A
রাসায়নিক সার উৎপাদন
B
ভারী যন্ত্রপাতি নির্মাণ
C
পারমাণবিক বা আণবিক স্তরে কাজের সাথে
D
সাধারণ সফটওয়্যার প্রোগ্রামিং
No subjects available.
উত্তরের বিবরণ
ন্যানোটেকনোলজি (Nanotechnology)
সঠিক উত্তর: গ) পারমাণবিক বা আণবিক স্তরে কাজের সাথে
সংজ্ঞা ও মূল তথ্য:
-
ন্যানো শব্দটি এসেছে গ্রিক "Nanos" অথবা ল্যাটিন "nanus" থেকে, যার অর্থ Dwarf (অতিক্ষুদ্র বা ক্ষুদ্রাকৃতির)।
-
রিচার্ড ফাইনম্যানকে ন্যানোপ্রযুক্তির জনক বলা হয়।
-
ন্যানোপ্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক মাত্রার কার্যক্রমের প্রকৌশল শাস্ত্র, যা ডিভাইস বা সিস্টেমের কাজ এবং এর উন্নয়নের সাথে সম্পর্কিত।
-
অর্থাৎ, এটি পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।

0
Updated: 6 days ago
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
Created: 1 week ago
A
Read-out
B
Read from
C
Read
D
উপরের সবগুলোই
মেমরি
মেমরি হলো কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি আসলে অসংখ্য ক্ষুদ্র স্মৃতি কোষ (memory cell) নিয়ে গঠিত, যেখানে প্রতিটি কোষে একটি বিট তথ্য (০ অথবা ১) সংরক্ষণ করা যায়।
কম্পিউটারের ভেতরে যে জায়গায় ডেটা স্থায়ী বা অস্থায়ীভাবে জমা থাকে, সেটিকেই মেমরি বলা হয়। প্রক্রিয়াকরণের সুবিধার্থে তথ্য মেমরিতে জমা রাখা হয়, যাতে প্রয়োজনের সময় সহজে ব্যবহার করা যায়।
মেমরি থেকে সংরক্ষিত তথ্য বের করার প্রক্রিয়াকে Read বলা হয়। আমরা যখন কোনো তথ্য কম্পিউটারে সংরক্ষণ করি, তখন সেটি মেমরিতে সেভ হয়ে যায় এবং পরে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার সেটি মেমরি থেকে read করে ব্যবহারকারীর কাছে উপস্থাপন করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 week ago
কোনটি সহায়ক মেমোরি নয়?
Created: 6 days ago
A
ফ্লপি ডিস্ক
B
হার্ড ডিস্ক
C
সিডি
D
রম
কম্পিউটারের স্মৃতি
কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার:
-
প্রধান স্মৃতি (Main Memory / Primary Memory)
-
সহায়ক স্মৃতি (Auxiliary Memory / Secondary Memory)
১. প্রধান স্মৃতি (Main Memory)
-
CPU-এর সঙ্গে সরাসরি সংযুক্ত, তাই অভ্যন্তরীণ স্মৃতি বলেও পরিচিত।
-
প্রক্রিয়াকরণের জন্য তথ্যসমূহ এখানে রাখা হয়।
-
যতক্ষণ প্রক্রিয়াকরণ চলছে, তথ্যগুলো এখানে অবস্থান করে।
-
প্রতিটি স্থান চিহ্নিত থাকে ঠিকানা (Address) দ্বারা।
-
প্রধান স্মৃতির ধরনসমূহ:
-
চুম্বকীয় কোর স্মৃতি (Magnetic Core Memory)
-
চুম্বকীয় বুদবুদ স্মৃতি (Magnetic Bubble Memory)
-
অর্ধপরিবাহী স্মৃতি (Semiconductor Memory): RAM, ROM
-
পাতলা পর্দা স্মৃতি (Thin Film Memory)
-
চার্জ কাপল স্মৃতি (Charge Coupled Memory)
-
২. সহায়ক স্মৃতি (Auxiliary Memory)
-
প্রধান স্মৃতিতে থাকা তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
-
ধারণক্ষমতা প্রধান স্মৃতির তুলনায় বহুগুণ বেশি।
-
স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে যায় না।
-
উদাহরণ:
-
ফ্লপি ডিস্ক (Floppy Disc)
-
হার্ড ডিস্ক (Hard Disc)
-
সিডি (CD-Compact Disc)
-
চৌম্বক ফিতা (Magnetic Tape / Disc)
-
চৌম্বক ড্রাম (Magnetic Drum)
-

0
Updated: 6 days ago
OCR প্রযুক্তিতে ডাটা রূপান্তর কোন ফরম্যাটে হয়?
Created: 6 days ago
A
এনক্রিপটেড
B
টেক্সট
C
গ্রাফিক
D
ডাটাবেজ
OCR (Optical Character Recognition / Reader)
সংজ্ঞা:
OCR হলো একটি ইনপুট ডিভাইস, যা মুদ্রিত বা হাতের লেখা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে টেক্সট ফরম্যাটে রূপান্তর করতে পারে।
মূল বৈশিষ্ট্য ও কার্যপ্রণালী:
-
OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
-
প্রিন্ট করা লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য ব্যবহৃত হয়।
-
OCR সফটওয়্যার ব্যবহার করে কার্য সম্পাদিত হয়।
-
প্রক্রিয়া:
-
OCR যন্ত্র ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
-
OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তর করে।
-
ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, সংখ্যা ও বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।
-

0
Updated: 6 days ago