পুঠিয়া রাজবাড়ি কোন জেলায় অবস্থিত?
A
দিনাজপুর
B
রাজশাহী
C
রংপুর
D
চট্টগ্রাম
উত্তরের বিবরণ
পুঠিয়া রাজবাড়ি:
-
অবস্থান: রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা
-
নির্মাণ: ১৮৯৫ সালে মহারানী হেমন্তকুমারী দেবী ইন্দো-ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল রাজবাড়ি নির্মাণ করেন
-
ভবনের বৈশিষ্ট্য:
-
সম্মুখভাগে উত্তরে খোলা প্রাঙ্গণ
-
প্রাঙ্গণের অপর পাশে ৬০.৯৬ মিটার বিস্তৃত পিরামিড আকৃতির চারতলা দোলমঞ্চ
-
পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি সম্প্রসারিত অংশ
-
প্রায় ১৫.২৪ মিটার দীর্ঘ মধ্যবর্তী অংশে বিশাল তোরণ
-
-
মন্দিরসমূহ:
-
পঞ্চরত্ন গোবিন্দ মন্দির
-
প্রাসাদের পেছনে ছোট দোচালা মন্দির
-
পশ্চিমে কুঁড়েঘর আকৃতির জগদ্ধাত্রী মন্দির
-
রাজবাড়ির প্রবেশপথে শিবমন্দির
-
-
অলঙ্করণ: চারপাশে পরিখাবেষ্টিত এলাকা, টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ
পুঠিয়া রাজবংশ:
-
প্রতিষ্ঠা: মুঘল সম্রাট আকবরের সময় (১৫৫৬-১৬০৫), পুঠিয়া লস্করপুর পরগনার অন্তর্ভুক্ত
-
প্রথম জমিদার: বৎসাচার্য, যিনি পুঠিয়ায় আশ্রম পরিচালনা করতেন এবং মানসিংহকে পরামর্শ দিয়ে আফগান জায়গীরদার লস্কর খানের সঙ্গে যুদ্ধে সাহায্য করেন
-
জমিদারী হস্তান্তর: বৎসাচার্য নিজের নামে না নিয়ে পুত্র পীতম্বর এর নামে বন্দোবস্ত নেন
-
জমিদারীর বৃদ্ধি: পীতম্বর জমিদারী সম্প্রসারণ করেন
-
উত্তরাধিকার: পীতম্বর নিঃসন্তান মৃত্যুর পর সহোদর নীলাম্বর জমিদারী প্রাপ্ত হন
-
উপাধি: সম্রাট জাহাঙ্গীর নীলাম্বরকে রাজা উপাধি প্রদান করেন
তথ্যসূত্র: পুঠিয়া উপজেলা ওয়েবসাইট ও বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'মোদের গরব' ভাস্কর্য কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
ঢাকা সেনানিবাসে
B
সোহরাওয়ার্দী উদ্যানে
C
টিএসসি চত্বরে
D
বাংলা একাডেমি
‘মোদের গরব’ হলো স্থপতি অখিল পাল দ্বারা নির্মিত একটি খ্যাতিমান ভাস্কর্য, যা বাংলাদেশের স্বাধীনতা ও ভাষা শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে।
-
ভাস্কর্যটি অবস্থিত ঢাকার বাংলা একাডেমী ভবনের সামনে
-
এটি ভাষা শহীদদের সম্মানে তৈরি করা হয়েছে
-
ধাতব মূর্তিতে ফুটে উঠেছে শহীদদের নাম—আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, শফিউর রহমান, আবুল বরকত
-
উদ্বোধন: ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি, তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড. ফখরুদ্দীন আহমদ অমর একুশে গ্রন্থমেলায় ভাস্কর্যটি উদ্বোধন করেন

0
Updated: 3 weeks ago
‘মনপুরা-৭০’ কী?
Created: 5 days ago
A
একটি উপজেলা
B
একটি নদী বন্দর
C
একটি উপন্যাস
D
একটি চিত্রশিল্প
‘মনপুরা ৭০’ শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি ঐতিহাসিক চিত্রকর্ম, যা ১৯৭০ সালের ১২ নভেম্বর ভোলার মনপুরা দ্বীপে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসকে কেন্দ্র করে নির্মিত। প্রায় ৬ ফুট দীর্ঘ স্ক্রলে আঁকা এই চিত্রে মানুষ ও গবাদিপশুর স্তূপাকার মৃতদেহ করুণ বাস্তবতায় তুলে ধরা হয়। এটি শুধু একটি চিত্রকর্ম নয়, বরং দুর্যোগ-পরবর্তী মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদী চিত্রভাষা।
জয়নুল আবেদিন নিজে দুর্গত এলাকা পরিদর্শনের পর এই শিল্পকর্মটি নির্মাণ করেন, যা আজও বাংলাদেশের শিল্প ও ইতিহাসে এক শক্তিশালী আবেগের প্রতীক।

0
Updated: 5 days ago
‘৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপল’ তথ্যচিত্রের নির্মাতা কে?
Created: 2 weeks ago
A
গীতা মেহতা
B
সৌমিত্র দস্তিদার
C
মীর সাব্বির
D
জাহিদুর রহমান
‘৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপলস’ তথ্যচিত্রটি বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত। তথ্যচিত্রটি তৈরি করেছেন কলকাতার নির্মাতা সৌমিত্র দস্তিদার এবং এটি ৪৪ মিনিট দীর্ঘ।

0
Updated: 2 weeks ago