A
RAM
B
হার্ড ডিস্ক
C
মাদারবোর্ড
D
প্রিন্টার
উত্তরের বিবরণ
হার্ড ডিস্ক কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত।
• হার্ড ডিস্ক:
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ক হলো কম্পিউটারের জন্য একটি চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- আবার কম্পিউটারের বাইরেও হার্ড ডিস্ক রেখে কাজ করা যায়।
- হার্ডডিস্ক স্থানান্তরযোগ্য।
- ফ্লপি ডিস্কের ন্যায় একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে হার্ডডিস্ক ঢুকিয়ে কাজ করে তা অন্য একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে ঢুকিয়ে অবশিষ্ট কাজ সম্পাদন করে।
সূত্র: ১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

0
Updated: 6 days ago
OMR-এর পূর্ণরূপ কী?
Created: 6 days ago
A
Optical Mark Recorder
B
Optical Machine Reader
C
Optical Mark Recognition
D
Optical Memory Reader
OMR (Optical Mark Recognition)
সংজ্ঞা:
OMR হলো একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস, যা স্পষ্টভাবে দাগাঙ্কিত মার্ক শনাক্ত করতে সক্ষম।
মূল বৈশিষ্ট্য:
-
OMR সিটে দেওয়া পেনসিল বা কলমের দাগ শনাক্ত করতে পারে।
-
OMR সিটের মার্ক স্ক্যান করে বৈদ্যুতিক পালস তৈরি করে।
-
এতে একটি আলোক উৎস থাকে যা মার্ক শনাক্ত করতে সাহায্য করে।
-
নৈর্বাচনিক প্রশ্নপত্র, জনসংখ্যা জরিপ এবং অনুরূপ কাজে ব্যবহৃত হয়।
-
অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য স্ক্যান করা সম্ভব।
-
মার্ক স্পষ্ট না হলে সঠিক তথ্য পাওয়া যায় না।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

0
Updated: 6 days ago
নিচের কোনটি সহায়ক মেমরি?
Created: 2 weeks ago
A
র্যাম
B
হার্ডডিস্ক
C
ক্যাশ মেমরি
D
প্রসেসর
সহায়ক মেমরি (Secondary Memory)
-
কম্পিউটারের সেই মেমরি যেখানে তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
-
CPU-এর সঙ্গে সরাসরি সংযোগ না থাকায় ধীরগতি সম্পন্ন।
-
বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলেও তথ্য হারায় না।
উদাহরণ: হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ
অন্যান্য অপশন:
-
র্যাম (RAM): প্রাইমারি মেমরি, দ্রুত যোগাযোগ করে, অস্থায়ী।
-
ক্যাশ মেমরি: প্রাইমারি মেমরির উচ্চগতির অংশ, CPU-এর কাছে।
-
প্রসেসর: মেমরি নয়, CPU হিসেবে হিসাব-নিকাশ সম্পাদন করে।

0
Updated: 2 weeks ago
ন্যানোটেকনোলজি কীসের সাথে সম্পর্কিত?
Created: 6 days ago
A
রাসায়নিক সার উৎপাদন
B
ভারী যন্ত্রপাতি নির্মাণ
C
পারমাণবিক বা আণবিক স্তরে কাজের সাথে
D
সাধারণ সফটওয়্যার প্রোগ্রামিং
তথ্য প্রযুক্তি
কম্পিউটার
কম্পিউটার (Computer)
ন্যানো টেকনোলেজি (Nanotechnology)
No subjects available.
ন্যানোটেকনোলজি (Nanotechnology)
সঠিক উত্তর: গ) পারমাণবিক বা আণবিক স্তরে কাজের সাথে
সংজ্ঞা ও মূল তথ্য:
-
ন্যানো শব্দটি এসেছে গ্রিক "Nanos" অথবা ল্যাটিন "nanus" থেকে, যার অর্থ Dwarf (অতিক্ষুদ্র বা ক্ষুদ্রাকৃতির)।
-
রিচার্ড ফাইনম্যানকে ন্যানোপ্রযুক্তির জনক বলা হয়।
-
ন্যানোপ্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক মাত্রার কার্যক্রমের প্রকৌশল শাস্ত্র, যা ডিভাইস বা সিস্টেমের কাজ এবং এর উন্নয়নের সাথে সম্পর্কিত।
-
অর্থাৎ, এটি পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।

0
Updated: 6 days ago