'হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও' কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
দি ইস্ট ইন্ডিয়ান
D
জ্ঞানাণ্বেষণ
উত্তরের বিবরণ
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
-
পূর্ণ নাম: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
-
তিনি একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক ছিলেন।
-
মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজে (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক হিসেবে নিয়োগ পান।
-
‘ইয়ং বেঙ্গল’ আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন তিনি।
-
এছাড়াও তিনি ‘ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান’ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
Created: 1 month ago
A
রোকেয়া বেগম
B
মুনীর চৌধুরী
C
স্বর্ণকুমারী দেবী
D
সুফিয়া কামাল
‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুফিয়া কামাল। তিনি শুধু একজন প্রথিতযশা কবি নন, বরং বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎও ছিলেন।
-
সুফিয়া কামাল:
-
‘জননী সাহসিকা’ নামে খ্যাত ছিলেন।
-
বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়।
-
১৯৪৭ সালে প্রকাশিত বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
-
১৯৬৯ সালে তিনি “মহিলা সংগ্রাম পরিষদ” নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন।
-
তাঁর রচিত প্রথম গল্প ‘সৈনিক বধূ’ ১৯২৩ সালে বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়।
-
-
কাব্যগ্রন্থ: সাঁঝের মায়া, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মায়া কাজল ইত্যাদি।
-
গল্পগ্রন্থ: কেয়ার কাঁটা।
-
শিশুতোষ গল্প: ইতল বিতল, নওল কিশোরের দরবারে।
-
ডায়েরি: একাত্তরের ডায়েরি।
-
আত্মজীবনী: একালে আমাদের কাল।
0
Updated: 1 month ago
'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
Created: 1 month ago
A
সত্যেন্দ্রনাথ ঠাকুর
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
অক্ষয়কুমার দত্ত
D
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
'তত্ত্ববোধিনী' পত্রিকা ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এবং অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা হিসেবে পরিচিত ছিল।
-
সম্পাদনা:
-
প্রথম সম্পাদক: অক্ষয়কুমার দত্ত (১৮৫৫ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন)
-
অক্ষয়কুমারের অবসরের পর সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ
-
অন্যান্য সম্পাদকরা: নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর
-
0
Updated: 1 month ago
'দিগদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন -
Created: 1 month ago
A
রামমোহন রায়
B
জন ক্লার্ক মার্শম্যান
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
'দিগদর্শন' বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা। প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮১৮ সালের এপ্রিল মাসে এবং এটি মাসিক পত্রিকা হিসেবে ছাপা হত। পত্রিকাটি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয়।
পত্রিকার সম্পাদক ছিলেন বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যান। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারে দিগ্দর্শনের কপিসমূহ সংরক্ষিত আছে।
0
Updated: 1 month ago