A
Optical Mark Recorder
B
Optical Machine Reader
C
Optical Mark Recognition
D
Optical Memory Reader
উত্তরের বিবরণ
OMR (Optical Mark Recognition)
সংজ্ঞা:
OMR হলো একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস, যা স্পষ্টভাবে দাগাঙ্কিত মার্ক শনাক্ত করতে সক্ষম।
মূল বৈশিষ্ট্য:
-
OMR সিটে দেওয়া পেনসিল বা কলমের দাগ শনাক্ত করতে পারে।
-
OMR সিটের মার্ক স্ক্যান করে বৈদ্যুতিক পালস তৈরি করে।
-
এতে একটি আলোক উৎস থাকে যা মার্ক শনাক্ত করতে সাহায্য করে।
-
নৈর্বাচনিক প্রশ্নপত্র, জনসংখ্যা জরিপ এবং অনুরূপ কাজে ব্যবহৃত হয়।
-
অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য স্ক্যান করা সম্ভব।
-
মার্ক স্পষ্ট না হলে সঠিক তথ্য পাওয়া যায় না।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

0
Updated: 6 days ago
স্ট্যাটিক র্যাম কী দ্বারা গঠিত?
Created: 6 days ago
A
ক্যাপাসিটর
B
ফ্লিপ-ফ্লপ
C
ট্রানজিস্টর
D
রেজিস্টার
স্ট্যাটিক র্যাম (Static RAM)
-
স্ট্যাটিক র্যাম হলো ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত মেমোরি, যা বাইনারি বিট ০ বা ১ ধারণ করে।
-
ডাটা মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
-
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে সংরক্ষিত ডাটা মুছে যায়।
-
স্ট্যাটিক র্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, তাই এটি ভিডিও র্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদিতে ব্যবহৃত হয়।
ফ্লিপ-ফ্লপ
-
ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দ্বারা তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী।
-
এটি এক বিট তথ্য (০ বা ১) ধারণ করতে পারে।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের বিপরীতে দুটি আউটপুট পাওয়া যায়।
-
ফ্লিপ-ফ্লপ কেবল সিঙ্গেল বিট নিয়ে কাজ করে; মাল্টিপল বিট একসাথে ধারণ করতে পারে না।
-
এজন্য ফ্লিপ-ফ্লপকে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর বলা হয়।
সম্পর্ক (SRAM ও ফ্লিপ-ফ্লপ)
-
SRAM মূলত ফ্লিপ-ফ্লপের সমষ্টি দিয়ে গঠিত।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট ডাটা ধারণ করে।
-
তাই যত বেশি ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয়, তত বেশি মেমোরি তৈরি হয়।

0
Updated: 6 days ago
কোন ডিভাইসটি কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত?
Created: 6 days ago
A
RAM
B
হার্ড ডিস্ক
C
মাদারবোর্ড
D
প্রিন্টার
হার্ড ডিস্ক কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত।
• হার্ড ডিস্ক:
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ক হলো কম্পিউটারের জন্য একটি চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- আবার কম্পিউটারের বাইরেও হার্ড ডিস্ক রেখে কাজ করা যায়।
- হার্ডডিস্ক স্থানান্তরযোগ্য।
- ফ্লপি ডিস্কের ন্যায় একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে হার্ডডিস্ক ঢুকিয়ে কাজ করে তা অন্য একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে ঢুকিয়ে অবশিষ্ট কাজ সম্পাদন করে।
সূত্র: ১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

0
Updated: 6 days ago
Global Village ধারণার জনক কে?
Created: 6 days ago
A
এডওয়ার্ড স্নোডেন
B
টিম বার্নার্স-লি
C
মার্শাল ম্যাকলুহান
D
স্যাম অল্টম্যান
Global Village
সংজ্ঞা:
Global Village বা বিশ্বগ্রাম ধারণার জনক হলেন মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan)। তিনি একজন কানাডীয় অধ্যাপক ও দার্শনিক।
মূল তথ্য:
-
১৯৬২ সালে প্রকাশিত তার বিখ্যাত বই "The Gutenberg Galaxy: The Making of Typographic Man"-এ প্রথমবার 'Global Village' শব্দটি ব্যবহৃত হয়।
-
১৯৬৪ সালে "Understanding Media" গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা আরও বিস্তারিতভাবে বর্ণনা করেন।
-
তাঁর মতে, ইলেকট্রনিক প্রযুক্তি মানুষকে এমনভাবে সংযুক্ত করছে, যেন পুরো পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে।
-
এই পরিবর্তন সমাজের চিন্তাভাবনা, আচরণ ও সংস্কৃতি গভীরভাবে প্রভাবিত করছে।
-
এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটসহ অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম বোঝানো হয়েছে।
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ
-
হার্ডওয়্যার (Hardware)
-
সফটওয়্যার (Software)
-
ইন্টারনেট কানেক্টিভিটি (Internet Connectivity)
-
ডেটা (Data)
-
মানুষের জ্ঞান বা সক্ষমতা (Human Knowledge/Capability)

0
Updated: 6 days ago