If someone says, "I'm going to hit the sack early," what is he or she most likely doing?
A
Preparing for a flight
B
Starting a workout
C
Going to sleep
D
Packing their bags
উত্তরের বিবরণ
Idiom: “Hit the Sack / Hit the Hay”
-
Meaning:
-
English: To go to bed in order to sleep
-
Bangla: ঘুমাতে যাওয়া; শুতে যাওয়া
-
-
Example Sentence:
-
I’m really tired, so I’m going to hit the sack early tonight.
-
-
Usage Context:
-
"I'm going to hit the sack early" → means the person is going to sleep
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 1 month ago
“The jury delivered its verdict after hours of discussion.” Here the "jury" is a/an
Created: 1 month ago
A
Collective noun
B
Common noun
C
Proper noun
D
Countable noun
সঠিক উত্তর: ক) Collective noun
Collective Noun:
-
যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায়, তাকে collective noun বলা হয়।
উদাহরণসমূহ:
-
flock – ঝাঁক
-
band – দল
-
cavalry – অশ্বারোহী সৈন্যদল
-
herd – পাল
-
jury – বিচারসভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ
-
crowd – জনতা
-
gang – দল
-
team – দল
-
party – দল
-
infantry – পদাতিক সৈন্যদল
-
fleet – রণতরীর বহর
-
navy – নৌসেনাদল
-
audience – শ্রোতৃবর্গ
-
committee – সভাসদবর্গ
-
group – দল
অন্যান্য বিকল্প:
1. Common Noun:
-
যে সব noun দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বোঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝানো হয়।
-
উদাহরণ: village, city, sheep, children, infant, river, book, boy, girl ইত্যাদি।
2. Proper Noun:
-
যে noun দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান বা পদবী বোঝানো হয়।
-
উদাহরণ: Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।
3. Countable Noun:
-
যে noun গুলোকে সংখ্যায় গণনা করা যায়।
-
উদাহরণ: pen, book, table, newspaper ইত্যাদি।
উৎস: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Choose the antonym of “Malicious”:
Created: 2 months ago
A
Gentle
B
Evil
C
Cruel
D
Hostile
Correct Answer
ক) Gentle ✅
Explanation:
-
Malicious (Adj)
-
Bangla Meaning: বিদ্বেষপরায়ণ, বিদ্বেষপূর্ণ।
-
English Meaning: having or showing a desire to cause harm to someone.
-
-
Gentle (Adj)
-
Bangla Meaning: সদয়, নম্র।
-
English Meaning: kind and calm; not intending harm.
-
Other Options
খ) Evil → দুষ্ট, পাপী, মন্দ; morally reprehensible।
গ) Cruel → নিষ্ঠুর, নির্দয়; disposed to inflict pain.
ঘ) Hostile → শত্রুপক্ষীয়, বৈরী; relating to an enemy।

0
Updated: 2 months ago
"Big Brother is watching you" - Who quoted it?
Created: 2 months ago
A
William Shakespeare
B
John Milton
C
Thomas Hardy
D
George Orwell
“Big Brother is watching you” উক্তিটি এসেছে George Orwell-এর উপন্যাস Nineteen Eighty-Four (১৯৪৯) থেকে। এতে Oceania নামক কর্তৃত্ববাদী রাষ্ট্রে সরকারের সর্বক্ষণ নজরদারি, মুক্তচিন্তার দমন ও ব্যক্তিগত স্বাধীনতার অভাব দেখানো হয়েছে। “Big Brother” হলো সেই সর্বশক্তিমান শাসকের প্রতীক। মূল চরিত্র Winston Smith ইতিহাস বিকৃতির কাজে যুক্ত হলেও পরে Julia-র সঙ্গে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু শেষ পর্যন্ত Thought Criminal হিসেবে ধরা পড়ে।
গুরুত্বপূর্ণ পরিভাষা: Newspeak, Big Brother, Thought Police।
George Orwell (আসল নাম Eric Arthur Blair) ব্রিটিশ লেখক, জন্ম ব্রিটিশ ভারতে। বিখ্যাত রচনা—Animal Farm, Nineteen Eighty-Four, Burmese Days, Coming up for Air, Shooting an Elephant, A Hanging।
উত্তর: ঘ) George Orwell

0
Updated: 2 months ago