The phrase "Spill the beans" means:
A
To cook something
B
To divulge secret information
C
To clean up a mess
D
To be quick at something
উত্তরের বিবরণ
Idiom: “Spill the Beans”
-
Meaning:
-
English: To divulge secret or hidden information; reveal secret information unintentionally or indiscreetly
-
Bangla: গোপন কথা ফাঁস করা; অনিচ্ছাকৃতভাবে বা অবিবেচকভাবে গোপন তথ্য প্রকাশ করা
-
-
Example Sentence:
-
She spilled the beans about the surprise party.
-
Bangla: সে গোপন অনুষ্ঠানের কথা ফাঁস করে দিল।
-
-
Correct Option: খ) To divulge secret information
-
Sources:
-
Oxford Dictionary
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 1 month ago
Her hope that she will win the scholarship finally came true. The underlined part is -
Created: 1 month ago
A
Noun clause
B
Adjective clause
C
Adverb clause
D
Co-ordinate clause
Her hope that she will win the scholarship finally came true. The underlined part is - Noun Clause.
- এই বাক্যে, 'that she will win the scholarship' অংশটি hope এর ব্যাখ্যা দিচ্ছে, তাই এটি এখানে Appositive এবং এ হিসেবে এটি একটি noun clause.
Noun Clause:
- যেসব subordinate clause noun এর মত কাজ করে থাকে - অর্থাৎ - বাক্যে subject/ object/ complement/ appositive হিসেবে কাজ করে থাকে তাদেরকে Noun clause বলে।
• যে Noun Clause পূর্ববর্তী Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ব্যাখ্যা প্রদান করে, তাকে Appositive বা Case in Apposition বলে।
- এই বাক্যে, 'that she will win the scholarship' অংশটি hope এর ব্যাখ্যা দিচ্ছে, তাই এটি এখানে Appositive এবং এ হিসেবে এটি একটি noun clause.
• একটি বাক্যের চারটি স্থানে Noun clause বসতে পারে -
1. subject হিসাবে;
2. transitive verb এর object হিসেবে;
3. Linking verb এরপরে complement হিসাবে;
4. Preposition এর পরে।

0
Updated: 1 month ago
Choose the antonym of "Deferential":
Created: 1 month ago
A
Obedient
B
Disrespectful
C
Praise
D
Submissive
• Deferential:
-
English meaning: showing that you respect somebody/something, especially somebody older or more senior than you.
-
Bangla meaning: শ্রদ্ধাবান; শ্রদ্ধাপূর্ণ।
Options:
ক) Obedient: আজ্ঞানুবর্তী; বাধ্য।
খ) Disrespectful: অসম্মানজনক; অশ্রদ্ধাপূর্ণ।
গ) Praise: প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
ঘ) Submissive: বশ্য; বাধ্য; অনুগত; বশবর্তী; আজ্ঞানুবর্তী।
অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of "Deferential" হলো Disrespectful।
Source: Accessible Dictionary.

0
Updated: 1 month ago
She seldom misses a meeting, _________?
Created: 2 weeks ago
A
does she
B
doesn't she
C
do she
D
don't she
Tag Question ব্যবহার করা হয় কোনো উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য। সাধারণ নিয়ম হলো:
-
Statement positive হলে tag question negative হয়।
-
Subject এবং Tense অনুসারে auxiliary verb দিয়ে tag question গঠিত হয়।
Special Rule:
-
যদি Statement-এ No one, Nobody, Nothing, Scarcely, Barely, Hardly, Seldom ইত্যাদি শব্দ থাকে, তাহলে সেটি negative statement হিসেবে ধরা হয়।
-
যেহেতু এগুলো negative অর্থ প্রকাশ করে, তাই tag question-এ not ব্যবহার করা হয় না।
-
সরাসরি interrogative tag বসানো হয়।
Complete Sentence: She seldom misses a meeting, does she?

0
Updated: 2 weeks ago