স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক কোনটি?
A
আলোছায়া
B
বহুরূপা
C
নেমেসিস
D
রূপান্তর
উত্তরের বিবরণ
নেমেসিস (নাটক)
-
রচয়িতা: নুরুল মোমেন
-
রচনা/প্রকাশ: ১৯৪৪, ‘শনিবারের চিঠি’ পত্রিকায়; গ্রন্থাকারে প্রকাশ ১৯৪৮
-
প্রেক্ষাপট: ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ
-
বিষয়বস্তু: সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি এবং নিরন্নদের হাহাকার
-
কেন্দ্রীয় চরিত্র: সুরজিত নন্দী, নৃপেন বোস, সুলতা, অসীম, অমল বাবু, ইয়াকুব
নুরুল মোমেন
-
জন্ম: ১৯০৬, আলফাডাঙ্গা, ফরিদপুর
-
প্রথম নাটক: ‘রূপান্তর’ (১৯৪২, ঢাকা বেতার)
-
প্রথম রম্যগ্রন্থ: ‘বহুরূপা’ (১৯৪৮)
বিখ্যাত নাটকসমূহ
-
যদি এমন হতো
-
নয়া খান্দান
-
আলোছায়া
-
আইনের অন্তরালে
-
শতকরা আশি
-
রূপলেখা
-
যেমন ইচ্ছা তেমন
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এ কোন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
চেলসি
B
পিএসজি
C
রিয়াল মাদ্রিদ
D
বায়ার্ন মিউনিখ
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ – সংক্ষিপ্ত তথ্য
-
আসরের সংখ্যা: ২১তম
-
তারিখ: জুন–জুলাই, ২০২৫
-
আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী ক্লাব: ৩২টি
-
ফাইনাল ম্যাচ: ১৩ জুলাই, ২০২৫, মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি
-
চ্যাম্পিয়ন: চেলসি (ইংল্যান্ড)
-
রানারআপ: পিএসজি (Paris Saint-Germain)
-
ফাইনাল ফলাফল: চেলসি ৩–০ পিএসজি
-
ফাইনালের সেরা খেলোয়াড়: কোল পামার (চেলসি)
-
সেরা খেলোয়াড় (গোল্ডেন বল): কোল পামার (চেলসি)
-
সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট): গঞ্জালো গার্সিয়া (রিয়াল মাদ্রিদ) – ৪ গোল
-
সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভ): রবার্ট সানচেজ (চেলসি)

0
Updated: 2 months ago
'নষ্টনীড়' ছোটগল্পের চরিত্র কোনটি?
Created: 4 weeks ago
A
চন্দরা
B
চারুলতা
C
রতন
D
সুরবালা
‘নষ্টনীড়’ ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত এবং একজন নিসঙ্গ নারীর জীবন ও অনুভূতি তুলে ধরে।
মূল চরিত্রসমূহ:
-
চারুলতা
-
অমল
-
ভূপতি
প্রসিদ্ধি:
-
এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালে চারুলতা নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
অন্যান্য উল্লেখযোগ্য ছোটগল্পের চরিত্র:
-
‘শাস্তি’—চন্দরা
-
‘সুরবালা’—একরাত্রি
-
‘রতন’—পোস্টমাস্টার
রবীন্দ্রনাথের অন্যান্য ছোটগল্প:
-
শাস্তি
-
একরাত্রি
-
মধ্যবর্তিনী
-
ল্যাবরেটরী
-
সমাপ্তি
-
পোস্টমাস্টার
-
হৈমন্তী
-
ছুটি
-
দেনা পাওনা ইত্যাদি
উৎস:

0
Updated: 4 weeks ago
কোন নাট্যকার বাংলা নাটকে ‘অ্যাবসার্ডধারা’র প্রবর্তন করেন?
Created: 4 weeks ago
A
মুনীর চৌধুরী
B
নূরুল মোমেন
C
সাঈদ আহমদ
D
বিজন ভট্টাচার্য
সাঈদ আহমদ বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান নাট্যকার। ১৯৫৪ সালে লন্ডনে স্যামুয়েল ব্যাকেটের নাটক দেখে তিনি অ্যাবসার্ডধর্মী নাটকের প্রতি আকৃষ্ট হন এবং বাংলায় এই ধরনের নাটকের প্রচলন করেন।
১৯৭৫ সালে তিনি অ্যাবসার্ডধারার বাইরে এসে দেশের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে নাটক রচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘প্রতিদিন একদিন’।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
কালবেলা
-
মাইলপোস্ট
-
তৃষ্ণায়
-
প্রতিদিন একদিন
-
শেষ নবাব
উৎস:

0
Updated: 4 weeks ago