বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?
A
মীর মশাররফ হোসেন
B
কাজী নজরুল ইসলাম
C
নির্মলেন্দু গুণ
D
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরের বিবরণ
নির্মলেন্দু গুণ
-
জন্ম: ১৯৪৫, বারহাট্টার কাশবন, নেত্রকোনা
-
সম্পূর্ণ নাম: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী
-
পরিচয়: বাংলাদেশের কবিদের কবি
-
পুরস্কার:
-
১৯৮২: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
-
১৯৮২: আলাওল সাহিত্য পুরস্কার
-
২০০১: একুশে পদক
-
রচিত কাব্যগ্রন্থ
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
ও বন্ধু আমার
-
চাষাভূষার কাব্য
-
পৃথিবীজোড়া গান
-
দূর হ দুঃশাসন
-
ইসক্রা
-
নেই কেন সেই পাখি
-
মুজিব-লেনিন-ইন্দিরা
-
শিয়রে বাংলাদেশ
রচিত ভ্রমণকাহিনি
-
ভগলার তীরে
-
গীনসাবার্গের সঙ্গে
-
আমেরিকায় জুয়ালেখার স্মৃতি
-
ভ্রমি দেশে দেশে

0
Updated: 1 month ago
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে শীর্ষ অবস্থানে আছে- [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
ভিয়েতনাম
D
বাংলাদেশ
পোশাক রপ্তানি – ২০২৪
-
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) সম্প্রতি Key Statistics and Trends in International Trade 2024 প্রতিবেদন প্রকাশ করেছে।
-
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে মোট ৫৫৭.৫০ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি হয়েছে।
-
তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে চীন।
-
দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, যার রপ্তানি আয় ছিল ৩৮.৪৮ বিলিয়ন ডলার।
-
বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ০.২১%।
-
তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম।

0
Updated: 2 months ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
ষান্মাসিক
B
স্নেহাষ্পদ
C
নির্নীমেষ
D
পূর্বাহ্ণ
প্রমিত বাংলা বানানের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেখানে উপসর্গ ও প্রত্যয়ের সংযোগে ধ্বনিগত পরিবর্তন ঘটে। সেই নিয়ম অনুযায়ী ‘অহ্ন’ প্রত্যয়ের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়।
-
তৎসম শব্দে ‘অপর, পরা, পূর্ব, প্রা’ ইত্যাদি উপসর্গের সঙ্গে ‘অহ্ন’ প্রত্যয় যুক্ত হলে, ‘অহ্ন’ শব্দের দন্ত্য ‘ন’ পরিবর্তিত হয়ে মূর্ধন্য ‘ণ’ হয়।
যেমন: অপরাহ্ণ, পরাহ্ণ, প্রাহ্ণ, পূর্বাহ্ণ। -
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী, শুদ্ধ বানান হলো ‘পূর্বাহ্ণ’।

0
Updated: 2 weeks ago
"তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে
চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীমাকাশে।" - কে লিখেছেন?
Created: 2 weeks ago
A
সুকান্ত ভট্টাচার্য
B
হেলাল হাফিজ
C
কাজী নজরুল ইসলাম
D
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলামের ‘জীবন-বন্দনা’ কবিতার এই অংশটি যুবকের উচ্ছ্বাস ও জীবনের অনন্ত গমনকে প্রকাশ করে। কবিতার ভাষা ও ছন্দে মানুষের শ্রম, সংগ্রাম এবং জীবনের উল্লাসকে একত্রে তুলে ধরা হয়েছে। এটি নজরুলের সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ রচনা।
• জীবন-বন্দনা কবিতা:
-
‘জীবন-বন্দনা’ কবিতাটি কাজী নজরুল ইসলামের ‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।
-
কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
-
‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
-
বাংলাদেশের রণসংগীত “চল চল চল, উর্ধ গগণে বাজে মাদল” এই কাব্য থেকে নেওয়া হয়েছে।
কাজী নজরুল ইসলামের অন্যান্য কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ভাঙার গান
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
সন্ধ্যা
-
ঝিঙে ফুল
-
ফণি-মনসা
-
জিঞ্জিরা
-
প্রলয়শিখা

0
Updated: 2 weeks ago