A
নবীনচন্দ্র সেন
B
বিষ্ণু দে
C
অদ্বৈত মল্লবর্মণ
D
অতুলপ্রসাদ সেন
উত্তরের বিবরণ
বিষ্ণু দে
-
জন্ম: ১৯০৯, ১৮ জুলাই, পটলডাঙ্গা, কলকাতা
-
মৃত্যু: ১৯৮২, ৩ ডিসেম্বর, কলকাতা
-
পেশা ও পরিচিতি: কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক, শিল্পানুরাগী
-
সাহিত্যিক প্রভাব:
-
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার প্রধান পাঁচজন কবির মধ্যে একজন
-
মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ
-
কবিতায় টি.এস. এলিয়টের প্রভাব প্রতিফলিত
-
-
সম্পাদনা ও প্রকাশনা:
-
‘পরিচয়’ পত্রিকা (১৯৩১–১৯৪৭)
-
‘সাহিত্যপত্র’ (১৯৪৮)
-
প্রধান কাব্যগ্রন্থ
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
স্মৃতি সত্তা ভবিষ্যৎ
-
সাত ভাই চম্পা
-
সেই অন্ধকার চাই
-
তুমি শুধু পঁচিশে বৈশাখ
-
রবিকরোজ্জ্বল নিজদেশ
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 6 days ago
'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন -
Created: 6 days ago
A
প্রেমেন্দ্র মিত্র
B
অন্নদাশঙ্কর রায়
C
গোবিন্দচন্দ্র দাস
D
অমিয় চক্রবর্তী
অন্নদাশঙ্কর রায়
-
পেশা: কবি, লেখক, ছড়াকার
-
ছদ্মনাম: লীলাময় রায়
-
ভ্রমণকাহিনি:
-
পথে প্রবাসে
-
ইউরোপের চিঠি
-
-
প্রথম কবিতাগ্রন্থ: রাখী (১৯৩২)
অন্নদাশঙ্কর রায়ের উপন্যাসসমূহ
-
কঙ্কাবতী
-
দুঃখমোচন
-
অপসরণ
-
অজ্ঞাতবাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 6 days ago
'আরোগ্য' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা?
Created: 1 week ago
A
প্রবন্ধ
B
নাটক
C
উপন্যাস
D
কাব্যগ্রন্থ
'আরোগ্য' কাব্যগ্রন্থ
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৩৪৭ বঙ্গাব্দ (১৯৪১)
-
কাব্যের ধরন:
-
তেত্রিশটি কবিতার সংকলন
-
কবিতাগুলো সংখ্যা দ্বারা চিহ্নিত
-
মুখে মুখে রচনা, কোনো পত্রিকায় প্রকাশিত নয়
-
-
ভাষা ও ছন্দ:
-
অলঙ্কারহীন, ছন্দ ধীরগতি
-
চিত্রগুলি পরিচিত জীবনের
-
রবীন্দ্রনাথের অন্যান্য কাব্যগ্রন্থ
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
ভারতচন্দ্র রায়গুণাকর কত শতকের কবি?
Created: 1 week ago
A
ষোলো শতক
B
সতের শতক
C
পনের শতক
D
আঠার শতক
ভারতচন্দ্র রায়গুণাকর
-
জীবনকাল: ১৭১২ – ১৭৬০ খ্রি.
-
তিনি আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।
-
মধ্যযুগের শেষ মহান কবি; তাঁকে ‘নাগরিক কবি’ বলেও অভিহিত করা হয়।
-
শ্রেষ্ঠ সৃষ্টি: ‘অন্নদামঙ্গল’ (রচনাকাল: ১৭৫২-৫৩ খ্রি.)
-
এই কাব্যের দ্বিতীয় অংশ হলো ‘বিদ্যাসুন্দর’।
-
বৈশিষ্ট্য: ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
-
অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন:
“অন্নদামঙ্গলকাব্য অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।”
-
-
অন্যান্য উল্লেখযোগ্য রচনা: ‘সত্যনারায়ণের পাঁচালী’।

0
Updated: 1 week ago