A
এডওয়ার্ড স্নোডেন
B
টিম বার্নার্স-লি
C
মার্শাল ম্যাকলুহান
D
স্যাম অল্টম্যান
উত্তরের বিবরণ
Global Village
সংজ্ঞা:
Global Village বা বিশ্বগ্রাম ধারণার জনক হলেন মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan)। তিনি একজন কানাডীয় অধ্যাপক ও দার্শনিক।
মূল তথ্য:
-
১৯৬২ সালে প্রকাশিত তার বিখ্যাত বই "The Gutenberg Galaxy: The Making of Typographic Man"-এ প্রথমবার 'Global Village' শব্দটি ব্যবহৃত হয়।
-
১৯৬৪ সালে "Understanding Media" গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা আরও বিস্তারিতভাবে বর্ণনা করেন।
-
তাঁর মতে, ইলেকট্রনিক প্রযুক্তি মানুষকে এমনভাবে সংযুক্ত করছে, যেন পুরো পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে।
-
এই পরিবর্তন সমাজের চিন্তাভাবনা, আচরণ ও সংস্কৃতি গভীরভাবে প্রভাবিত করছে।
-
এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটসহ অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম বোঝানো হয়েছে।
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ
-
হার্ডওয়্যার (Hardware)
-
সফটওয়্যার (Software)
-
ইন্টারনেট কানেক্টিভিটি (Internet Connectivity)
-
ডেটা (Data)
-
মানুষের জ্ঞান বা সক্ষমতা (Human Knowledge/Capability)

0
Updated: 6 days ago
RAM কী ধরনের মেমোরি?
Created: 6 days ago
A
Cloud Memory
B
Non-volatile Memory
C
Volatile Memory
D
Register Memory
তথ্য প্রযুক্তি
কম্পিউটার
কম্পিউটার (Computer)
প্রোগ্রাম ডিজাইন মডেল (Program Design Model)
No subjects available.
RAM (Random Access Memory)
সংজ্ঞা:
RAM হলো সেই ধরনের মেমোরি, যেখানে যেকোনো একটি তথ্য মুছে নতুন তথ্য লেখা যায় এবং প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায়।
মূল বৈশিষ্ট্য:
-
Volatile Memory: বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলে তথ্য মুছে যায়।
-
প্রাইমারি স্টোরেজ: সরাসরি ডেটা এবং ইনস্ট্রাকশন সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়।
-
Random Access: মেমোরির প্রতিটি আলাদা লোকেশন সহজে এক্সেস করা যায় এবং একই সময়ে পড়া বা লেখা সম্ভব।
-
রিড/রাইট মেমোরি: এর মাধ্যমে তথ্য লেখা এবং পড়া উভয়ই সম্ভব।

0
Updated: 6 days ago
পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
Created: 1 week ago
A
Super Computer
B
Network
C
Server
D
Enterprise
পার্সোনাল কম্পিউটার ও নেটওয়ার্ক
দুই বা ততোধিক পার্সোনাল কম্পিউটার একসাথে সংযুক্ত করলে একটি নেটওয়ার্ক তৈরি করা যায়। এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফাইল, প্রিন্টার এবং অন্যান্য তথ্য একে অপরের সঙ্গে শেয়ার করতে পারেন।
পার্সোনাল কম্পিউটারের উন্নয়নে মাইক্রোপ্রসেসর আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস তাঁর প্রতিষ্ঠান Micro Instrumentation and Telemetry Systems (MITS) থেকে বিশ্বের প্রথম পার্সোনাল কম্পিউটার ‘Altair-8800’ উপস্থাপন করেন। এটিতে ব্যবহৃত হয় Intel-8080 মাইক্রোপ্রসেসর, যা পার্সোনাল কম্পিউটারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 week ago
Programme Debugging - এর উদ্দেশ্য কী?
Created: 6 days ago
A
নতুন প্রোগ্রাম তৈরি
B
কোড কপি করা
C
প্রোগ্রামের ভুল-ত্রুটি ঠিক করা
D
প্রোগ্রাম রান করা
Programme Debugging (প্রোগ্রাম ডিবাগিং)
সংজ্ঞা:
Programme Debugging-এর উদ্দেশ্য হলো প্রোগ্রামের ভুল-ত্রুটি শনাক্ত ও সংশোধন করা।
মূল তথ্য:
-
Bug অর্থ: পোকা
-
Debugging অর্থ: পোকা দূর করা
-
কম্পিউটারের প্রোগ্রামে যে ভুল-ত্রুটি থাকে, তা দূর করাকে ডিবাগিং বলা হয়।
-
ইতিহাস: ১৯৪৫ সালে MARK-I কম্পিউটারে একটি মথ পোকা ঢুকে যাওয়ায় এটি অচল হয়ে যায়। তখন থেকেই "Debugging" শব্দের উৎপত্তি।
ডিবাগিং পদ্ধতি:
-
প্রথমে প্রোগ্রামে কোন ধরনের ভুল আছে তা নির্ণয় করা।
-
Syntax Error: সহজে শনাক্ত ও সংশোধন করা যায়।
-
Logical Error: শনাক্ত করা কঠিন।
-
এর জন্য নমুনা ডাটা ব্যবহার করে পরীক্ষা করা হয়।
-
প্রোগ্রামকে কয়েকটি অংশে ভাগ করে প্রতিটি অংশের ফলাফল যাচাই করা হয়।
-
কোথায় ভুল আছে তা নির্ণয় করে প্রয়োজনীয় সংশোধন করা হয়।
-

0
Updated: 6 days ago