উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।
কোন নাটকটি দীনবন্ধুর 'নীল-দর্পণে'র সঙ্গে তুলনা করেছেন?
A
অবরোধ
B
কলঙ্ক
C
জনপদ
D
নবান্ন
উত্তরের বিবরণ
নবান্ন (নাটক)
-
রচয়িতা: বিজন ভট্টাচার্য
-
প্রকাশ/রচনা: ১৯৪৪
-
পটভূমি: পঞ্চাশের মন্বন্তর
-
বিষয়বস্তু: কৃষক জীবনের দুঃখ, দুর্দশা এবং জীবন সংগ্রাম
-
গুরুত্ব: নবনাট্য আন্দোলনের গুরুত্বপূর্ণ অবদান; বাংলা নাট্যধারায় যুগান্তকারী
-
প্রথম প্রদর্শনী: ভারতীয় গণনাট্য সঙ্ঘ, ১৯৪৪
-
তুলনামূলক নাটক: দীনবন্ধুর 'নীল-দর্পণ'
বিজন ভট্টাচার্য
-
জন্মস্থান: খানখানাপুর, ফরিদপুর
-
পিতা: ক্ষীরোদবিহারী ভট্টাচার্য (স্কুলশিক্ষক)
-
পেশা: নাট্যকার, অভিনেতা
-
স্মরণীয় ঘটনা: অসহযোগ আন্দোলনে (১৯২০-২২) অংশগ্রহণ এবং কারাবরণ
রচিত নাটকসমূহ
-
নবান্ন
-
জনপদ
-
কলঙ্ক
-
মরাচাঁদ
-
অবরোধ
-
গোত্রান্তর

0
Updated: 1 month ago
Related MCQ
'ছড়ার ছন্দ বা লৌকিক ছন্দ' নামে পরিচিত ছন্দ কোনটি?
Created: 3 weeks ago
A
স্বরবৃত্ত ছন্দ
B
মাত্রাবৃত্ত ছন্দ
C
অক্ষরবৃত্ত ছন্দ
D
অমিত্রাক্ষর ছন্দ
স্বরবৃত্ত ছন্দ
-
অন্য নাম: ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ, মেয়েলি ছন্দ।
-
সাহিত্যিক ব্যাখ্যা: প্রাকৃত বাংলা ছন্দ হিসাবেও পরিচিত। প্রাচীন বাংলা ছড়াগুলো স্বরবৃত্তে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর একে ছড়া ছন্দ বা লোকছন্দ হিসেবে উল্লেখ করেছেন।
-
ভাব: লঘু, চপল এবং তালে দ্রুতগামী।
বৈশিষ্ট্য:
-
দ্রুত লয়ের ছন্দ।
-
মূল বা পূর্ণ পর্ব চার মাত্রাবিশিষ্ট।
-
মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর উভয়েই একমাত্র বিশিষ্ট।
-
প্রতিটি পর্ব ছোট, চার মাত্রা বিশিষ্ট।

0
Updated: 2 weeks ago
বালক 'অমল' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন নাটকের চরিত্র?
Created: 3 weeks ago
A
রক্তকরবী
B
ডাকঘর
C
অচলায়তন
D
প্রায়শ্চিত্ত

0
Updated: 3 weeks ago
'সংস্কৃতির সংকট' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বদরুদ্দীন উমর
C
ড. আহমদ শরীফ
D
কাজী মোতাহার হোসেন
বদরুদ্দীন উমর
-
জন্ম: ২০ ডিসেম্বর, ১৯৩১, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
পেশা: অধ্যাপক ও রাজনীতিক
-
সম্পাদনা: ‘সংস্কৃতি’ সাময়িকী
প্রকাশিত প্রধান গ্রন্থসমূহ
-
সাম্প্রদায়িকতা
-
সংস্কৃতির সাম্প্রদায়িকতা
-
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ
-
যুদ্ধপূর্ব বাঙলাদেশ
-
যুদ্ধোত্তর বাঙলাদেশ
-
ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ
-
বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি
-
সংস্কৃতির সংকট
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago