The house on the hill is very old.
Here, 'on the hill' is-
A
Phrase preposition
B
Verbal phrase
C
Adjective phrase
D
Adverbial phrase
উত্তরের বিবরণ
Adjective Phrase – Example and Explanation
-
Example Sentence:
The house on the hill is very old.-
Underlined part: on the hill
-
Function: Adjective phrase
-
-
Explanation:
-
Modifies the noun house by specifying which house (the one on the hill)
-
Since it modifies the subject noun, it acts as an adjective phrase
-
-
Adjective Phrase Overview:
-
A phrase that works like an adjective in a sentence
-
Modifies Noun / Pronoun / Noun Phrase
-
Example:
-
The pond in front of our building is full of garbage.
-
in front of our building → Adjective phrase modifying pond
-
-
The boy playing with the toy is my brother.
-
-
-
Prepositional Phrases:
-
Some adjective phrases begin with a preposition
-
Common examples: in front of, because of, according to, in spite of
-

0
Updated: 1 month ago
In which war is A Farewell to Arms set?
Created: 1 month ago
A
World War I
B
World War II
C
The Spanish Civil War
D
The American Civil War
✦ A Farewell to Arms (উপন্যাস)
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯২৯
-
ধরণ: Novel, American literature classic
-
প্রেক্ষাপট: World War I (ক)
-
বৈশিষ্ট্য: Autobiographical elements, “arms” দ্বারা অস্ত্র এবং প্রেমিকার হাতের প্রতীক প্রকাশ
-
প্রধান চরিত্রসমূহ:
-
Lieutenant Frederic Henry (Protagonist)
-
Catherine Barkley
-
Helen Ferguson
-
Lieutenant Rinaldi
-
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
জন্ম: ইলিনয়, আমেরিকা
-
পরিচয়: Novelist, short-story writer
-
সাহিত্যিক বৈশিষ্ট্য: সংক্ষিপ্ত এবং স্পষ্ট গদ্যশৈলী, ২০ শতকে American এবং British সাহিত্যে প্রভাব
-
পুরস্কার: Nobel Prize in Literature ১৯৫৪ (The Old Man and The Sea)
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
For Whom the Bell Tolls
-
Green Hills of Africa
-
The Old Man and The Sea (Pulitzer Prize)
-

0
Updated: 1 month ago
Choose the sentence that misuses the determiner.
Created: 4 weeks ago
A
We have plenty of reasons to be proud.
B
They barely heard no sounds in the deep forest.
C
There is little chance of winning the game.
D
He showed a little kindness to the stranger.
Correct Sentence: They heard no sounds in the deep forest।
Explanation:
-
"Barely" নিজেই একটি negative অর্থবাচক শব্দ, তাই এর পরে "no" ব্যবহার করা যায় না।
-
তাই সঠিক বাক্য হলো: They heard no sounds in the deep forest।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) We have plenty of reasons to be proud।
-
"Plenty of" সঠিক determiner, যা countable noun "reasons" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
"Plenty of" (প্রচুর; অঢেল) countable এবং uncountable noun উভয়ের পূর্বে ব্যবহার করা যায়।
-
-
গ) There is little chance of winning the game।
-
"Little" সঠিক determiner, যা uncountable noun "chance" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
"Little" (নগণ্য; নাই বললেই চলে) শুধুমাত্র uncountable noun-এর আগে আসে।
-
-
ঘ) He showed a little kindness to the stranger।
-
"A little" সঠিক determiner, যা uncountable noun "kindness" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
Source:

0
Updated: 4 weeks ago
What is the meaning of "Connotation" in literature?
Created: 1 month ago
A
The indirect meaning of a word.
B
Literal meaning of a word
C
Rhyme scheme
D
A poetic meter
Connotation বলতে বোঝানো হয় কোনো শব্দের পরোক্ষ বা গৌণ অর্থ—অর্থাৎ শব্দের আক্ষরিক অর্থ ছাড়াও এর সাথে যুক্ত অতিরিক্ত অনুভূতি, ধারণা বা প্রতীকী তাৎপর্য। সাহিত্যে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল, কারণ এর মাধ্যমে লেখক শব্দের মাধ্যমে গভীরতর আবেগ বা অর্থ প্রকাশ করেন।
Connotation
-
একটি শব্দের indirect meaning বা পরোক্ষ তাৎপর্য বোঝায়।
-
শব্দ ব্যবহারের সময় তার আক্ষরিক অর্থের বাইরে যে অতিরিক্ত অর্থ বা আবেগ সৃষ্টি হয়, সেটিই connotation।
-
এটি শব্দের সাথে যুক্ত suggestion, association বা implied significance প্রকাশ করে।
-
অন্যভাবে বলা যায়, connotation হলো সেই অনুভূতি বা ধারণা যা শব্দটি পাঠকের মনে জাগায়।
উদাহরণ
-
Home শব্দের আক্ষরিক অর্থ হলো একটি বসবাসের জায়গা বা ছাদযুক্ত ঘর।
-
কিন্তু এর connotative অর্থ হতে পারে শান্তি, ভালোবাসা, নিরাপত্তা, পরিবারিক বন্ধন ইত্যাদি।

0
Updated: 1 month ago