A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
উত্তরের বিবরণ
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 6 days ago
Myself is -
Created: 1 week ago
A
Personal Pronoun
B
Demonstrative Pronoun
C
Relative Pronoun
D
Reflexive Pronoun
Myself is - Reflexive pronoun.
• যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.
• Pronoun ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun (He, I, we, me, it)
2. Demonstrative Pronoun (this, that)
3. Interrogative Pronoun (what, who)
4. Relative Pronoun (what, who, that)
5. Indefinite Pronoun (one, some, any, all, many)
6. Distributive Pronoun (each, every)
7. Reflexive Pronoun (myself, themselves)
8. Reciprocal Pronoun (each other, one another)

0
Updated: 1 week ago
"The Solitary Reaper" was written by William Wordsworth. Which theme is prominent in the poem?
Created: 4 weeks ago
A
Industrialization
B
Urban life
C
War and peace
D
Nature and beauty
• "The Solitary Reaper" কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত, এবং এই কবিতার প্রধান থিম হচ্ছে "Nature and beauty" (ঘ)। কবিতাটিতে একজন স্কটিশ গ্রামীণ কন্যার একাকী মাঠে ফসল কাটার দৃশ্য বর্ণনা করা হয়েছে, যার গান প্রকৃতির সৌন্দর্যের সাথে একীভূত হয়ে এক গভীর আবেগ সৃষ্টি করে। কবির চোখে সেই মেয়ের সরলতা, নির্জনতা এবং সঙ্গীত প্রকৃতির সৌন্দর্যের এক রূপ হয়ে ওঠে। অন্য বিকল্পগুলো যেমন "Industrialization" (ক), "Urban life" (খ) এবং "War and peace" (গ) — এগুলো কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ কবিতাটি প্রকৃতি, সরল গ্রামীণ জীবন এবং মানসিক অনুভবের উপর বেশি জোর দেয়।

0
Updated: 4 weeks ago
I am in the process of collecting material for my story. The underlined word is a/an-
Created: 1 week ago
A
Verb
B
Adjective
C
Adverb
D
Noun
• Material noun and adjective দুটোই হতে পারে। কিন্তু,
- কিন্তু, এই বাক্যে Material noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
• I am in the process of collecting material for my story.
- আমি আমার গল্পের জন্য উপাদান সংগ্রহের প্রক্রিয়ার মধ্যে আছি।
- The word "material" refers to the substance or content that is being collected. It functions as a thing that you can collect, making it a noun.
• Material (noun)
English Meaning: the matter from which a thing is or can be made.
Bangla Meaning: বস্তু; জড় উপাদান।
Example sentence:
- Goats can eat more or less any plant material"
• Material (adjective)
English Meaning: denoting or consisting of physical objects rather than the mind or spirit/ significant; important.
Bangla Meaning: বস্তুগত; পদার্থগত, বাস্তব; গুরুত্বপূর্ণ; প্রাসঙ্গিক।
Example:
- The material world"
- The insects did not do any material damage to the crop.
Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 week ago