'তাহরিক ই মুহম্মদীয়া' আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন?
A
মীর কাসেম
B
তিতুমীর
C
হাজী শরিয়াত উল্লাহ
D
মজনু শাহ
উত্তরের বিবরণ
তিতুমীর (মীর নিসার আলী):
-
পূর্ণ নাম: মীর নিসার আলী, উরফে তিতুমীর
-
জন্মস্থান: চাঁদপুর গ্রাম, বারাসাত মহকুমা, চব্বিশ পরগনা জেলা
-
নেতৃত্বাধীন আন্দোলন: তাহরিক-ই-মুহম্মদীয়া (ওয়াহাবি আন্দোলনের প্রভাবে)
-
উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত
-
-
হজ অভিযান: ১৮২৭ খ্রিস্টাব্দে মক্কা শরিফে হজ পালন করে দেশে ফিরে আসেন
-
প্রধান ঘাটি ও বাঁশের কেল্লা: ১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে স্থাপন ও নির্মাণ
-
সংঘর্ষ ও মৃত্যু:
-
১৮৩১ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার মেজর স্কটের নেতৃত্বে বিশাল সুশিক্ষিত সেনা পাঠায়
-
নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লায় তিতুমীরের সঙ্গে যুদ্ধ হয় এবং তিনি নিহত হন
-
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
'তাহরিক ই মুহম্মদীয়া' আন্দোলনের নেতৃত্ব দেন কে?
Created: 2 weeks ago
A
হাজী শরিয়ত উল্লাহ
B
দুদু মিয়া
C
টিপু সুলতান
D
তিতুমীর
তিতুমীর ছিলেন বাংলার প্রতিরোধ আন্দোলনের একজন প্রভাবশালী নেতা, যিনি পশ্চিমবঙ্গে ইসলামী সংস্কার আন্দোলন তথা তাহরিক ই মুহম্মদীয়া–কে শক্তিশালী রূপে পরিচালনা করেন। তার নেতৃত্বে স্থানীয় জনগণ উপনিবেশী শোষণের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়।
-
মীর নিসার আলী বা তিতুমীর জন্মগ্রহণ করেন চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে।
-
উত্তর ভারত ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যখন ওয়াহাবি আন্দোলনের জোয়ার বইছে, তখন পশ্চিম বঙ্গের বারাসাত অঞ্চলে তিতুমীরের নেতৃত্বে তাহরিক ই মুহম্মদীয়া প্রবল আকার ধারণ করে।
-
ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত।
-
তিতুমীর হজ করার জন্য মক্কা শরিফ যান এবং ১৮২৭ খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন।
-
১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে তিনি তার প্রধান ঘাটি স্থাপন করেন এবং নির্মাণ করেন ইতিহাসখ্যাত বাঁশের কেল্লা।
-
একই বছর ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে একটি বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে, যা মেজর স্কটের নেতৃত্বে নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা আক্রমণ করে।
-
এই যুদ্ধে তিতুমীর নিহত হন।

0
Updated: 2 weeks ago