A
নির্দিষ্ট মেমোরি লোকেশনে যাওয়া
B
কোড কম্পাইল করা
C
আউটপুট ডিভাইস বন্ধ করা
D
রেজিস্টার রিসেট করা
উত্তরের বিবরণ
অপ-কোড (Operation Code / Opcode)
সঠিক উত্তর: ক) নির্দিষ্ট মেমোরি লোকেশনে যাওয়া
সংজ্ঞা:
অপ-কোডে ইনস্ট্রাকশন বা কমান্ডের নেমোনিক থাকে যা কম্পিউটারের বিভিন্ন কাজ নির্দেশ করে। নেমোনিকগুলো বিভিন্ন কম্পিউটারে ভিন্ন হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে সাধারণ নেমোনিকগুলো নিম্নরূপ—
প্রধান অপ-কোড ও তাদের কার্য:
-
STO / STA: Store Accumulator; অ্যাকুমুলেটরের ডাটাকে নির্দিষ্ট মেমোরি লোকেশনে সংরক্ষণ।
-
CLR: Clear Accumulator; অ্যাকুমুলেটর পরিষ্কার করা।
-
ADD: প্রধান মেমোরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যার সঙ্গে অ্যাকুমুলেটরের সংখ্যা যোগ করা।
-
SUB: প্রধান মেমোরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা থেকে অ্যাকুমুলেটরের সংখ্যা বিয়োগ করা।
-
MUL: গুণ করার নির্দেশ।
-
DIV: ভাগ করার নির্দেশ।
-
JMP: পরবর্তী নির্দেশের জন্য নির্দিষ্ট মেমোরি অবস্থানে যাওয়া।
-
INP: ইনপুট নেওয়া; ডাটা প্রধান মেমোরিতে রাখা।
-
OUT: আউটপুট প্রদর্শন; প্রধান মেমোরির তথ্য আউটপুটের মাধ্যমে প্রকাশ করা।
-
STP: প্রোগ্রাম থামানোর নির্দেশ।

0
Updated: 6 days ago
Full screen চালু বা বন্ধ করতে কোন কী ব্যবহৃত হয়?
Created: 6 days ago
A
F12
B
F9
C
F10
D
F11
ফাংশন কী (Function Keys)
সংজ্ঞা:
কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
বৈশিষ্ট্য:
-
কিবোর্ডে ১২টি ফাংশন কী আছে।
-
কিবোর্ডে মোট ১০৫টি কী থাকে।
F1–F12 কী-এর কাজ
কী | কাজ |
---|---|
F1 | সাধারণত Help মেনু খুলে |
F2 | নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) |
F3 | দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে |
F4 | Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয় |
F5 | ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য |
F6 | ব্রাউজারে Address bar সিলেক্ট করে |
F7 | মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে |
F8 | উইন্ডোজ চালুর সময় Safe Mode চালুর জন্য |
F9 | কোয়ার্ক এক্সপ্রেসে মেজারমেন্ট টুলবার চালু করার জন্য |
F10 | মেনু বার চালু করে |
F11 | ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে |
F12 | ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি পরিবর্তন করতে ব্যবহার করা হয় |

0
Updated: 6 days ago
নেটফ্লিক্স মূলত কী ধরনের পরিষেবা প্রদান করে?
Created: 6 days ago
A
বিজ্ঞাপন পরিষেবা
B
স্ট্রিমিং পরিষেবা
C
অনলাইন মার্কেটিং পরিষেবা
D
চাকরি বিজ্ঞপ্তি পরিষেবা
নেটফ্লিক্স (Netflix)
সংজ্ঞা:
নেটফ্লিক্স হলো একটি নিবন্ধনভিত্তিক (subscription-based) স্ট্রিমিং সার্ভিস, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে টিভি শো ও সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখার সুবিধা দেয়।
মূল বৈশিষ্ট্য:
-
ব্যবহারকারীরা প্রয়োজনে শো বা মুভি ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭ সালের ২৯ আগস্ট, রিড হ্যাস্টিংস ও মার্ক রেন্ডলফ কর্তৃক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশসহ ১৩০টি দেশে জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান।
-
শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকরা ব্যবহার করতে পারে এবং মাসিক ফি দিতে হয়।
-
নামকরা চলচ্চিত্র ও টিভি সিরিজ তৈরি করে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

0
Updated: 6 days ago
RAM কী ধরনের মেমোরি?
Created: 6 days ago
A
Cloud Memory
B
Non-volatile Memory
C
Volatile Memory
D
Register Memory
তথ্য প্রযুক্তি
কম্পিউটার
কম্পিউটার (Computer)
প্রোগ্রাম ডিজাইন মডেল (Program Design Model)
No subjects available.
RAM (Random Access Memory)
সংজ্ঞা:
RAM হলো সেই ধরনের মেমোরি, যেখানে যেকোনো একটি তথ্য মুছে নতুন তথ্য লেখা যায় এবং প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায়।
মূল বৈশিষ্ট্য:
-
Volatile Memory: বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলে তথ্য মুছে যায়।
-
প্রাইমারি স্টোরেজ: সরাসরি ডেটা এবং ইনস্ট্রাকশন সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়।
-
Random Access: মেমোরির প্রতিটি আলাদা লোকেশন সহজে এক্সেস করা যায় এবং একই সময়ে পড়া বা লেখা সম্ভব।
-
রিড/রাইট মেমোরি: এর মাধ্যমে তথ্য লেখা এবং পড়া উভয়ই সম্ভব।

0
Updated: 6 days ago