‘রূপজালাল’ গ্রন্থটি কী ধরনের রচনা?
A
গবেষণামূলক প্রবন্ধ
B
নাট্য রচনা
C
আত্মজীবনীমূলক
D
ঐতিহাসিক উপন্যাস
উত্তরের বিবরণ
নওয়াব ফয়জুন্নেসা
-
জন্ম: ১৮৩৪, পশ্চিমগাঁও, লাকসাম, কুমিল্লা
-
পেশা ও পরিচয়: জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক, কবি
-
সামাজিক অবদান:
-
সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন
-
দীন-দরিদ্রের কল্যাণে কাজ করেছেন
-
বাংলা পত্রপত্রিকা যেমন: ‘বান্ধব’, ‘ঢাকা প্রকাশ’, ‘মুসলমান বন্ধু’, ‘সুধাকর’, ‘ইসলাম প্রচারক’-এর আর্থিক সহায়তা প্রদান করেছেন
-
-
উপাধি: মহারানী ভিক্টোরিয়া ১৮৮৯ সালে ‘নওয়াব’
-
সাহিত্যকর্ম:
-
গদ্য ও পদ্যে রচিত রূপজালাল (১৮৭৬) – আত্মজীবনীমূলক রচনা
-
কাব্য: সঙ্গীতসার, সঙ্গীতলহরী
-
-
মৃত্যু: ১৯০৩, স্বগ্রামে সমাহিত
-
সম্মাননা: ২০০৪ সালে একুশে পদক (মরণোত্তর)

0
Updated: 1 month ago
সেক শুভোদয়া গ্রন্থের গল্প প্রথম কোন রাজার রাজসভায় উপস্থাপন করা হয়?
Created: 1 month ago
A
সামন্ত সেনের
B
বিজয় সেনের
C
লক্ষ্মণ সেনের
D
বল্লাল সেনের
‘সেক শুভোদয়া’
-
রচয়িতা: হলায়ুধ মিশ্র
-
এটি একটি পীর মাহাত্ম্য-ব্যঞ্জক চম্পুকাব্য, যা সংস্কৃত গদ্যপদ্যে লেখা।
-
বাংলা ভাষা ও সংস্কৃত শব্দের অশুদ্ধ ব্যবহার থাকায় সুনীতিকুমার চট্টোপাধ্যায় এটিকে ‘dog Sanskrit’ বলেছেন।
-
ড. মুহাম্মদ এনামুল হক এর মতে, এটি খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে রচিত।
গ্রন্থের বিষয়বস্তু ও প্রকাশনা
-
গল্প পরিবেশন করেছেন শেখ জালালুদ্দীন তাবরেজি, যিনি লক্ষ্মণ সেনের সভায় এটি উপস্থাপন করেন।
-
গ্রন্থে বাংলা ছড়া ও বাগধারা ব্যবহার লক্ষ্য করা যায়।
-
গদ্যপদ্য মিলিয়ে গ্রন্থে ২৫টি অধ্যায় আছে।
-
১৩২০-২১ বঙ্গাব্দে মণীন্দ্রমোহন বসু ১৩টি পরিচ্ছেদ বঙ্গানুবাদসহ ‘কায়স্থ’ পত্রিকায় প্রকাশ করেন।
-
১৩৩৪ বঙ্গাব্দে সুকুমার সেনের সম্পাদনায় গ্রন্থটি প্রথম মুদ্রিত হয়।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
কোনটি জহির রায়হানের রচনা?
Created: 4 weeks ago
A
সারেং বৌ
B
ক্রীতদাসের হাসি
C
বরফ গলা নদী
D
কাঁদো নদী কাঁদো
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫ সালে, ফেনি জেলায়।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
-
পেশা: প্রখ্যাত কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক।
-
চলচ্চিত্র সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ:
-
প্রথম রঙিন চলচ্চিত্র: ‘সঙ্গম’
-
পরিচালিত প্রথম চলচ্চিত্র: ‘কখনো আসে নি’
-
প্রথম সিনেমাস্কোপ ছবি: ‘বাহানা’
-
শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ‘কাঁচের দেয়াল’ নিগার পুরস্কার লাভ।
-
উপন্যাস:
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কতদিন
-
শেষ বিকেলের মেয়ে
-
তৃষ্ণা
-
কয়েকটি মৃত্যু
উল্লেখ্য অন্যান্য সাহিত্যকর্ম:
-
সারেং বৌ – শহীদুল্লাহ কায়সার
-
ক্রীতদাসের হাসি – শওকত ওসমান
-
কাঁদো নদী কাঁদো – সৈয়দ ওয়ালীউল্লাহ

0
Updated: 4 weeks ago
নওয়াব ফয়জুন্নেসার রচিত ‘রূপজালাল’ গ্রন্থটি কী ধরনের রচনা?
Created: 6 days ago
A
নাটক
B
ঐতিহাসিক উপন্যাস
C
আত্মজীবনীমূলক রচনা
D
কাব্যগ্রন্থ
বাংলা সমাজে নারীশিক্ষা ও সমাজকল্যাণে অসাধারণ ভূমিকা রেখে গেছেন নওয়াব ফয়জুন্নেসা। তিনি ছিলেন বাংলার প্রথম নারী যিনি ‘নওয়াব’ উপাধিতে ভূষিত হন। সাহিত্য, সমাজসেবা ও নারীজাগরণে তাঁর অবদান উনবিংশ শতাব্দীর বাংলা সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করে।
মূল তথ্যসমূহ:
-
নওয়াব ফয়জুন্নেসা ছিলেন একজন জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি।
-
তিনি ১৮৩৪ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
-
জমিদারি লাভের আগেই তিনি সমাজকল্যাণ ও দরিদ্রজনের সহায়তামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
-
তাঁর জনহিতৈষণার স্বীকৃতিস্বরূপ ১৮৮৯ সালে মহারানী ভিক্টোরিয়া তাঁকে ‘নওয়াব’ উপাধিতে ভূষিত করেন, যা কোনো বাংলা নারীর জন্য প্রথম ঘটনা।
-
‘বান্ধব’, ‘ঢাকা প্রকাশ’, ‘মুসলমান বন্ধু’, ‘সুধাকর’ ও ‘ইসলাম প্রচারক’ প্রভৃতি বাংলা পত্রিকা তাঁর আর্থিক সহায়তা পেত।
-
তিনি ছিলেন একজন সাহিত্যিক নারী, যার রচনা সমাজবাস্তবতা ও ব্যক্তিগত অভিজ্ঞতায় সমৃদ্ধ।
-
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ ‘রূপজালাল’ (১৮৭৬) — গদ্য ও পদ্য মিলিত একটি রূপকধর্মী আত্মজীবনীমূলক কাব্য, যেখানে তিনি তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনি তুলে ধরেছেন।
-
এছাড়া তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থ হলো ‘সঙ্গীতসার’ ও ‘সঙ্গীতলহরী’।
-
তিনি ১৯০৩ সালে স্বগ্রামে মৃত্যুবরণ করেন এবং পারিবারিক গোরস্থানে সমাহিত হন।
-
তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাঁকে (মরণোত্তর) একুশে পদক প্রদান করা হয়।

0
Updated: 6 days ago