কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি?
A
রুদ্রমঙ্গল
B
যুগবাণী
C
তুর্কমহিলার ঘোমটা খোলা
D
ব্যথার দান
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা:
-
প্রথম প্রকাশিত প্রবন্ধ: ‘তুর্কমহিলার ঘোমটা খোলা’
-
প্রথম প্রকাশিত উপন্যাস: ‘বাঁধন হারা’
-
প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: ‘যুগবাণী’
-
প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ (এবং প্রথম প্রকাশিত গ্রন্থ): ‘ব্যথার দান’
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘অগ্নি-বীণা’
-
প্রথম প্রকাশিত কবিতা: ‘মুক্তি’
-
প্রথম প্রকাশিত গল্প: ‘বাউণ্ডলের আত্মকাহিনী’
-
প্রথম প্রকাশিত নাটক: ‘ঝিলিমিলি’
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
-
রাজবন্দীর জবানবন্দি
-
দুর্দিনের যাত্রী
-
যুগবাণী
-
রুদ্র মঙ্গল
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
Created: 2 weeks ago
A
ধূমকেতু
B
সবুজপত্র
C
ভারতী
D
সওগাত
কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ১৯২২ সালে "ধূমকেতু" ১৯২০ সালে দৈনিক "নবযুগ" কাজী নজরুল ইসলাম ও মুজফফর আহমদের যৌথ সম্পাদনায়, কাজী নজরুলের একক সম্পাদনায় ১৯৪১ সালে "দৈনিক নবযুগ" এবং ১৯২৫ সালে প্রধান পরিচালক হিসেবে কাজী নজরুল ইসলামের "লাঙল" পত্রিকা প্রকাশিত হয়।

0
Updated: 2 weeks ago
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় কোনটি?
Created: 2 months ago
A
ঝরা পালক বেলা অবেলা কালবেলা বাংলার রূপ মহাপৃথিবী
B
A
C
A
D
A
Coming

0
Updated: 2 months ago
'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 4 weeks ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
‘চিত্তনামা’ কাব্যগ্রন্থ
-
লেখক: কাজী নজরুল ইসলাম
-
বিষয়: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতি শ্রদ্ধা ও শোক
-
প্রকাশকাল: ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ)
-
পটভূমি:
-
চিত্তরঞ্জন দাশ ১৩৩২ বঙ্গাব্দের ২রা আষাঢ় মারা যান।
-
নজরুল তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কবিতা লিখেন:
-
অর্ঘ্য
-
অকাল-সন্ধ্যা
-
সান্ত্বনা
-
ইন্দ্রপ্তন
-
রাজভিখারি
-
-
-
বৈশিষ্ট্য: কবিতাগুলোতে চিত্তরঞ্জনের প্রতি নজরুলের গভীর আবেগ ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।
কাজী নজরুল ইসলাম সংক্ষেপে
-
জাতীয় কবি: বাংলাদেশ
-
জন্ম: ২৪ মে ১৮৯৯ (১৩০৬ বঙ্গাব্দ), বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত

0
Updated: 4 weeks ago