কোনটি ইনপুট ডিভাইস নয়?
A
ট্যাকবল
B
ডিজিটাইজার
C
লাইটপেন
D
প্লটার
উত্তরের বিবরণ
ইনপুট, আউটপুট ও ইনপুট-আউটপুট ডিভাইস
১. ইনপুট ডিভাইস
সংজ্ঞা:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য প্রদান করি, সেগুলো ইনপুট ডিভাইস।
-
কম্পিউটার এই ডিভাইসের মাধ্যমে ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
-
কীবোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ওএমআর (OMR)
-
ওসিআর (OCR)
-
স্ক্যানার (Scanner)
-
ট্যাকবল (Trackball)
-
জয়স্টিক (Joystick)
-
ডিজিটাইজার (Digitizer)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
লাইটপেন (Lightpen)
-
বার কোড রিডার (Bar Code Reader)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
পয়েন্ট অফ সেল (Point-of-Sale)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
২. আউটপুট ডিভাইস
সংজ্ঞা:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে প্রাপ্ত ফলাফল বা তথ্য প্রদর্শন করে এমন যন্ত্রপাতি।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
হেডফোন (Headphone)
মন্তব্য:
-
প্লটার ইনপুট ডিভাইস নয়, এটি আউটপুট ডিভাইস।
৩. ইনপুট-আউটপুট ডিভাইস
সংজ্ঞা:
কিছু ডিভাইস আছে যা একই সঙ্গে ডেটা গ্রহণ ও প্রদর্শন করতে পারে।
উদাহরণ:
-
হার্ডডিস্ক
-
সিডি/ডিভিডি
-
পেনড্রাইভ
-
টাচ স্ক্রিন

0
Updated: 1 month ago
RAM কী ধরনের মেমোরি?
Created: 1 month ago
A
Cloud Memory
B
Non-volatile Memory
C
Volatile Memory
D
Register Memory
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
কম্পিউটার
কম্পিউটার (Computer)
প্রোগ্রাম ডিজাইন মডেল (Program Design Model)
RAM (Random Access Memory)
সংজ্ঞা:
RAM হলো সেই ধরনের মেমোরি, যেখানে যেকোনো একটি তথ্য মুছে নতুন তথ্য লেখা যায় এবং প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায়।
মূল বৈশিষ্ট্য:
-
Volatile Memory: বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলে তথ্য মুছে যায়।
-
প্রাইমারি স্টোরেজ: সরাসরি ডেটা এবং ইনস্ট্রাকশন সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়।
-
Random Access: মেমোরির প্রতিটি আলাদা লোকেশন সহজে এক্সেস করা যায় এবং একই সময়ে পড়া বা লেখা সম্ভব।
-
রিড/রাইট মেমোরি: এর মাধ্যমে তথ্য লেখা এবং পড়া উভয়ই সম্ভব।

0
Updated: 1 month ago
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
Created: 1 month ago
A
Input
B
Out put
C
উভয়েই
D
কোনোটিই নয়
ইনপুট ডিভাইস (Input Devices)
যে সব যন্ত্রাংশ ব্যবহার করে কম্পিউটারে তথ্য বা নির্দেশ দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
কীবোর্ড
-
মাউস
-
স্ক্যানার
-
OMR (Optical Mark Reader)
-
OCR (Optical Character Reader) ইত্যাদি
আউটপুট ডিভাইস (Output Devices)
যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা বা ফলাফল গ্রহণ করা হয়, তাকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
মনিটর
-
প্রিন্টার
-
প্রজেক্টর
-
স্পিকার
-
প্লটার ইত্যাদি
ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Devices)
কিছু ডিভাইস রয়েছে যেগুলো একই সঙ্গে ইনপুট ও আউটপুট উভয় কাজ করে।
উদাহরণ:
-
হেডফোন
-
ডিজিটাল ক্যামেরা
-
মডেম
-
টাচস্ক্রিন ইত্যাদি
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
ALU এর পূর্ণরূপ -
Created: 1 month ago
A
Arithmetic Logic Unit
B
Analog Logic Unit
C
Automatic Logic Unit
D
Arithmetic Linear Unit
ALU (Arithmetic Logic Unit)
-
সংজ্ঞা: কম্পিউটারের একটি মৌলিক উপাদান, যা গাণিতিক ও লজিক্যাল অপারেশন সম্পাদন করে।
-
কম্পিউটারের প্রধান চার উপাদান:
-
ALU
-
ইনপুট-আউটপুট সরঞ্জাম
-
প্রধান মেমরি
-
কন্ট্রোল ইউনিট
-
মূল কার্যাবলী:
-
ইনকামিং ডেটা প্রক্রিয়াকরণ
-
গাণিতিক অপারেশন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ
-
লজিক অপারেশন: AND, OR ইত্যাদি
-
ন্যানো সেকেন্ডের মধ্যে উচ্চ-গতিতে কাজ
-
রেজিস্টারে সাময়িকভাবে ফলাফল সংরক্ষণ করে, যাতে পরবর্তী অপারেশনের জন্য বা প্রধান মেমরিতে স্থানান্তর করা যায়
সূত্র: ব্রিটানিকা

0
Updated: 1 month ago