদস্য হলেও পরিবারের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন।
-
পরবর্তীতে তাদের জীবনে প্রবেশ করেন Sydney Carton, যিনি Lucie–এর প্রতি গভীর প্রেম অনুভব করেন।
-
কাহিনি ফরাসি বিপ্লবের ভয়াবহতা, রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়ে চলে।
Charles Dickens (1812–1870)
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ব্রিটিশ ঔপন্যাসিক।
-
তাঁর ছদ্মনাম ছিল Boz।
His Famous Works
-
David Copperfield (আত্মজীবনীমূলক)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times

0
Updated: 1 month ago