A
মিত্র বাহিনী
B
নো-বাহিনী
C
বিমান বাহিনী
D
গেরিলা
উত্তরের বিবরণ
অপারেশন জ্যাকপট
-
অপারেশন জ্যাকপট ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর পরিচালিত প্রথম অভিযান।
-
পরিচালিত হয় ১৫ আগস্ট ১৯৭১ (যদি অপশনে ১৫ আগস্ট উল্লেখ থাকে, অন্যথায় ১৬ আগস্ট)।
-
দেশের দুইটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম ও মোংলা এবং দুইটি নদীবন্দর—চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে একই নামে অপারেশন চালানো হয়।
-
এটি ছিল আত্মঘাতী অভিযান, যার মাধ্যমে পাকিস্তান ও কয়েকটি বিদেশি দেশের অস্ত্র, খাদ্য ও তেলবাহী ২৬টি জাহাজ ডুবানো হয়।
-
চট্টগ্রাম বন্দরে অভিযান পরিচালনার জন্য ৬০ জনের একটি দল বাছাই করা হয়।
-
অপারেশনের পরিকল্পনা ও প্রশিক্ষণ শুরু হয় মে ১৯৭১, এবং বাস্তবায়িত হয় অগাস্টের ১৫ তারিখ রাতে।
-
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম চট্টগ্রাম বন্দরের অভিযানের তত্ত্বাবধানে ছিলেন।
-
তিনি মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাব লাভ করেন।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, বিবিসি বাংলা (১৬ আগস্ট ২০২১)

0
Updated: 6 days ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন 'অপারেশন জ্যাকপট' হচ্ছে -
Created: 1 week ago
A
গেরিলা বাহিনীর অভিযান
B
বিমান বাহিনীর অভিযান
C
নৌ কমান্ডোদের অভিযান
D
সেনাবাহিনীর অভিযান
সাধারণ জ্ঞান
অপারেশন জ্যাকপট
নৌ বাহিনী
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
মুক্তিযুদ্ধের রণকৌশল
No subjects available.
অপারেশন জ্যাকপট
-
১৯৭১ সালের ১৫ আগস্ট পরিচালিত নৌ-কমান্ডো বাহিনীর প্রথম অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত।
-
এই অভিযানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডোগণ অল্প সময়ে যুদ্ধের গতি সম্পর্কে বিশ্বকে ধারণা দিতে সক্ষম হন।
-
এদিন রাতে নৌ-কমান্ডোগণ একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে।
-
পাকিস্তান বাহিনীর ২৬টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয়া হয়।
-
মুক্তিযুদ্ধকালে যুদ্ধাঞ্চলকে ১১টি সেক্টরে ভাগ করা হয়, যার মধ্যে ১০নং সেক্টরের অধীনে নৌ-কমান্ডো বাহিনী ছিল।
-
এই সেক্টরটি সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্র বন্দরসহ বাংলাদেশের সমগ্র জলপথকে অন্তর্ভুক্ত করত।
উৎস:
বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago