A
উন
B
বাথ
C
ডং
D
ইয়েন
উত্তরের বিবরণ
বিভিন্ন দেশের মুদ্রা:
দেশ | মুদ্রার নাম |
---|---|
স্পেন | ইউরো |
ফ্রান্স | ইউরো |
যুক্তরাজ্য | পাউন্ড |
যুক্তরাষ্ট্র | ডলার |
জাপান | ইয়েন |
উত্তর কোরিয়া | উন |
ভিয়েতনাম | ডং |
থাইল্যান্ড | বাথ |
ফিলিপাইন | পেসো |
মিয়ানমার | কিয়াট |
ভুটান | গুলট্রাম |
চীন | ইউয়ান |
নেপাল | রুপি |
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 6 days ago
কোন সম্রাটগণ উপমহাদেশে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন?
Created: 1 week ago
A
কুষাণ সম্রাটগণ
B
সেন সম্রাটগণ
C
শুঙ্গ সম্রাটগণ
D
মৌর্য সম্রাটগণ
আন্তর্জাতিক বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলি
সাধারণ জ্ঞান
বিভিন্ন প্রাচীন সভ্যতা
মুদ্রা
No subjects available.
কুষাণ যুগ ও স্বর্ণমুদ্রা
-
স্বর্ণমুদ্রার প্রবর্তন: উপমহাদেশে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কুষাণ সম্রাটরা।
-
প্রথম স্বর্ণমুদ্রা: কুষাণ সম্রাট বীম কদফিসেস সম্ভবত প্রথম স্বর্ণমুদ্রা প্রবর্তন করেন। মুদ্রার উপর বেদিতে যজ্ঞরত রাজার ছবি খোদিত।
-
প্রভাব: এই নকশা পার্থিয়ান রাজা গোটার্জেসের স্বর্ণমুদ্রার নকশা দ্বারা প্রভাবিত ছিল।
-
পরবর্তী সম্রাটদের নকশা: কুষাণ সম্রাট কনিষ্ক ও হুবিষ্ক তাদের স্বর্ণমুদ্রায় বিভিন্ন নকশা ও প্রতীক ব্যবহার করেন।
-
বাংলার অবস্থান: বাংলা সরাসরি কুষাণ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত না হলেও, বাংলার বিভিন্ন প্রত্নস্থানে কুষাণ মুদ্রা পাওয়া যায়।
-
বাংলায় পাওয়া মুদ্রা: কনিষ্ক, হুবিষ্ক, মহানাদ কুষাণ, প্রথম বাসুদেব ও দ্বিতীয় বাসুদেবের স্বর্ণমুদ্রা।

0
Updated: 1 week ago
বেলজিয়ামের মুদ্রার নাম কি?
Created: 1 month ago
A
শিলিং
B
ফ্রাংক
C
পাউন্ড
D
ক্রোনা
[বি.দ্র: চিহ্নিত উত্তরটি ভুল। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]
বেলজিয়ামের মুদ্রার নাম ইউরো।
ইউরো:
- ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের আর্থিক একক এবং মুদ্রা, যা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো ১৯৯১ সালের মাস্ট্রিচ চুক্তি থেকে উদ্ভূত হয়েছিল।
- ইউরো আনুষ্ঠানিকভাবে ১লা জানুয়ারী, ১৯৯৯ সালে জারি করা হয়েছিল।
- ইউরো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়।
- ইউরো ব্যবহার সদস্য: ২০টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- ২০তম দেশ হিসেবে ১লা জানুয়ারী, ২০২৩ তারিখে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে।
- ইউরো ব্যবহারকারী দেশগুলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন।
উৎস: EU ওয়েবসাইট।

0
Updated: 1 month ago