Which is the most important part of a letter?
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
উত্তরের বিবরণ
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 1 month ago
Synonym of Veracious -
Created: 1 month ago
A
Honest
B
Mendacious
C
Radiant
D
Shadowy
• Veracious (adjective)
-
English Meaning: Precisely accurate; habitually speaking the truth.
-
Bangla Meaning: সত্য; যথার্থ; সত্যপরায়ণ; সত্যনিষ্ঠ; সত্যবাদী।
Synonyms: Exact (যথাযথ), Literal (আক্ষরিক), Faithful (বিশ্বস্ত), Honest (সৎ), Truthful (সত্যপরায়ণ; সত্যবাদী)
Antonyms: Untrue (অসত্য), Dishonest (অসৎ), Improper (অনুপযুক্ত), Fraudulent (প্রতারণামূলক), Mendacious (দুষ্টু)
Example Sentences:
-
We are the more pleased to have its authenticity vouched for by this veracious witness.
-
It is such a rarity to discover an album that is held together by songs of veracious beauty.
Options Analysis:
-
Radiant (দীপ্তিমান) → irrelevant, refers to brightness or shining.
-
Shadowy (ছায়াময়) → irrelevant, refers to darkness or obscure.
Conclusion: Neither “Radiant” nor “Shadowy” is a synonym of veracious. The correct meaning relates to truthfulness and accuracy.

0
Updated: 1 month ago
Identify the word that serve as both a noun and an adjective.
Created: 1 month ago
A
Content
B
Triumph
C
Victory
D
Conquer
Content (noun)
-
English Meaning:
-
The things that are held or included in something.
-
A list of the chapters or sections given at the front of a book or periodical.
-
The material dealt with in a speech, literary work, etc., as distinct from its form or style.
-
A happy and satisfied feeling.
-
-
Bangla Meaning:
-
অভ্যন্তরস্থ বস্তু; আধেয়; বই কিংবা সাময়িকপত্রের সূচিপত্র; ধারণক্ষমতা; কোনো পাত্রে যে পরিমাণ জিনিস ধরে: সারমর্ম; কোনো বই, বক্তৃতা ইত্যাদির মূলকথা; কোনো কিছুর অংশ; উপাদান।
-
তুষ্টি; পরিতৃপ্তি; সন্তোষ।
-
-
Example Sentences:
-
I showed him the contents of my pocket.
-
The content of a barrel / the silver content of a coin.
-
Content (adjective)
-
English Meaning: Pleased with your situation and not hoping for change or improvement.
-
Bangla Meaning: তৃপ্ত; পরিতৃপ্ত; যা আছে তাই নিয়ে খুশি।
-
Example Sentence: I am content with my present job.
Other options discussion:
-
Conquer (verb-transitive)
-
English Meaning: To take control or possession of foreign land, or a group of people, by force; or to defeat someone in a game or competition.
-
Bangla Meaning: জয় করা; শক্তিবলে দখল করা; পরাজিত করা; কারো ভালোবাসা, প্রশংসা ইত্যাদি অর্জন করা।
-
Adjective form: Conquerable
-
Example: Akbar conquered the whole of India. / She has conquered the hearts of many men.
-
-
Victory (noun)
-
English Meaning: An act of defeating an enemy or opponent in a battle, game, or other competition.
-
Bangla Meaning: জয়; বিজয়।
-
Adjective form: Victorious
-
Example: The general led the troops to victory.
-
-
Triumph (noun)
-
English Meaning: A great victory or achievement.
-
Bangla Meaning: বিজয়; সাফল্য; বিজয়োল্লাসে।
-
Adjective forms:
-
Triumphal (বিজয়ঘটিত)
-
Triumphant (বিজয়দৃপ্ত; বিজয়োন্মত্ত)
-
-
Example: A garden built to celebrate Napoleon's many triumphs.
-
-
Triumph (verb)
-
English Meaning: Achieve a victory; be successful.
-
Bangla Meaning: (কারো উপর) বিজয় অর্জন করা; (কাউকে) পরাভূত করা।
-
Example: Spectacle has once again triumphed over content.
-
Source:
-
Oxford Learner's Dictionary
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
"Clym Yeobright" is a renowned character introduced by-
Created: 1 month ago
A
Matthew Arnold
B
Thomas Hardy
C
Henry Fielding
D
Ernest Hemingway
**Clym Yeobright** হলো Thomas Hardy-এর উপন্যাস **The Return of the Native**-এর একটি প্রধান চরিত্র।
* **The Return of the Native**
* ইংরেজ লেখক **Thomas Hardy**-এর রচিত এবং প্রকাশিত ১৮৭৮ সালে।
* উপন্যাসের পটভূমি: ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের Wessex অঞ্চলের কাল্পনিক **Egdon Heath**।
* কাহিনীতে Hardy **নিয়তির নির্মমতা** এবং মানুষের অসহায়ত্বকে ফুটিয়ে তুলেছেন।
* **Summary**
* **Clym Yeobright** প্যারিসে সফল জুয়েলারি ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শেষে জন্মভূমি **Egdon Heath**-এ ফিরে আসেন।
* তিনি স্থানীয় স্কুলে শিক্ষকতা করতে ইচ্ছুক।
* তার স্ত্রী **Eustacia Vye** শহুরে জীবনের আকাঙ্ক্ষায় Egdon Heath-এ বসবাস করছেন।
* ইউস্টেসিয়ার **Damon Wildeve**-র সঙ্গে সম্পর্ক পরবর্তীতে জটিল পরিস্থিতি সৃষ্টি করে।
* শেষ পর্যন্ত **Eustacia** এবং **Damon** উভয়ই দুঃখজনক পরিণতির মুখোমুখি হন।
* **Main Characters**
* Clym Yeobright
* Eustacia Vye
* Thomasin Yeobright
* Damon Wildeve
* Mrs. Yeobright
* Diggory Venn
* **Thomas Hardy (1840–1928)**
* ইংরেজ ঔপন্যাসিক ও কবি।
* ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রধান লেখক।
* বাস্তববাদ (**Realism**) এবং প্রকৃতিবাদ (**Naturalism**) সাহিত্যের অনুসারী।
* উপন্যাসে গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে মানুষের সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
* নির্দিষ্ট অঞ্চলের প্রেক্ষাপটে কাজ করার কারণে তিনি **regional novelist** এবং কবি হিসেবেও পরিচিত।
* **Famous Novels**
* *Tess of the d'Urbervilles*
* *Far from the Madding Crowd*
* *The Return of the Native*
* *A Pair of Blue Eyes*
* *The Poor Man and the Lady*
* *The Woodlanders*
* *The Mayor of Casterbridge*
* *The Well-Beloved*
* *Jude the Obscure*

0
Updated: 1 month ago