A
নতুন প্রোগ্রাম তৈরি
B
কোড কপি করা
C
প্রোগ্রামের ভুল-ত্রুটি ঠিক করা
D
প্রোগ্রাম রান করা
উত্তরের বিবরণ
Programme Debugging (প্রোগ্রাম ডিবাগিং)
সংজ্ঞা:
Programme Debugging-এর উদ্দেশ্য হলো প্রোগ্রামের ভুল-ত্রুটি শনাক্ত ও সংশোধন করা।
মূল তথ্য:
-
Bug অর্থ: পোকা
-
Debugging অর্থ: পোকা দূর করা
-
কম্পিউটারের প্রোগ্রামে যে ভুল-ত্রুটি থাকে, তা দূর করাকে ডিবাগিং বলা হয়।
-
ইতিহাস: ১৯৪৫ সালে MARK-I কম্পিউটারে একটি মথ পোকা ঢুকে যাওয়ায় এটি অচল হয়ে যায়। তখন থেকেই "Debugging" শব্দের উৎপত্তি।
ডিবাগিং পদ্ধতি:
-
প্রথমে প্রোগ্রামে কোন ধরনের ভুল আছে তা নির্ণয় করা।
-
Syntax Error: সহজে শনাক্ত ও সংশোধন করা যায়।
-
Logical Error: শনাক্ত করা কঠিন।
-
এর জন্য নমুনা ডাটা ব্যবহার করে পরীক্ষা করা হয়।
-
প্রোগ্রামকে কয়েকটি অংশে ভাগ করে প্রতিটি অংশের ফলাফল যাচাই করা হয়।
-
কোথায় ভুল আছে তা নির্ণয় করে প্রয়োজনীয় সংশোধন করা হয়।
-

0
Updated: 6 days ago
প্রোগ্রামের স্থায়ী বিবরণী সংরক্ষণ করাকে কী বলে?
Created: 6 days ago
A
এক্সিকিউশন
B
রানিং
C
ডকুমেন্টেশন
D
ট্রান্সলেশন
প্রোগ্রাম ডকুমেন্টেশন (Programme Documentation)
সংজ্ঞা:
প্রোগ্রামের স্থায়ী বিবরণী সংরক্ষণ করাকে ডকুমেন্টেশন বলা হয়।
মূল তথ্য:
-
ভুল সংশোধনের পর প্রোগ্রাম সঠিকভাবে কাজ করলে তাকে Run Programme বলা হয়।
-
ভবিষ্যতের ব্যবহার এবং রক্ষণের জন্য প্রোগ্রামকে লিপিবদ্ধ করা হয়।
-
আধুনিকীকরণের জন্য প্রোগ্রামের সঠিক ডকুমেন্টেশন তৈরি করা প্রয়োজন।
-
পেপার, ম্যাগনেটিক ডিস্ক ইত্যাদির মাধ্যমে প্রোগ্রামকে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
Complete প্রোগ্রাম ডকুমেন্টেশনের বিষয়সমূহ:
-
প্রোগ্রামের বর্ণনা
-
প্রোগ্রামের ফ্লোচার্ট
-
কোডিং
-
প্রোগ্রাম নির্বাহকালীন সময়ে করণীয় কাজের তালিকা
-
পরীক্ষণ ও ফলাফল

0
Updated: 6 days ago
নেটফ্লিক্স মূলত কী ধরনের পরিষেবা প্রদান করে?
Created: 6 days ago
A
বিজ্ঞাপন পরিষেবা
B
স্ট্রিমিং পরিষেবা
C
অনলাইন মার্কেটিং পরিষেবা
D
চাকরি বিজ্ঞপ্তি পরিষেবা
নেটফ্লিক্স (Netflix)
সংজ্ঞা:
নেটফ্লিক্স হলো একটি নিবন্ধনভিত্তিক (subscription-based) স্ট্রিমিং সার্ভিস, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে টিভি শো ও সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখার সুবিধা দেয়।
মূল বৈশিষ্ট্য:
-
ব্যবহারকারীরা প্রয়োজনে শো বা মুভি ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭ সালের ২৯ আগস্ট, রিড হ্যাস্টিংস ও মার্ক রেন্ডলফ কর্তৃক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশসহ ১৩০টি দেশে জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান।
-
শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকরা ব্যবহার করতে পারে এবং মাসিক ফি দিতে হয়।
-
নামকরা চলচ্চিত্র ও টিভি সিরিজ তৈরি করে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

0
Updated: 6 days ago
স্ট্যাটিক র্যাম কী দ্বারা গঠিত?
Created: 6 days ago
A
ক্যাপাসিটর
B
ফ্লিপ-ফ্লপ
C
ট্রানজিস্টর
D
রেজিস্টার
স্ট্যাটিক র্যাম (Static RAM)
-
স্ট্যাটিক র্যাম হলো ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত মেমোরি, যা বাইনারি বিট ০ বা ১ ধারণ করে।
-
ডাটা মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
-
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে সংরক্ষিত ডাটা মুছে যায়।
-
স্ট্যাটিক র্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, তাই এটি ভিডিও র্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদিতে ব্যবহৃত হয়।
ফ্লিপ-ফ্লপ
-
ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দ্বারা তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী।
-
এটি এক বিট তথ্য (০ বা ১) ধারণ করতে পারে।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের বিপরীতে দুটি আউটপুট পাওয়া যায়।
-
ফ্লিপ-ফ্লপ কেবল সিঙ্গেল বিট নিয়ে কাজ করে; মাল্টিপল বিট একসাথে ধারণ করতে পারে না।
-
এজন্য ফ্লিপ-ফ্লপকে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর বলা হয়।
সম্পর্ক (SRAM ও ফ্লিপ-ফ্লপ)
-
SRAM মূলত ফ্লিপ-ফ্লপের সমষ্টি দিয়ে গঠিত।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট ডাটা ধারণ করে।
-
তাই যত বেশি ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয়, তত বেশি মেমোরি তৈরি হয়।

0
Updated: 6 days ago