A
হার্ড ডিস্কে
B
রেজিস্টারে
C
ক্যাশ মেমোরিতে
D
ইউএসবি ড্রাইভে
উত্তরের বিবরণ
CPU বা প্রসেসরের সংক্ষিপ্ত তথ্য
সংজ্ঞা:
CPU (Central Processing Unit) হলো কম্পিউটারের মূল প্রক্রিয়াকরণ ইউনিট। CPU এর রেজিস্টারে সাময়িকভাবে তথ্য সংরক্ষিত থাকে।
CPU-এর প্রধান তিনটি অংশ:
-
নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
-
অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU)
-
রেজিস্টার বা মেমোরি (Registers/Memory)
১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
-
কম্পিউটারে সম্পাদিত সকল কাজের নিয়ন্ত্রণ করে।
-
CPU, মেমোরি ও ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
-
ROM ও RAM-এ সঞ্চিত নির্দেশ অনুযায়ী কম্পিউটারের অন্য অংশকে আদেশ দেয়।
-
বাইনারি কোডের ইনস্ট্রাকশন স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।
২. অ্যারিথমেটিক লজিক ইউনিট (Arithmetic Logic Unit – ALU)
-
এই অংশে গাণিতিক ও যুক্তিগত অপারেশন সম্পাদিত হয় যেমন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি।
-
এতে একটি প্রোগ্রাম কাউন্টার থাকে, যা পূর্ববর্তী ইনস্ট্রাকশনের ঠিকানা সংরক্ষণ করে।
-
কোন ইনস্ট্রাকশন কখন সম্পাদিত হবে তা ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।
৩. রেজিস্টার বা মেমোরি (Registers/Memory)
-
CPU-এর অংশ যা দ্রুত লিখন ও পঠন সম্ভব।
-
গাণিতিক যুক্তি অংশে ডেটা প্রক্রিয়াকরণে সাহায্য করে।
-
কোনো কাজ সম্পাদনের সময় সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
-
অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

0
Updated: 6 days ago
স্ট্যাটিক র্যাম কী দ্বারা গঠিত?
Created: 6 days ago
A
ক্যাপাসিটর
B
ফ্লিপ-ফ্লপ
C
ট্রানজিস্টর
D
রেজিস্টার
স্ট্যাটিক র্যাম (Static RAM)
-
স্ট্যাটিক র্যাম হলো ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত মেমোরি, যা বাইনারি বিট ০ বা ১ ধারণ করে।
-
ডাটা মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
-
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে সংরক্ষিত ডাটা মুছে যায়।
-
স্ট্যাটিক র্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, তাই এটি ভিডিও র্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদিতে ব্যবহৃত হয়।
ফ্লিপ-ফ্লপ
-
ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দ্বারা তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী।
-
এটি এক বিট তথ্য (০ বা ১) ধারণ করতে পারে।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের বিপরীতে দুটি আউটপুট পাওয়া যায়।
-
ফ্লিপ-ফ্লপ কেবল সিঙ্গেল বিট নিয়ে কাজ করে; মাল্টিপল বিট একসাথে ধারণ করতে পারে না।
-
এজন্য ফ্লিপ-ফ্লপকে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর বলা হয়।
সম্পর্ক (SRAM ও ফ্লিপ-ফ্লপ)
-
SRAM মূলত ফ্লিপ-ফ্লপের সমষ্টি দিয়ে গঠিত।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট ডাটা ধারণ করে।
-
তাই যত বেশি ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয়, তত বেশি মেমোরি তৈরি হয়।

0
Updated: 6 days ago
নেটফ্লিক্স মূলত কী ধরনের পরিষেবা প্রদান করে?
Created: 6 days ago
A
বিজ্ঞাপন পরিষেবা
B
স্ট্রিমিং পরিষেবা
C
অনলাইন মার্কেটিং পরিষেবা
D
চাকরি বিজ্ঞপ্তি পরিষেবা
নেটফ্লিক্স (Netflix)
সংজ্ঞা:
নেটফ্লিক্স হলো একটি নিবন্ধনভিত্তিক (subscription-based) স্ট্রিমিং সার্ভিস, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে টিভি শো ও সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখার সুবিধা দেয়।
মূল বৈশিষ্ট্য:
-
ব্যবহারকারীরা প্রয়োজনে শো বা মুভি ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭ সালের ২৯ আগস্ট, রিড হ্যাস্টিংস ও মার্ক রেন্ডলফ কর্তৃক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশসহ ১৩০টি দেশে জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান।
-
শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকরা ব্যবহার করতে পারে এবং মাসিক ফি দিতে হয়।
-
নামকরা চলচ্চিত্র ও টিভি সিরিজ তৈরি করে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

0
Updated: 6 days ago
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
Created: 1 week ago
A
Read-out
B
Read from
C
Read
D
উপরের সবগুলোই
মেমরি
মেমরি হলো কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি আসলে অসংখ্য ক্ষুদ্র স্মৃতি কোষ (memory cell) নিয়ে গঠিত, যেখানে প্রতিটি কোষে একটি বিট তথ্য (০ অথবা ১) সংরক্ষণ করা যায়।
কম্পিউটারের ভেতরে যে জায়গায় ডেটা স্থায়ী বা অস্থায়ীভাবে জমা থাকে, সেটিকেই মেমরি বলা হয়। প্রক্রিয়াকরণের সুবিধার্থে তথ্য মেমরিতে জমা রাখা হয়, যাতে প্রয়োজনের সময় সহজে ব্যবহার করা যায়।
মেমরি থেকে সংরক্ষিত তথ্য বের করার প্রক্রিয়াকে Read বলা হয়। আমরা যখন কোনো তথ্য কম্পিউটারে সংরক্ষণ করি, তখন সেটি মেমরিতে সেভ হয়ে যায় এবং পরে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার সেটি মেমরি থেকে read করে ব্যবহারকারীর কাছে উপস্থাপন করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 week ago