A
১৯৯০ সালে
B
১৯৯১ সালে
C
১৯৯২ সালে
D
১৯৯৩ সালে
উত্তরের বিবরণ
মূল্য সংযোজন কর (মূসক):
-
সংজ্ঞা: মূল্য সংযোজন কর (Value Added Tax, VAT) হলো কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর আরোপিত শতকরা হারের কর
-
ধরন: বাংলাদেশে এটি একটি পরোক্ষ কর
-
আইন প্রণয়ন: ১৯৯০ সালের জুনে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি
-
কার্যকর: ১ জুলাই, ১৯৯১ থেকে চালু
-
কর হার:
-
দেশীয় পণ্য ও সেবার উপর: ১৫%
-
আমদানি ও সরবরাহের ক্ষেত্রে: ১৫%
-
রপ্তানি ক্ষেত্রে: ০%
-
-
ভোক্তা: পণ্য বা সেবার চূড়ান্ত ভোক্তা কর দাতা
তথ্যসূত্র: জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ; বাংলাপিডিয়া

0
Updated: 6 days ago
On which date was the 'July Declaration' published?
Created: 1 week ago
A
July 31, 2025
B
8 August, 2025
C
5 August, 2025
D
July 36, 2025
জুলাই ঘোষণাপত্র
-
সংজ্ঞা: জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল, যা ওই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়।
-
প্রকাশ: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্ট ২০২৫ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
-
উপস্থাপনা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
-
ধারা: মোট ২৮টি ধারা অন্তর্ভুক্ত।
-
সারমর্ম:
-
রাজনৈতিক, সাংবিধানিক ও শাসন কাঠামোর সংস্কার
-
ছাত্র-জনতা ও গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি
-
আইনি সুরক্ষা সংক্রান্ত বিষয়সমূহ
-
উৎস: প্রথম আলো

0
Updated: 1 week ago
মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের
Created: 1 week ago
A
বিপরীত
B
সাংঘর্ষিক
C
পরিপূরক
D
উপরের সবগুলো
মূল্যবোধ শিক্ষা ও সুশাসন: - মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের পরিপূরক। - মূল্যবোধ শিক্ষার যথার্থ উপস্থিতি ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। - মূল্যবোধ শিক্ষা ব্যক্তিকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে সুশাসনের ভিতকে মজবুত করে। - মূল্যবোধ ও সুশাসনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। - সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকান্ড যে সব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে। - মূল্যবোধ না থাকলে সুশাসনের উপাদানগুলো প্রতিষ্ঠা ও বিকশিত করা সম্ভব নয়। তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
মূল্যবোধ শিক্ষা ও সুশাসন:
- মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের পরিপূরক।
- মূল্যবোধ শিক্ষার যথার্থ উপস্থিতি ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
- মূল্যবোধ শিক্ষা ব্যক্তিকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে সুশাসনের ভিতকে মজবুত করে।
- মূল্যবোধ ও সুশাসনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।
- সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকান্ড যে সব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে।
- মূল্যবোধ না থাকলে সুশাসনের উপাদানগুলো প্রতিষ্ঠা ও বিকশিত করা সম্ভব নয়।
তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 1 week ago
Which country is the single largest market for Bangladesh's export sector? (August, 2025)
Created: 1 week ago
A
USA
B
UK
C
China
D
Japan
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার
-
বৃহত্তম বাজার: যুক্তরাষ্ট্র
-
রপ্তানি পরিমাণ (২০২৪-২৫): ৮৭৬ কোটি ডলার
-
মোট রপ্তানিতে অংশ: ১৭%
-
প্রধান পণ্য: তৈরি পোশাক (মোট রপ্তানির ৮৭%)
-
বিশ্বে অবস্থান তৈরি পোশাক রপ্তানিতে: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান তৃতীয় স্থান

0
Updated: 1 week ago