A
ট্যাকবল
B
ডিজিটাইজার
C
লাইটপেন
D
প্লটার
No subjects available.
উত্তরের বিবরণ
ইনপুট, আউটপুট ও ইনপুট-আউটপুট ডিভাইস
১. ইনপুট ডিভাইস
সংজ্ঞা:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য প্রদান করি, সেগুলো ইনপুট ডিভাইস।
-
কম্পিউটার এই ডিভাইসের মাধ্যমে ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
-
কীবোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ওএমআর (OMR)
-
ওসিআর (OCR)
-
স্ক্যানার (Scanner)
-
ট্যাকবল (Trackball)
-
জয়স্টিক (Joystick)
-
ডিজিটাইজার (Digitizer)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
লাইটপেন (Lightpen)
-
বার কোড রিডার (Bar Code Reader)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
পয়েন্ট অফ সেল (Point-of-Sale)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
২. আউটপুট ডিভাইস
সংজ্ঞা:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে প্রাপ্ত ফলাফল বা তথ্য প্রদর্শন করে এমন যন্ত্রপাতি।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
হেডফোন (Headphone)
মন্তব্য:
-
প্লটার ইনপুট ডিভাইস নয়, এটি আউটপুট ডিভাইস।
৩. ইনপুট-আউটপুট ডিভাইস
সংজ্ঞা:
কিছু ডিভাইস আছে যা একই সঙ্গে ডেটা গ্রহণ ও প্রদর্শন করতে পারে।
উদাহরণ:
-
হার্ডডিস্ক
-
সিডি/ডিভিডি
-
পেনড্রাইভ
-
টাচ স্ক্রিন

0
Updated: 6 days ago
পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
Created: 1 week ago
A
Super Computer
B
Network
C
Server
D
Enterprise
পার্সোনাল কম্পিউটার ও নেটওয়ার্ক
দুই বা ততোধিক পার্সোনাল কম্পিউটার একসাথে সংযুক্ত করলে একটি নেটওয়ার্ক তৈরি করা যায়। এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফাইল, প্রিন্টার এবং অন্যান্য তথ্য একে অপরের সঙ্গে শেয়ার করতে পারেন।
পার্সোনাল কম্পিউটারের উন্নয়নে মাইক্রোপ্রসেসর আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস তাঁর প্রতিষ্ঠান Micro Instrumentation and Telemetry Systems (MITS) থেকে বিশ্বের প্রথম পার্সোনাল কম্পিউটার ‘Altair-8800’ উপস্থাপন করেন। এটিতে ব্যবহৃত হয় Intel-8080 মাইক্রোপ্রসেসর, যা পার্সোনাল কম্পিউটারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 week ago
কোন ডিভাইসটি কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত?
Created: 6 days ago
A
RAM
B
হার্ড ডিস্ক
C
মাদারবোর্ড
D
প্রিন্টার
হার্ড ডিস্ক কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত।
• হার্ড ডিস্ক:
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ক হলো কম্পিউটারের জন্য একটি চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- আবার কম্পিউটারের বাইরেও হার্ড ডিস্ক রেখে কাজ করা যায়।
- হার্ডডিস্ক স্থানান্তরযোগ্য।
- ফ্লপি ডিস্কের ন্যায় একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে হার্ডডিস্ক ঢুকিয়ে কাজ করে তা অন্য একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে ঢুকিয়ে অবশিষ্ট কাজ সম্পাদন করে।
সূত্র: ১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

0
Updated: 6 days ago
OMR-এর পূর্ণরূপ কী?
Created: 6 days ago
A
Optical Mark Recorder
B
Optical Machine Reader
C
Optical Mark Recognition
D
Optical Memory Reader
OMR (Optical Mark Recognition)
সংজ্ঞা:
OMR হলো একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস, যা স্পষ্টভাবে দাগাঙ্কিত মার্ক শনাক্ত করতে সক্ষম।
মূল বৈশিষ্ট্য:
-
OMR সিটে দেওয়া পেনসিল বা কলমের দাগ শনাক্ত করতে পারে।
-
OMR সিটের মার্ক স্ক্যান করে বৈদ্যুতিক পালস তৈরি করে।
-
এতে একটি আলোক উৎস থাকে যা মার্ক শনাক্ত করতে সাহায্য করে।
-
নৈর্বাচনিক প্রশ্নপত্র, জনসংখ্যা জরিপ এবং অনুরূপ কাজে ব্যবহৃত হয়।
-
অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য স্ক্যান করা সম্ভব।
-
মার্ক স্পষ্ট না হলে সঠিক তথ্য পাওয়া যায় না।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

0
Updated: 6 days ago