'নীল দর্পণ' নাটক কত সালে প্রকাশিত হয়?
A
১৮৬০ সালে
B
১৮৬৩ সালে
C
১৮৬৪ সালে
D
১৮৬৬ সালে
উত্তরের বিবরণ
‘নীল-দর্পণ’ (১৮৬০) দীনবন্ধু মিত্রের অন্যতম শ্রেষ্ঠ নাটক ও রচনা। এটি ১৮৬০ সালে প্রকাশ পায়। নাটকের মূল বিষয় ছিল তৎকালীন নীলচাষি কৃষক ও নীলকর শাসকদের অবিচার এবং শাসক শ্রেণীর পক্ষপাতমূলক আচরণ।
এই নাটক তৎকালীন সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং কৃষকদের নীল বিদ্রোহে প্রেরণা যুগিয়েছিল।
মাইকেল মধুসূদন দত্ত ‘A Native’ ছদ্মনামে এর ইংরেজি অনুবাদ করেন, যার শিরোনাম ছিল ‘Nil Darpan or The Indigo Planting Mirror’ (১৮৬১)। এই অনুবাদ প্রকাশের কারণে পাদ্রি জেমস লং আদালত থেকে অর্থদণ্ডে দণ্ডিত হন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘নীল-দর্পণ’কে মার্কিন ‘Uncle Tom’s Cabin’ নাটকের সঙ্গে তুলনা করেছিলেন।
১৮৬০ সালে ‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় এবং ১৮৭২ সালের ৭ ডিসেম্বর ‘নীল-দর্পণ’ দিয়েই শুরু হয় সাধারণ রঙ্গালয়ের অভিনয়।
দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটকগুলো হলো:
-
নবীন তপস্বিনী,
-
লীলাবতী,
-
কমলে কামিনী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
'নেমেসিস' নাটকটি কোন পটভূমিতে রচিত হয়?
Created: 2 months ago
A
ভাষা আন্দোলন
B
ঊনপঞ্চাশের মন্বন্তর
C
দেশভাগ
D
ব্রিটিশ বিরোধী আন্দোলন
নুরুল মোমেন
-
জন্ম: ১৯০৬, ফরিদপুর জেলার আলফাডাঙ্গায়।
-
তিনি মূলত নাট্যকার ছিলেন।
-
তাঁর প্রথম নাটক ‘রূপান্তর’ ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
-
শ্রেষ্ঠ নাটক: নেমেসিস।
-
‘নেমেসিস’ নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়।
-
এটি ঊনপঞ্চাশের মন্বন্তর পটভূমিতে রচিত।
-
১৯৪৮ সালে তাঁর ‘বহুরূপা’ নামে একটি রম্যরচনা প্রকাশিত হয়।
নুরুল মোমেনের রচিত বিখ্যাত নাটকসমূহ
-
নেমেসিস
-
যদি এমন হতো
-
নয়া খান্দান
-
আলোছায়া
-
আইনের অন্তরালে
-
শতকরা আশি
-
রূপান্তর
-
যেমন ইচ্ছা তেমন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া, সংশ্লিষ্ট বই
0
Updated: 2 months ago
'নেমেসিস' নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
Created: 3 months ago
A
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
B
ঊনপঞ্চাশের মন্বন্তর
C
বায়ান্নর ভাষা আন্দোলন
D
একাত্তরের মুক্তিযুদ্ধ
'নেমেসিস' নাটক
- 'নেমেসিস' নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
- ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।
- নাটকটি গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
- নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক। এক চরিত্র বিশিষ্ট এমন নাটক বাংলা সাহিত্যে কম বলে ‘নেমেসিস’ উল্লেখযোগ্য।
- এ নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
- 'নেমেসিস' নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম- সুরজিত নন্দী।
--------------------
• নুরুল মোমেন:
- নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়। তিনি নিজে নাটকটি পরিচালনা করেন। ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়। 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত।
- নুরুল মোমেন রচিত প্রথম রম্যগ্রন্থ 'বহুরূপা'।
• নুরুল মোমেন এর বিখ্যাত নাটক:
- যদি এমন হতো,
- নয়া খান্দান,
- আলোছায়া,
- আইনের অন্তরালে,
- শতকরা আশি,
- রূপলেখা,
- যেমন ইচ্ছা তেমন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক হিসেবে নির্দেশ করা হয় কোন নাটক কে?
Created: 3 weeks ago
A
বসন্তকুমারী
B
পদ্মাবতী
C
অশ্রুমতী
D
মালতী-মাধব
বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে মীর মশাররফ হোসেন একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি মুসলমান সমাজের প্রথম দিকের নাট্যকারদের অন্যতম, যিনি সামাজিক ও পারিবারিক বাস্তবতাকে নাটকের আঙ্গিকে উপস্থাপন করেন। তাঁর রচিত ‘বসন্তকুমারী’ নাটকটি বাংলা নাট্যজগতে ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
মূল তথ্যসমূহ:
-
‘বসন্তকুমারী’ নাটকটি রচনা করেন মীর মশাররফ হোসেন।
-
নাটকটি প্রকাশিত হয় ১৮৭৩ সালে।
-
এটি মুসলমান নাট্যকার রচিত প্রথম বাংলা নাটক হিসেবে স্বীকৃত।
-
নাটকটির অপর নাম ‘বৃদ্ধস্য তরুণী ভার্যা’।
-
কাহিনিতে দেখা যায়—ইন্দ্রপুরের বিপত্নীক রাজা বৃদ্ধ বয়সে এক যুবতী স্ত্রী গ্রহণ করেন। পরে সেই যুবতী বিমাতা রাজপুত্রের প্রতি আকৃষ্ট হয়ে প্রেম নিবেদন করেন। রাজপুত্র তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিমাতা ষড়যন্ত্র করে রাজপরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, যার ফলে পরিণতিতে সবাই মৃত্যুবরণ করে।
-
এই নাটকে প্রেম, নৈতিকতা ও সামাজিক বিপর্যয়—এই তিনটি দিক গভীরভাবে চিত্রিত হয়েছে।
-
মীর মশাররফ হোসেনের দ্বিতীয় নাটক ‘জমিদার দর্পণ’ (১৮৭৩) সামাজিক অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদী সাহিত্য হিসেবে পরিচিত।
অন্যদিকে:
-
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচনা করেন নাটক ‘অশ্রুমতী’ এবং অনুবাদ নাটক ‘মালতী-মাধব’।
-
মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন নাটক ‘পদ্মাবতী’।
0
Updated: 3 weeks ago