A
সুয়েজ খাল
B
মালাক্কা প্রণালী
C
জিব্রাল্টার প্রণালী
D
পক প্রণালী
উত্তরের বিবরণ
জিব্রাল্টার প্রণালী
-
অবস্থান ও ভূমিকা: জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে।
-
সংযোগকারী জলপথ: এটি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে একমাত্র প্রাকৃতিক সংযোগ।
-
ভৌগোলিক বিবরণ: প্রণালীটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে আলাদা করে।
-
দেশসমূহ: জিব্রাল্টার প্রণালী মরক্কো ও স্পেনের মধ্যে অবস্থিত।
-
গড় গভীরতা: প্রায় ১,২০০ ফুট (৩৬৫ মিটার)
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 6 days ago
ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
Created: 3 months ago
A
হরমুজ
B
বসফরাস
C
পক
D
জিব্রাল্টার
জিব্রাল্টার প্রণালি হলো সরু জলপথ যা ভূ-মধ্যসাগর (Mediterranean Sea) ও আটলান্টিক মহাসাগরের (Atlantic Ocean) মাঝে সংযোগ স্থাপন করেছে।
- জিব্রাল্টার প্রণালি দক্ষিণ ইউরোপের স্পেন এবং উত্তর আফ্রিকার মরক্কো'র মাঝখানে অবস্থিত।
- এই প্রণালির প্রস্থ প্রায় ১৩ কিলোমিটার (সবচেয়ে সরু অংশে)।
- এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ-প্রবেশদ্বার, যেখান দিয়ে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বাণিজ্যিক জাহাজ চলাচল করে।
- ভূ-মধ্যসাগরের পানি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় এই প্রণালির মধ্য দিয়ে।
- এটি ভূ-রাজনৈতিক ও সামুদ্রিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান।
বিকল্প ব্যাখ্যা:
- ক) হরমুজ প্রণালি: পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত।
- খ) বসফরাস প্রণালি: কৃষ্ণ সাগর ও মারমারা সাগরের সংযোগস্থল, তুরস্কে অবস্থিত।
- গ) পক প্রণালি (Palk Strait): ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রণালি।

0
Updated: 3 months ago
ইউরোপে প্রথম শিল্প বিপ্লব কত শতকে সংঘটিত হয়?
Created: 1 week ago
A
সতের শতকে
B
আঠার শতকে
C
উনিশ শতকে
D
বিশ শতকে
প্রথম শিল্প বিপ্লব
-
প্রথম শিল্প বিপ্লব ছিল যুগান্তকারী প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা।
-
এটি প্রায় ১৭৬০ সালে গ্রেট ব্রিটেনে শুরু হয়।
-
১৮৪০ সালের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে।
-
বিপ্লবটি যন্ত্রনির্ভর উৎপাদনের যুগের সূচনা করে।
-
সময়কাল: আনুমানিক ১৭৬০ – ১৮৪০ (অষ্টাদশ শতাব্দী)।
-
প্রধান কেন্দ্র: গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড), পরে ইউরোপ ও আমেরিকা।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
আটলান্টিক মহাসাগরের পূর্বে কোন মহাদেশ অবস্থিত?
Created: 1 week ago
A
এশিয়া
B
আফ্রিকা
C
উত্তর আমেরিকা
D
দক্ষিণ আমেরিকা
আটলান্টিক মহাসাগর
-
আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর।
-
এটি পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক-পঞ্চমাংশ জুড়ে বিস্তৃত।
-
আয়তনের দিক থেকে এর স্থান দ্বিতীয় এবং গভীরতার দিক থেকে তৃতীয়।
-
এর মোট আয়তন প্রায় ৮,৫১,৩৩,০০০ বর্গ কিলোমিটার।
-
অবস্থান: পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ।
-
এটি উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে ইংরেজি S অক্ষরের মতো আকৃতি ধারণ করেছে।
-
তুলনামূলকভাবে এটি প্রশান্ত মহাসাগরের চেয়ে সংকীর্ণ।
-
আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান হলো পুয়ের্তো রিকো ট্রেঞ্চ।
-
এর গড় গভীরতা প্রায় ১১,৯৬২ ফুট এবং সর্বাধিক গভীরতা ২৭,৪৯৩ ফুট।
-
আর্কটিক সাগরসহ আটলান্টিক মহাসাগর বিশ্বের সবচেয়ে লম্বা মহাসাগর, যা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত।
-
এর সঙ্গে সংযুক্ত রয়েছে বেশ কিছু অগভীর সাগর—যেমন: আর্কটিক, বাল্টিক, ক্যারাবিয়ান, ভূমধ্যসাগর এবং মেক্সিকো উপসাগর।
-
এ মহাসাগরে পতিত গুরুত্বপূর্ণ নদীর মধ্যে আমাজন ও কঙ্গো নদী উল্লেখযোগ্য।
-
আটলান্টিক মহাসাগরে বহু দ্বীপ রয়েছে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রীনল্যান্ড। এছাড়াও রয়েছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড, দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, সেন্ট পল বক দ্বীপ প্রভৃতি।
উৎস:
i) Encyclopedia Britannica
ii) ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago