A
ক্যাপাসিটর
B
ফ্লিপ-ফ্লপ
C
ট্রানজিস্টর
D
রেজিস্টার
উত্তরের বিবরণ
স্ট্যাটিক র্যাম (Static RAM)
-
স্ট্যাটিক র্যাম হলো ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত মেমোরি, যা বাইনারি বিট ০ বা ১ ধারণ করে।
-
ডাটা মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
-
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে সংরক্ষিত ডাটা মুছে যায়।
-
স্ট্যাটিক র্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, তাই এটি ভিডিও র্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদিতে ব্যবহৃত হয়।
ফ্লিপ-ফ্লপ
-
ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দ্বারা তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী।
-
এটি এক বিট তথ্য (০ বা ১) ধারণ করতে পারে।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের বিপরীতে দুটি আউটপুট পাওয়া যায়।
-
ফ্লিপ-ফ্লপ কেবল সিঙ্গেল বিট নিয়ে কাজ করে; মাল্টিপল বিট একসাথে ধারণ করতে পারে না।
-
এজন্য ফ্লিপ-ফ্লপকে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর বলা হয়।
সম্পর্ক (SRAM ও ফ্লিপ-ফ্লপ)
-
SRAM মূলত ফ্লিপ-ফ্লপের সমষ্টি দিয়ে গঠিত।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট ডাটা ধারণ করে।
-
তাই যত বেশি ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয়, তত বেশি মেমোরি তৈরি হয়।

0
Updated: 6 days ago
"Planimeter" কোন ধরনের কম্পিউটার?
Created: 11 hours ago
A
মিনি কম্পিউটার
B
হাইব্রিড কম্পিউটার
C
অ্যানালগ কম্পিউটার
D
ডিজিটাল কম্পিউটার
Planimeter → অ্যানালগ কম্পিউটার
সংজ্ঞা:
"Planimeter" হলো একটি অ্যানালগ কম্পিউটার। এটি মূলত যান্ত্রিক বা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ করতে ব্যবহৃত হয়।ব্যবহার:
Planimeter একটি সরল যান্ত্রিক সরঞ্জাম যা বিভিন্ন আকৃতির পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ধারণে সাহায্য করে। এটি প্রধানত ভৌত, প্রকৌশল বা মানচিত্র সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়।অ্যানালগ কম্পিউটার বৈশিষ্ট্য:
বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণ সম্পাদন করে।
তথ্য প্রক্রিয়াকরণে ক্রমাগত পরিবর্তনশীল (Continuous) সিগন্যাল ব্যবহার করে, ডিজিটাল কম্পিউটারের মতো সংখ্যা আকারে নয়।
ফলাফল সাধারণত মিটার, ওসিলোস্কোপ ইত্যাদিতে প্রদর্শিত হয়।
উদাহরণ:
Planimeter
মোটরগাড়ির স্পিডোমিটার
স্লাইড রুল
অপারেশনাল অ্যামপ্লিফায়ার
সঠিক উত্তর: গ) অ্যানালগ কম্পিউটার
উৎস:
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ওয়েবসাইট
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 11 hours ago
নেটফ্লিক্স মূলত কী ধরনের পরিষেবা প্রদান করে?
Created: 6 days ago
A
বিজ্ঞাপন পরিষেবা
B
স্ট্রিমিং পরিষেবা
C
অনলাইন মার্কেটিং পরিষেবা
D
চাকরি বিজ্ঞপ্তি পরিষেবা
নেটফ্লিক্স (Netflix)
সংজ্ঞা:
নেটফ্লিক্স হলো একটি নিবন্ধনভিত্তিক (subscription-based) স্ট্রিমিং সার্ভিস, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে টিভি শো ও সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখার সুবিধা দেয়।
মূল বৈশিষ্ট্য:
-
ব্যবহারকারীরা প্রয়োজনে শো বা মুভি ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭ সালের ২৯ আগস্ট, রিড হ্যাস্টিংস ও মার্ক রেন্ডলফ কর্তৃক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশসহ ১৩০টি দেশে জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান।
-
শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকরা ব্যবহার করতে পারে এবং মাসিক ফি দিতে হয়।
-
নামকরা চলচ্চিত্র ও টিভি সিরিজ তৈরি করে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

0
Updated: 6 days ago
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
Created: 1 week ago
A
Input
B
Out put
C
উভয়েই
D
কোনোটিই নয়
ইনপুট ডিভাইস (Input Devices)
যে সব যন্ত্রাংশ ব্যবহার করে কম্পিউটারে তথ্য বা নির্দেশ দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
কীবোর্ড
-
মাউস
-
স্ক্যানার
-
OMR (Optical Mark Reader)
-
OCR (Optical Character Reader) ইত্যাদি
আউটপুট ডিভাইস (Output Devices)
যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা বা ফলাফল গ্রহণ করা হয়, তাকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
মনিটর
-
প্রিন্টার
-
প্রজেক্টর
-
স্পিকার
-
প্লটার ইত্যাদি
ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Devices)
কিছু ডিভাইস রয়েছে যেগুলো একই সঙ্গে ইনপুট ও আউটপুট উভয় কাজ করে।
উদাহরণ:
-
হেডফোন
-
ডিজিটাল ক্যামেরা
-
মডেম
-
টাচস্ক্রিন ইত্যাদি
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago