বেগ নির্ণয়ের জন্য কোন দুটি মৌলিক রাশির প্রয়োজন হয়?
A
দৈর্ঘ্য ও তাপমাত্রা
B
দৈর্ঘ্য ও সময়
C
দৈর্ঘ্য ও ভর
D
তাপমাত্রা ও ভর
উত্তরের বিবরণ
রাশি
-
রাশি: বিশ্বপ্রকৃতির যে কোনো পরিমাপযোগ্য বৈশিষ্ট্যকে রাশি বলা হয়।
উদাহরণ: একটি লোহার বলের ভর। এখানে ভর একটি রাশি। -
মৌলিক রাশি: যে রাশিগুলোর পরিমাপ অন্য কোনো রাশির ওপর নির্ভরশীল নয়, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়।
উদাহরণ: সময়, দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ।-
মৌলিক রাশিগুলোকে বিজ্ঞানীরা সাতটি ধরন হিসেবে চিহ্নিত করেছেন।
-
-
লব্ধ বা যৌগিক রাশি: যে রাশিগুলো অন্য মৌলিক রাশির ওপর নির্ভর করে পরিমাপ করা হয়।
উদাহরণ:-
বেগ = দৈর্ঘ্য ÷ সময় (মৌলিক রাশির ওপর নির্ভরশীল)
-
অন্যান্য লব্ধ রাশি: ত্বরণ, কাজ, বল, তাপ, বিভব ইত্যাদি
-
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 6 days ago