"To keep someone at arm's length" implies-
A
To keep someone close
B
To maintain distance
C
Maintain a healthy relationship
D
To protect someone from danger
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
Bertrand Russell is best known for his work in –
Created: 2 months ago
A
Romantic poetry
B
Historical novels
C
Philosophy and logic
D
Political speeches
Bertrand Russell (1872–1970)
-
পূর্ণ নাম: Bertrand Arthur William Russell
-
ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ ও সমাজ সংস্কারক
-
Analytic philosophy আন্দোলনের প্রবর্তক
-
Logic, epistemology ও philosophy of mathematics-এ অসামান্য অবদান
-
শিক্ষাগত পটভূমি: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ (দর্শন ও গণিত)
-
নোবেল পুরস্কার (সাহিত্য): 1950
প্রধান রচনা:
-
Mysticism and Logic
-
History of Modern Philosophy
-
The Analysis of Mind
-
Authority and the Individual
-
The Future of Mankind

0
Updated: 2 months ago
"To err is human, to forgive, divine" - Who quoted it?
Created: 1 month ago
A
Alexander Pope
B
William Shakespeare
C
John Dryden
D
Ben Jonson
Answer: Alexander Pope
Quote: "To err is human, to forgive, divine."
Source: An Essay on Criticism
An Essay on Criticism:
-
এটি একটি didactic poem (শিক্ষামূলক কবিতা)।
-
লেখা হয়েছে heroic couplets (দ্বিপদী ছন্দে)।
-
কবিতাটি Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত।
-
কবিতায় সাহিত্য ও সমালোচনার নিয়ম, মানুষের দুর্বলতা এবং মানবিক গুণাবলীর গুরুত্ব তুলে ধরা হয়েছে।
Alexander Pope:
-
ইংরেজি সাহিত্যের প্রখ্যাত epigrammatic poet।
-
Augustan Age এর কবি ও ব্যঙ্গরচয়িতা।
-
তাকে বলা হয় ‘Mock Heroic Poet’।
-
কবিতায় জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়।
Notable Works:
-
An Essay on Criticism
-
The Rape of the Lock
-
The Dunciad
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Windsor-Forest
Famous Quotes by Pope:
-
"A little learning is a dangerous thing."
-
"To err is human, to forgive, divine."
-
"Fools rush in where angels fear to tread."
-
"Blessed is the man who expects nothing, for he shall never be disappointed."
-
"Hope springs eternal in the human breast."
-
"The proper study of mankind is man."

0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 2 weeks ago
A
He is accustomed with hard work.
B
He is accustomed to hard work.
C
He is accustomed of hard work.
D
He is accustomed by hard work.
বাক্যটি “He is accustomed to hard work” বোঝায় যে সে কঠোর কাজের সঙ্গে পরিচিত বা অভ্যস্ত। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Accustomed to হলো একটি সমার্থক phrase, যার পরে noun বা gerund (-ing) আসে।
-
অর্থ: অভ্যস্ত বা পরিচিত হওয়া।
-
with, of, by ব্যবহার করলে বাক্য ভুল হয়।
-
উদাহরণ: She is accustomed to waking up early. → সে সকালে ওঠার অভ্যস্ত।
-
সঠিক বাক্যে: hard work হলো noun, তাই সঠিকভাবে লেখা হয়েছে: He is accustomed to hard work।

0
Updated: 2 weeks ago