UNDP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
নিউ ইয়র্ক
B
রোম
C
জেনেভা
D
ভিয়েনা
উত্তরের বিবরণ
UNDP (United Nations Development Programme)
-
পূর্ণরূপ: United Nations Development Programme (UNDP)
-
প্রকৃতি: জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা
-
অন্তর্গত: জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC)
-
প্রতিষ্ঠিত: ১৯৬৫ সালে
-
সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্রধানের পদ: প্রশাসক
-
বর্তমান প্রশাসক: অসিম স্টেইনার (অগাস্ট, ২০২৫)
-
কর্মক্ষেত্র: বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত
বি.দ্র: প্রতিষ্ঠার বছর প্রশ্নে অপশন অনুযায়ী উত্তর দিতে হবে; যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে, উত্তর হবে ১৯৬৫।
তথ্যসূত্র: UNDP অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 month ago
‘একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব চর্চা বা প্রয়োগের পদ্ধতিই সুশাসন’ উক্তিটি দেয় -
Created: 3 weeks ago
A
UN
B
World Bank
C
IMF
D
UNDP
সুশাসন হলো একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশের কার্যক্রম পরিচালনার পদ্ধতি, যা দেশকে স্থায়ী মানব উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৯৭ সালে উন্নয়নশীল দেশগুলোর শাসনতান্ত্রিক নীতি প্রণয়নের সময় সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করে।
-
UNDP-এর সংজ্ঞা অনুযায়ী, সুশাসন হলো “একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চা বা প্রয়োগ” (Good Governance is the exercise of economic, Political and administrative authority to manage a country's affairs at all levels)।
-
১৯৯৭ সালে ‘স্থায়ী মানব উন্নয়নের জন্য শাসন’ শিরোনামে UNDP নীতি নথিতে উল্লেখ করে যে, সুশাসন হলো দেশের সকল পর্যায়ের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাজে শাসনপ্রক্রিয়ার প্রত্যক্ষ চর্চা।
-
UNDP-এর মতে সুশাসনের নয়টি প্রধান উপাদান হলো:
-
স্বচ্ছতা
-
আইনের শাসন
-
সকলের অংশগ্রহণ
-
সংবেদনশীলতা
-
সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য
-
সমতা
-
ন্যায্যতা
-
জবাবদিহিতা
-
কৌশলগত লক্ষ্য
-

0
Updated: 3 weeks ago
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদ-
Created: 3 weeks ago
A
প্রশাসক
B
মহাপরিচালক
C
মহাসচিব
D
প্রেসিডেন্ট
UNDP (United Nations Development Programme)
-
পূর্ণ নাম: United Nations Development Programme
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬৫
-
সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
-
কার্যক্রমের এলাকা: বর্তমানে ১৭০টি দেশ ও অঞ্চলে
-
সর্বোচ্চ পদ: প্রশাসক (Administrator)
-
বর্তমান প্রশাসক: Achim Steiner (জার্মানি) [আগস্ট, ২০২৫]
-
স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."
গুরুত্বপূর্ণ প্রোগ্রামসমূহ:
-
Sustainable Development Goals (SDGs): ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্য বাস্তবায়ন
-
Human Development Index (HDI): মানব উন্নয়নের পরিমাপ
-
Global Environment Facility (GEF): পরিবেশ সংক্রান্ত প্রকল্পে অর্থায়ন
-
Crisis Response and Recovery: সংঘাত ও দুর্যোগের পর পুনর্বাসন
-
Inclusive Growth Programmes: সকলের জন্য সমন্বিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন

0
Updated: 3 weeks ago