Global Village ধারণার জনক কে?
A
এডওয়ার্ড স্নোডেন
B
টিম বার্নার্স-লি
C
মার্শাল ম্যাকলুহান
D
স্যাম অল্টম্যান
উত্তরের বিবরণ
Global Village
সংজ্ঞা:
Global Village বা বিশ্বগ্রাম ধারণার জনক হলেন মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan)। তিনি একজন কানাডীয় অধ্যাপক ও দার্শনিক।
মূল তথ্য:
-
১৯৬২ সালে প্রকাশিত তার বিখ্যাত বই "The Gutenberg Galaxy: The Making of Typographic Man"-এ প্রথমবার 'Global Village' শব্দটি ব্যবহৃত হয়।
-
১৯৬৪ সালে "Understanding Media" গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা আরও বিস্তারিতভাবে বর্ণনা করেন।
-
তাঁর মতে, ইলেকট্রনিক প্রযুক্তি মানুষকে এমনভাবে সংযুক্ত করছে, যেন পুরো পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে।
-
এই পরিবর্তন সমাজের চিন্তাভাবনা, আচরণ ও সংস্কৃতি গভীরভাবে প্রভাবিত করছে।
-
এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটসহ অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম বোঝানো হয়েছে।
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ
-
হার্ডওয়্যার (Hardware)
-
সফটওয়্যার (Software)
-
ইন্টারনেট কানেক্টিভিটি (Internet Connectivity)
-
ডেটা (Data)
-
মানুষের জ্ঞান বা সক্ষমতা (Human Knowledge/Capability)

0
Updated: 1 month ago
EDVAC এর পূর্ণরূপ হচ্ছে -
Created: 3 weeks ago
A
Electronic Discrete Variable Automatic Computer
B
Electronic Delay Variable Automatic Computer
C
Electronic Delay Variable Automatic Calculator
D
Electronic Data Variable Automatic Computer
EDVAC
-
এর পূর্ণরূপ হলো Electronic Discrete Variable Automatic Computer।
-
এটি ১৯৪০-এর দশকে তৈরি একটি প্রাথমিক বৈদ্যুতিন ডিজিটাল কম্পিউটার।
-
স্টোরড-প্রোগ্রাম ধারণার উপর ভিত্তি করে তৈরি হওয়ায় একই মেমোরিতে ডেটা ও প্রোগ্রাম রাখা যেত।
-
পূর্বের ENIAC-এর তুলনায় এটি উন্নত সংস্করণ হিসেবে গণ্য।
-
ডিজিটাল কম্পিউটিংয়ের ক্ষেত্রে এটি যুগান্তকারী ভূমিকা রাখে এবং আধুনিক কম্পিউটারের নকশা ও কার্যপ্রণালীকে প্রভাবিত করে।
-
গাণিতিক ও যৌক্তিক অপারেশন দ্রুত সম্পন্ন করার জন্য এটি ব্যবহৃত হতো।
-
ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে EDVAC তৈরি করেছিলেন।

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি?
Created: 1 month ago
A
RAM
B
Hard Disk
C
Pen drive
D
কোনোটিই নয়
স্টোরেজ ডিভাইস
স্টোরেজ ডিভাইস হলো সেই ডিভাইস যা কম্পিউটারকে ডেটা ও প্রোগ্রাম সংরক্ষণ করতে সাহায্য করে। এগুলো থেকে প্রয়োজন অনুযায়ী তথ্য গ্রহণ করে কম্পিউটার ব্যবহার করতে পারে। স্টোরেজ ডিভাইস প্রধানত দুই ধরনের:
১. প্রাইমারি স্টোরেজ ডিভাইস
২. সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস
প্রাইমারি স্টোরেজ ডিভাইস
প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের মূল কর্মক্ষেত্র। যখন কোনো প্রোগ্রাম কম্পিউটারে চলছে, তখন প্রোগ্রামের তথ্য ও আংশিক ফলাফল সাময়িকভাবে এখানে রাখা হয়। সাধারণ উদাহরণ হলো RAM (র্যান্ডম অ্যাকসেস মেমোরি)।
প্রাইমারি স্টোরেজের বৈশিষ্ট্য
-
CPU-এর সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে।
-
প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা এখানে রাখা হয়।
-
ডেটা অ্যাকসেসের সময় খুব কম।
-
ধারণক্ষমতা সাধারণত কম।
-
ডেটা স্থানান্তরের গতি বেশি।
-
বিদ্যুৎ বন্ধ হলে তথ্য মুছে যায়।
সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস
সেকেন্ডারি স্টোরেজ হলো কম্পিউটারের সহায়ক স্মৃতি। এখানে ডেটা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায়। উদাহরণ:
-
হার্ড ডিস্ক
-
ফ্লপি ডিস্ক
-
পেনড্রাইভ
-
সিডি / ডিভিডি / ব্লু-রে ডিস্ক
-
মেমোরি কার্ড
-
স্মার্ট কার্ড
উৎসঃমৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
IBM 1620-এর মাধ্যমে বাংলাদেশে কম্পিউটারের সূচনা ঘটে কোন সালে?
Created: 1 month ago
A
১৯৭৬ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৬৬ সালে
D
১৯৬৪ সালে
বাংলাদেশে কম্পিউটারের সূচনা
-
১৯৬৪ সালে IBM 1620 কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের ব্যবহার শুরু হয়
-
এটি দেশের প্রথম বৈজ্ঞানিক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত কম্পিউটার
-
শিক্ষামূলক ও বৈজ্ঞানিক হিসাবের জন্য ডিজাইন করা হয়েছিল
-
প্রথমে সরকারি ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো ব্যবহার শুরু করে
-
IBM 1620-এর আগমনে দেশে তথ্যপ্রযুক্তির ভিত্তি গড়ে ওঠে
-
কম্পিউটারটি স্থাপিত হয়েছিল তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে (বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র)
-
বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৬৯ সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে
উৎস:
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল

0
Updated: 1 month ago