A
প্রেমেন্দ্র মিত্র
B
অন্নদাশঙ্কর রায়
C
গোবিন্দচন্দ্র দাস
D
অমিয় চক্রবর্তী
উত্তরের বিবরণ
অন্নদাশঙ্কর রায়
-
পেশা: কবি, লেখক, ছড়াকার
-
ছদ্মনাম: লীলাময় রায়
-
ভ্রমণকাহিনি:
-
পথে প্রবাসে
-
ইউরোপের চিঠি
-
-
প্রথম কবিতাগ্রন্থ: রাখী (১৯৩২)
অন্নদাশঙ্কর রায়ের উপন্যাসসমূহ
-
কঙ্কাবতী
-
দুঃখমোচন
-
অপসরণ
-
অজ্ঞাতবাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 6 days ago
'ভিখু ও পাঁচী' চরিত্র দুটির স্রষ্টা কে?
Created: 5 days ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রাগৈতিহাসিক গল্প
-
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়।
-
প্রধান চরিত্র: ভিখু ও পাঁচী।
-
মূলভাব:
-
মানুষের জৈবিক ক্ষুধার ইতিহাস।
-
জৈব ক্ষুধার জন্য মানুষ পশুত্বে পর্যবসিত হতে পারে—এ কথাই গল্পে প্রতিফলিত।
-
মানুষের জৈব প্রেরণা আদিম প্রবৃত্তি, যা জন্মগতভাবে কামনা-বাসনার সঙ্গে যুক্ত।
-
ভিখু ও পাঁচী তাদের জৈব তাড়না সন্তানদের মধ্যেও সঞ্চারিত করবে—এই ধারাই গল্পকে "প্রাগৈতিহাসিক" করে তোলে।
-
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান্য বিখ্যাত ছোটগল্প
-
অতসী মামী
-
সরীসৃপ
-
সমুদ্রের স্বাদ
-
হলুদ পোড়া
-
ভেজাল
-
ছোট বকুলপুরের যাত্রী
-
আত্মহত্যার অধিকার ইত্যাদি

0
Updated: 5 days ago
আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কোন দেশ?
Created: 2 weeks ago
A
তুরস্ক
B
রাশিয়া
C
ইরান
D
পাকিস্তান
তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি
-
বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
-
স্বীকৃতি প্রদানের প্রক্রিয়ায় আফগানিস্তানে নিযুক্ত তালেবান সরকারের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করা হয়।
-
এর মাধ্যমে রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে প্রথম দেশ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে।
-
চীন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও উজবেকিস্তান zwar কাবুলে দূতাবাস চালু রেখেছে, তবে তারা এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
প্রেক্ষাপট:
-
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই তারা আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালিয়ে আসছিল।
-
২০০৩ সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল।
-
তবে ২০২৫ সালের এপ্রিল মাসে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়, এবং এর পর থেকেই মস্কো ও তালেবানের সম্পর্ক জোরদার হয়।

0
Updated: 2 weeks ago
দেশের প্রথম 'জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করা হয়েছে কোথায়?
Created: 2 weeks ago
A
ঢাকায়
B
কুমিল্লায়
C
নারায়ণগঞ্জে
D
সিরাজগঞ্জে
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ – নারায়ণগঞ্জ
-
নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।
-
শহীদদের স্মরণে সরকারি উদ্যোগে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায় নির্মিত হয়েছে এই স্মৃতিস্তম্ভ।
-
স্মৃতিস্তম্ভটি ১৩ জুলাই, ২০২৫ জেলা সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।
-
স্মৃতিস্তম্ভের ফলকে ২১ জন শহিদের নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে মোট ৫৬ জন শহিদ হন।
-
নিহতদের মধ্যে ২১ জন স্থানীয় বাসিন্দা।

0
Updated: 2 weeks ago