স্ট্যাটিক র্যাম কী দ্বারা গঠিত?
A
ক্যাপাসিটর
B
ফ্লিপ-ফ্লপ
C
ট্রানজিস্টর
D
রেজিস্টার
উত্তরের বিবরণ
স্ট্যাটিক র্যাম (Static RAM)
-
স্ট্যাটিক র্যাম হলো ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত মেমোরি, যা বাইনারি বিট ০ বা ১ ধারণ করে।
-
ডাটা মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
-
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে সংরক্ষিত ডাটা মুছে যায়।
-
স্ট্যাটিক র্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, তাই এটি ভিডিও র্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদিতে ব্যবহৃত হয়।
ফ্লিপ-ফ্লপ
-
ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দ্বারা তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী।
-
এটি এক বিট তথ্য (০ বা ১) ধারণ করতে পারে।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের বিপরীতে দুটি আউটপুট পাওয়া যায়।
-
ফ্লিপ-ফ্লপ কেবল সিঙ্গেল বিট নিয়ে কাজ করে; মাল্টিপল বিট একসাথে ধারণ করতে পারে না।
-
এজন্য ফ্লিপ-ফ্লপকে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর বলা হয়।
সম্পর্ক (SRAM ও ফ্লিপ-ফ্লপ)
-
SRAM মূলত ফ্লিপ-ফ্লপের সমষ্টি দিয়ে গঠিত।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট ডাটা ধারণ করে।
-
তাই যত বেশি ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয়, তত বেশি মেমোরি তৈরি হয়।

0
Updated: 1 month ago
NOR গেটটি কোন ধরনের গেটের সমন্বয় দ্বারা তৈরি করা যায়?
Created: 3 weeks ago
A
NOT + AND
B
AND + OR
C
NOT + OR
D
XOR + NOT
NOR গেট হলো একটি ডিজিটাল লজিক গেট যা OR গেটের আউটপুটকে উল্টো করে দেয়। সহজভাবে বলতে গেলে, NOR গেট হল একটি OR গেটের আউটপুটের NOT অপারেশন। এটি OR গেট এবং NOT গেটের সমন্বয়ে তৈরি করা যায়। প্রথমে দুটি ইনপুটকে OR গেট দিয়ে যুক্ত করা হয় এবং তারপর সেই আউটপুটকে NOT গেটের মাধ্যমে বিপরীত করা হয়। ফলস্বরূপ, NOR গেট তখনই ‘1’ আউটপুট দেয় যখন সমস্ত ইনপুটই ‘0’ হয়। সুতরাং NOR গেটের জন্য সঠিক সমন্বয় হলো NOT + OR।
সার্বজনীন গেট:
-
যে গেটের সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং সার্কিট বাস্তবায়ন করা যায়, তাকে সার্বজনীন গেইট বলা হয়।
-
NAND এবং NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
-
কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট ব্যবহার করেও যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা সম্ভব।
মৌলিক লজিক গেইট:
-
ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট কাজ করে, তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
-
কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট:
১. OR গেইট (OR Gate)
২. AND গেইট (AND Gate)
৩. NOT গেইট (NOT Gate)
চাওয়াতে আমি চাইলে NOR গেটের সত্যতা সূচক (truth table) এবং বাস্তব জীবনের উদাহরণও সংযোজন করতে পারি।

0
Updated: 2 weeks ago
পার্সোনাল কম্পিউটারের যুগের সূচনা কোন মডেলের মাধ্যমে হয়েছিল?
Created: 2 weeks ago
A
IBM PC
B
Apple I
C
Commodore 64
D
Altair 8800
Altair 8800, 1975 সালে প্রকাশিত, প্রথম বাণিজ্যিকভাবে সফল পার্সোনাল কম্পিউটার হিসেবে পরিচিত। এটি পার্সোনাল কম্পিউটিং বিপ্লবের সূচনা করে এবং পরবর্তীতে Apple, IBMসহ অন্যান্য কোম্পানি পার্সোনাল কম্পিউটার বাজারে প্রবেশ করে।
পার্সোনাল কম্পিউটার সম্পর্কিত তথ্য:
-
মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে পার্সোনাল কম্পিউটারের পথ সুগম হয়।
-
1975 সালে এডওয়ার্ড রবার্টস ‘Altair-8800’ কম্পিউটার উপস্থাপন করেন এবং এটিকে পার্সোনাল কম্পিউটার নামে পরিচিতি দেন।
-
এডওয়ার্ড রবার্টস ছিলেন Micro Instrumentation and Telemetry Systems (MITS) এর প্রতিষ্ঠাতা।
-
তার প্রতিষ্ঠান বিশ্বের প্রথম পার্সোনাল কম্পিউটার Altair-8800 নির্মাণ করে।
-
কম্পিউটারে Intel-8080 মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।

0
Updated: 2 weeks ago
কোনটি সহায়ক মেমোরি নয়?
Created: 1 month ago
A
ফ্লপি ডিস্ক
B
হার্ড ডিস্ক
C
সিডি
D
রম
কম্পিউটারের স্মৃতি
কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার:
-
প্রধান স্মৃতি (Main Memory / Primary Memory)
-
সহায়ক স্মৃতি (Auxiliary Memory / Secondary Memory)
১. প্রধান স্মৃতি (Main Memory)
-
CPU-এর সঙ্গে সরাসরি সংযুক্ত, তাই অভ্যন্তরীণ স্মৃতি বলেও পরিচিত।
-
প্রক্রিয়াকরণের জন্য তথ্যসমূহ এখানে রাখা হয়।
-
যতক্ষণ প্রক্রিয়াকরণ চলছে, তথ্যগুলো এখানে অবস্থান করে।
-
প্রতিটি স্থান চিহ্নিত থাকে ঠিকানা (Address) দ্বারা।
-
প্রধান স্মৃতির ধরনসমূহ:
-
চুম্বকীয় কোর স্মৃতি (Magnetic Core Memory)
-
চুম্বকীয় বুদবুদ স্মৃতি (Magnetic Bubble Memory)
-
অর্ধপরিবাহী স্মৃতি (Semiconductor Memory): RAM, ROM
-
পাতলা পর্দা স্মৃতি (Thin Film Memory)
-
চার্জ কাপল স্মৃতি (Charge Coupled Memory)
-
২. সহায়ক স্মৃতি (Auxiliary Memory)
-
প্রধান স্মৃতিতে থাকা তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
-
ধারণক্ষমতা প্রধান স্মৃতির তুলনায় বহুগুণ বেশি।
-
স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে যায় না।
-
উদাহরণ:
-
ফ্লপি ডিস্ক (Floppy Disc)
-
হার্ড ডিস্ক (Hard Disc)
-
সিডি (CD-Compact Disc)
-
চৌম্বক ফিতা (Magnetic Tape / Disc)
-
চৌম্বক ড্রাম (Magnetic Drum)
-

0
Updated: 1 month ago