A
Cloud Memory
B
Non-volatile Memory
C
Volatile Memory
D
Register Memory
No subjects available.
উত্তরের বিবরণ
RAM (Random Access Memory)
সংজ্ঞা:
RAM হলো সেই ধরনের মেমোরি, যেখানে যেকোনো একটি তথ্য মুছে নতুন তথ্য লেখা যায় এবং প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায়।
মূল বৈশিষ্ট্য:
-
Volatile Memory: বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলে তথ্য মুছে যায়।
-
প্রাইমারি স্টোরেজ: সরাসরি ডেটা এবং ইনস্ট্রাকশন সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়।
-
Random Access: মেমোরির প্রতিটি আলাদা লোকেশন সহজে এক্সেস করা যায় এবং একই সময়ে পড়া বা লেখা সম্ভব।
-
রিড/রাইট মেমোরি: এর মাধ্যমে তথ্য লেখা এবং পড়া উভয়ই সম্ভব।

0
Updated: 6 days ago
স্ট্যাটিক র্যাম কী দ্বারা গঠিত?
Created: 6 days ago
A
ক্যাপাসিটর
B
ফ্লিপ-ফ্লপ
C
ট্রানজিস্টর
D
রেজিস্টার
স্ট্যাটিক র্যাম (Static RAM)
-
স্ট্যাটিক র্যাম হলো ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত মেমোরি, যা বাইনারি বিট ০ বা ১ ধারণ করে।
-
ডাটা মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
-
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে সংরক্ষিত ডাটা মুছে যায়।
-
স্ট্যাটিক র্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, তাই এটি ভিডিও র্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদিতে ব্যবহৃত হয়।
ফ্লিপ-ফ্লপ
-
ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দ্বারা তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী।
-
এটি এক বিট তথ্য (০ বা ১) ধারণ করতে পারে।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের বিপরীতে দুটি আউটপুট পাওয়া যায়।
-
ফ্লিপ-ফ্লপ কেবল সিঙ্গেল বিট নিয়ে কাজ করে; মাল্টিপল বিট একসাথে ধারণ করতে পারে না।
-
এজন্য ফ্লিপ-ফ্লপকে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর বলা হয়।
সম্পর্ক (SRAM ও ফ্লিপ-ফ্লপ)
-
SRAM মূলত ফ্লিপ-ফ্লপের সমষ্টি দিয়ে গঠিত।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট ডাটা ধারণ করে।
-
তাই যত বেশি ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয়, তত বেশি মেমোরি তৈরি হয়।

0
Updated: 6 days ago
কোন প্রযুক্তির মাধ্যমে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি সম্ভব হয়েছিল?
Created: 6 days ago
A
BIOS প্রযুক্তি
B
LSI প্রযুক্তি
C
VLST প্রযুক্তি
D
CMOS প্রযুক্তি
মাইক্রোপ্রসেসর (Microprocessor)
সংজ্ঞা:
মাইক্রোপ্রসেসর হলো একটি ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্রাংশ যা CPU-এর গাণিতিক, যুক্তিগত ও নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করে। এটি একটি ইন্টিগ্রেটেড সার্কিট (IC) যা প্রোগ্রামের নির্দেশনা ব্যাখ্যা ও সম্পাদন করতে পারে।
উদ্ভব ও বিকাশ
-
LSI (Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে ১৯৭০-এর দশকে হাজার হাজার যন্ত্রাংশ একত্রে একটি সিলিকন চিপে বসানো সম্ভব হয়েছিল।
-
বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর: Intel 4004, ১৯৭১ সালে বাজারে আসে।
-
VLSI (Very Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে ১৯৮০-এর দশকে মাইক্রোপ্রসেসরের ঘনত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
-
২০১০-এর দশকে একটি ছোট চিপেই বিলিয়ন সংখ্যক যন্ত্রাংশ বসানো সম্ভব হয়েছে।
মাইক্রোপ্রসেসরের প্রধান কাজ
-
ইনপুট ও আউটপুট অংশের সাথে কাজের সমন্বয় সাধন করা।
-
গাণিতিক ও যুক্তিসংক্রান্ত কাজ সম্পাদন করা।
-
কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
-
স্মৃতি ও গাণিতিক/যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা।

0
Updated: 6 days ago
CPU এর কোথায় সাময়িকভাবে তথ্য সংরক্ষিত থাকে?
Created: 6 days ago
A
হার্ড ডিস্কে
B
রেজিস্টারে
C
ক্যাশ মেমোরিতে
D
ইউএসবি ড্রাইভে
CPU বা প্রসেসরের সংক্ষিপ্ত তথ্য
সংজ্ঞা:
CPU (Central Processing Unit) হলো কম্পিউটারের মূল প্রক্রিয়াকরণ ইউনিট। CPU এর রেজিস্টারে সাময়িকভাবে তথ্য সংরক্ষিত থাকে।
CPU-এর প্রধান তিনটি অংশ:
-
নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
-
অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU)
-
রেজিস্টার বা মেমোরি (Registers/Memory)
১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
-
কম্পিউটারে সম্পাদিত সকল কাজের নিয়ন্ত্রণ করে।
-
CPU, মেমোরি ও ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
-
ROM ও RAM-এ সঞ্চিত নির্দেশ অনুযায়ী কম্পিউটারের অন্য অংশকে আদেশ দেয়।
-
বাইনারি কোডের ইনস্ট্রাকশন স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।
২. অ্যারিথমেটিক লজিক ইউনিট (Arithmetic Logic Unit – ALU)
-
এই অংশে গাণিতিক ও যুক্তিগত অপারেশন সম্পাদিত হয় যেমন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি।
-
এতে একটি প্রোগ্রাম কাউন্টার থাকে, যা পূর্ববর্তী ইনস্ট্রাকশনের ঠিকানা সংরক্ষণ করে।
-
কোন ইনস্ট্রাকশন কখন সম্পাদিত হবে তা ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।
৩. রেজিস্টার বা মেমোরি (Registers/Memory)
-
CPU-এর অংশ যা দ্রুত লিখন ও পঠন সম্ভব।
-
গাণিতিক যুক্তি অংশে ডেটা প্রক্রিয়াকরণে সাহায্য করে।
-
কোনো কাজ সম্পাদনের সময় সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
-
অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

0
Updated: 6 days ago