'জন্মই আমার আজন্ম পাপ' গ্রন্থটির রচয়িতা কে?
A
রফিক আজাদ
B
গোলাম মোস্তফা
C
দাউদ হায়দার
D
হুমায়ুন কবির
উত্তরের বিবরণ
জন্মই আমার আজন্ম পাপ
— দাউদ হায়দার
"জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি
সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মতো হঠাৎ ফুৎকারে উড়ে যাই
পালাই, পালাই সুদূরে—
চারপাশে রৌদ্রের ঝলক।
বাসের দোতলায়, ফুটপাতে রুটির দোকানে,
দ্রুতগামী নতুন মডেলের
চকচকে বনেটে রাত্রির ঝলমলে আলো—
ভাঙাচোরা মুখচ্ছবির খোঁজ…"
(সংক্ষিপ্ত)
দাউদ হায়দার সম্পর্কে সংক্ষেপে:
-
জন্ম: ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২
-
জন্মস্থান: দোহার, পাবনা
-
পরিচয়: একজন প্রথিতযশা লেখক, যিনি সাহিত্যজগতে তাঁর স্পষ্টভাষী ও আত্মজৈবনিক কবিতার জন্য পরিচিত।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
জন্মই আমার আজন্ম পাপ
-
এই শাওনে এই পরবাসে
-
আমি ভালো আছি তুমি
-
পাথরের পুঁথি
তথ্যসূত্র:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
জন্মই আমার আজন্ম পাপ – দাউদ হায়দার
0
Updated: 5 months ago
'ধূসর পাণ্ডুলিপি' একটি বিখ্যাত-
Created: 4 weeks ago
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
গল্পগ্রন্থ
D
উপন্যাস
ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ, যা ১৯৩৬ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে জীবনানন্দীয় কাব্যের স্বতন্ত্র বিষয়, ছন্দভঙ্গি, ভাষা ও প্রতিমার সব বৈশিষ্ট্য স্পষ্টভাবে প্রকাশ পায়। এ কাব্যগ্রন্থের মাধ্যমে আধুনিক বাংলা কাব্যাঙ্গনে জীবনানন্দ দাশের প্রতিষ্ঠা নিশ্চিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যগ্রন্থকে ‘চিত্ররূপময় কবিতা’ হিসেবে মূল্যায়ন করেন।
-
জীবনানন্দ দাশ
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল
-
ডাকনাম: দাশু
-
পরিচিতি: ‘রূপসী বাংলার কবি’, ‘নির্জনতার কবি’, ‘তিমির হননের কবি’, ‘ধূসরতার কবি’
-
পিতা: সত্যানন্দ দাশ, স্কুলশিক্ষক ও সমাজসেবক, ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক
-
মাতা: কুসুমকুমারী দাশ, বিখ্যাত কবি
-
বাংলা কাব্যধারায় রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতার অন্যতম কবি
-
আন্তর্জাতিক প্রভাব:
-
‘মৃত্যুর আগে’ কবিতা ↔ আইরিশ কবি W. B. Yeats-এর The Falling of the Leaves
-
‘হায় চিল’ ↔ Yeats-এর He Reproves the Curlew
-
‘বনলতা সেন’ ↔ অ্যাডগার এলেন পো-এর To Helen
-
-
প্রভাব: ষাটের দশকে বাঙালির জাতিসত্তা বিকাশ আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সংগ্রামী বাঙালি জনতাকে অনুপ্রাণিত করা
-
পুরস্কার:
-
বনলতা সেন → নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলন, ১৯৫৩
-
শ্রেষ্ঠ কবিতা → ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার, ১৯৫৪
-
-
মৃত্যু: ১৯৫৪ সালের ২২ অক্টোবর, কলকাতা
-
-
কাব্যগ্রন্থ
-
ঝরাপালক
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
রূপসী বাংলা
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা
-
-
উপন্যাস
-
মাল্যবান
-
সতীর্থ
-
-
প্রবন্ধগ্রন্থ
-
কবিতার কথা
-
বিখ্যাত উক্তি: ‘সকলেই কবি নন, কেউ কেউ কবি।’
-
-
0
Updated: 4 weeks ago
‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
Created: 5 months ago
A
হাসান হাফিজুর রহমান
B
বেগম সুফিয়া কামাল
C
মুনীর চৌধুরী
D
আবুল বরকত
একুশে ফেব্রুয়ারী সংকলন:
১৯৫৩ সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রথমবারের মতো 'একুশে ফেব্রুয়ারি' শীর্ষক একটি সাহিত্য সংকলন প্রকাশ পায়। এই সংকলনে একুশে ফেব্রুয়ারীর বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা, গান, নকশা ও ঐতিহাসিক বিষয়ভিত্তিক রচনাসমূহ স্থান পেয়েছিল।
উক্ত সংকলনটি ১৯৫৩ সালে বামপন্থী বিশিষ্ট রাজনৈতিক কর্মী মোহাম্মদ সুলতানের তত্ত্বাবধানে ‘পুথিপত্র’ থেকে প্রকাশিত হয়।
সংকলনের মধ্যে রয়েছে বিখ্যাত গানটি—
“আমার ভাইয়ের রক্তে রাঙানো / একুশে ফেব্রুয়ারি / আমি কি ভুলিতে পারি” — যা প্রথমবার এ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল।
তবে প্রকাশের মাত্র তিন সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার এই সংকলন বাজেয়াপ্ত করে।
হাসান হাফিজুর রহমান:
হাসান হাফিজুর রহমান ১৯৩২ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি ভাষা আন্দোলন বিষয়ক প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ এর সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্রের সম্পাদক হিসেবেও পরিচিত।
হাসান হাফিজুর রহমানের রচিত প্রবন্ধসমূহ:
-
আধুনিক কবি ও কবিতা
-
মূল্যবোধের জন্য
-
সাহিত্য প্রসঙ্গ
-
আলোকিত গহ্বর
হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থসমূহ:
-
বিমুখ প্রান্তর
-
প্রতিবিম্ব
-
আর্ত শব্দাবলী
-
অন্তিম শহরের মতো
-
যখন উদ্যত সঙ্গীন
-
ভবিতব্যের বাণিজ্য তরী
-
শোকার্ত তরবারী
হাসান হাফিজুর রহমানের গল্প:
-
আরো দুটি মৃত্যু
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?
Created: 5 months ago
A
হাসান আজিজুল হক
B
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C
কাজী মোতাহার হোসেন
D
হুমায়ুন আজাদ
হুমায়ুন আজাদ
-
তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল এলাকায় জন্মগ্রহণ করেন।
-
ছিলেন একজন প্রতিষ্ঠিত লেখক ও অধ্যাপক।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার' ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
-
২০০৪ সালের ১২ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থসমূহ:
-
অলৌকিক ইস্টিমার (প্রথম কাব্যগ্রন্থ)
-
কাফনে মোড়া অশ্রুবিন্দু
-
জ্বলো চিতাবাঘ
-
সব কিছু নষ্টদের অধিকারে যাবে
-
যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল
-
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে
তার রচিত উপন্যাসসমূহ:
-
আব্বুকে মনে পড়ে
-
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
-
সব কিছু ভেঙে পড়ে
-
শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার
-
রাজনীতিবিদগণ
-
কবি অথবা দণ্ডিত পুরুষ
-
পাক সার জমিন সাদ বাদ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago