'কুরুক্ষেত্র' নবীনচন্দ্র সেন রচিত কোন প্রকার সাহিত্য?
A
কাব্যগ্রন্থ
B
উপন্যাস
C
নাটক
D
প্রবন্ধ
উত্তরের বিবরণ
নবীনচন্দ্র সেন
-
জন্ম: ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি, নোয়াপাড়া, চট্টগ্রাম
-
শিক্ষা:
-
চট্টগ্রাম স্কুল থেকে এন্ট্রান্স (১৮৬৩)
-
কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ (১৮৬৫)
-
জেনারেল অ্যাসেম্বি ইনস্টিটিউশন থেকে বিএ (১৮৬৮)
-
-
মৃত্যু: ১৯০৯ সালের ২৩ জানুয়ারি
নবীনচন্দ্র সেনের কাব্যগ্রন্থ
-
অবকাশরঞ্জিনী
-
পলাশীর যুদ্ধ
-
রৈবতক
-
কুরুক্ষেত্র
-
প্রভাস
-
অমৃতাভ

0
Updated: 1 month ago
‘পদ্ম-গোখরো’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
রিক্তের বেদন
B
ঝিলিমিলি
C
ব্যথার দান
D
শিউলিমালা
শিউলিমালা
-
প্রকাশ: ১৩৩৮ বঙ্গাব্দ, কার্তিক (১৯৩১)
-
গল্পগুলো:
-
পদ্ম-গোখরো
-
জিনের বাদশা
-
অগ্নি-গিরি
-
শিউলিমালা
-
অন্যান্য গল্পগ্রন্থ
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
উল্লেখ্য
-
ঝিলিমিলি: নজরুল রচিত তিনটি ছোট নাটকের সংকলন

0
Updated: 1 month ago
আলাওল কার আদেশে 'পদ্মাবতী' কাব্যটি রচনা করেন?
Created: 3 weeks ago
A
দৌলত কাজীর আদেশে
B
দৌলত উজির বাহরাম খানের আদেশে
C
কানাহরি দত্তের আদেশে
D
মাগন ঠাকুরের আদেশে
পদ্মাবতী কাব্য
-
রচয়িতা: আলাওল
-
মহত্ব: মধ্যযুগীয় বাংলা সাহিত্যের জনপ্রিয় প্রণয়কাব্য।
-
উৎস: হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির পদুমাবৎ কাব্যের বাংলা অনুবাদ।
-
রচনার সময়: ১৬৫১ খ্রিষ্টাব্দ, আরাকান রাজ সাদ থদোমিন্তারের রাজত্বকালে, মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে।
-
কাব্যের গঠন: দুইটি পর্বে বিভক্ত
-
চিতোররাজ রত্নসেন সিংহলের রাজকন্যা পদ্মাবতী অর্জন করেন।
-
দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি পদ্মাবতী লাভের ব্যর্থ চেষ্টা করেন।
-
আলাওল (আনুমানিক ১৬০৭–১৬৮০)
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং সর্বাধিক গ্রন্থপ্রণেতা।
-
মোট কাব্যসংখ্যা: ৭টি
আখ্যানকাব্য:
-
পদ্মাবতী (১৬৪৮)
-
সতীময়না ও লোরচন্দ্রানী (১৬৫৯)
-
সপ্তপয়কর (১৬৬৫)
-
সয়ফুলমুলুক বদিউজ্জামাল (১৬৬৯)
-
সিকান্দরনামা (১৬৭৩)
নীতিকাব্য:
-
তোহফা (১৬৬৪)
সঙ্গীতবিষয়ক কাব্য:
-
রাগতালনামা

0
Updated: 3 weeks ago
জীবনানন্দ দাশের রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
ঝরা পালক
B
বনলতা সেন
C
মাল্যবান
D
মহাপৃথিবী
জীবনানন্দ দাশ এবং তাঁর সাহিত্যকর্ম
-
উপন্যাস: মাল্যবান (আরও একটি উপন্যাস: সুতীর্থ)
-
জীবনানন্দ দাশ:
-
জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯, বরিশাল
-
পিতৃনিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম
-
পিতা: সত্যানন্দ দাশ (স্কুলশিক্ষক ও সমাজসেবক)
-
মাতা: কুসুমকুমারী দাশ (কবি)
-
মৃত্যু: ২২ অক্টোবর ১৯৫৪, কলকাতা (ট্রম দুর্ঘটনার পর)
-
-
উপাধি:
-
ধুসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি
-
-
সাহিত্যকর্ম:
-
কাব্যগ্রন্থ: ঝরা পালক, ধূসর পাণ্ডু লিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা
-
উপন্যাস: মাল্যবান, সুতীর্থ
-
প্রবন্ধগ্রন্থ: কবিতার কথা
-

0
Updated: 1 month ago