A
বুদ্ধদেব বসু
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
বিহারীলাল চক্রবর্তী
D
অমিয় চক্রবর্তী
উত্তরের বিবরণ
বিহারীলাল চক্রবর্তী
-
জন্ম: ১৮৩৫, নিমতলা, কলকাতা
-
পরিচয়: আধুনিক বাংলা গীতিকবিতার পুরোধা, রবীন্দ্রনাথের কাব্যগুরু
-
সাহিত্যকর্ম: আধুনিক বাংলা গীতিকবিতার স্রষ্টা
-
বিশেষ শ্রদ্ধা: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘সারদা মঙ্গল’ কাব্য পড়ে তাঁকে ‘ভোরের পাখি’ আখ্যায়িত করেন
-
প্রখ্যাত কাব্যগ্রন্থ:
-
সারদা মঙ্গল (শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
-
সাধের আসন (শেষ কাব্যগ্রন্থ, ‘সারদা মঙ্গল’ এর পরিশিষ্ট)
-
অন্যান্য কাব্যগ্রন্থ: স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বন্ধু-বিয়োগ, প্রেম প্রবাহিণী, নিসর্গ সন্দর্শন, বঙ্গসুন্দরী, নিসর্গ সঙ্গীত, মায়াদেবী, দেবরাণী, বাউল বিংশতি
-

0
Updated: 6 days ago
‘সুদীপ্ত শাহীন’ কোন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?
Created: 1 week ago
A
নিষিদ্ধ লোবান
B
জাহান্নম হইতে বিদায়
C
জলাংগী
D
রাইফেল রোটি আওরাত

0
Updated: 1 week ago
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি?
Created: 1 week ago
A
মেঘনাদবধ কাব্য
B
বীরাঙ্গনা কাব্য
C
বাঁধন-হারা
D
ব্রজাঙ্গনা কাব্য
বীরাঙ্গনা কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
প্রকাশকাল: ১৮৬২
-
ধরণ: পত্রকাব্য (বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য)
-
সংখ্যা: ১১ টি পত্র
-
প্রেরণা: রোমান কাব্য হেরোইদাইদস
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার কপোতাক্ষ নদ তীর, সাগরদাঁড়ি গ্রাম
-
অভিনবত্ব: বাংলাভাষার সনেট প্রবর্তক ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
মেঘনাদবধ কাব্য (বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য)
-
ব্রজাঙ্গনা কাব্য (গীতিকাব্য)
-
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য
-
বাঁধন-হারা (১৯২৭) – কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস

0
Updated: 1 week ago
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয়?
Created: 1 week ago
A
রাধারানী
B
আনন্দমঠ
C
সীতারাম
D
দেবী চৌধুরানী

0
Updated: 1 week ago