জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন বিভাগে সবচেয়ে কম মানুষ বাস করে?
A
সিলেট
B
রংপুর
C
বরিশাল
D
খুলনা
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
-
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২।
-
এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
তথ্য সংগ্রহ ও গণনার পদ্ধতি:
-
তথ্য সংগ্রহ পদ্ধতি: CAPI (Computer Assisted Personal Interviewing)
-
গণনার পদ্ধতি: মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি
জনসংখ্যা:
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা: ঢাকা (১০,০৬৭ জন/বর্গকিমি)
-
সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা: রাঙ্গামাটি (১০৬ জন/বর্গকিমি)
বিভাগ অনুযায়ী জনসংখ্যা:
-
সবচেয়ে বেশি মানুষ বাস করে: ঢাকা বিভাগ (৪৫,৬৪,৪৫,৮৬ জন)
-
সবচেয়ে কম মানুষ বাস করে: বরিশাল বিভাগ (৯,৩২৫,৮২০ জন)
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: ঢাকা বিভাগ (২,১৫৬ জন/বর্গকিমি)
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম: বরিশাল বিভাগ (৬৮৮ জন/বর্গকিমি)
সিটি কর্পোরেশন অনুযায়ী:
-
সবচেয়ে বেশি জনসংখ্যা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (৫৯,৯০,৭২৩ জন)
-
সবচেয়ে কম জনসংখ্যা: বরিশাল সিটি কর্পোরেশন (৭,০৮,৫৭০ জন)
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (৩৯,৪০৬ জন/বর্গকিমি)
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম: রংপুর সিটি কর্পোরেশন (৩,৪৪৫ জন/বর্গকিমি)
তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 month ago
বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৭২ সালে
B
১৯৭৬ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৩ সালে
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
অনুষ্ঠিত হয়েছে ১৫–২১ জুন ২০২২ তারিখে।
-
এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
-
তথ্য সংগ্রহের জন্য CAPI (Computer Assisted Personal Interviewing) পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
-
মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
-
জনশুমারি প্রতি ১০ বছর অন্তর অনুষ্ঠিত হয়।
-
গণনাকৃত জনসংখ্যা: ১৬,৫১,৫৮,৬১৬ জন।
-
জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার: ১.১২%।
-
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৪ সালে।
উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)

0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি?
Created: 1 month ago
A
ত্রিপুরা
B
মারমা
C
চাকমা
D
গারো
-
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রাম বিভাগে (এ জনগোষ্ঠীর ৬০.০৪%)।
-
উপজাতির সংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।
-
বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
জনসংখ্যার পরিসংখ্যান:
-
চাকমা → ৪,৮৩,৩৬৫
-
মারমা → ২,২৪,২৯৯
-
ত্রিপুরা → ১,৫৬,৬২০
-
সাঁওতাল → ১,২৯,০৫৬
-
ওরাওঁ → ৮৫,৮৫৮
-
গারো → ৭৬,৮৫৪
তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
CATI
B
CAPI
C
PAPI
D
CAWI
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
-
অনুষ্ঠিত হয়েছে ১৫–২১ জুন ২০২২।
-
এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
-
তথ্য সংগ্রহে ব্যবহৃত পদ্ধতি: CAPI (Computer Assisted Personal Interviewing)।
-
মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
-
জনশুমারি সাধারণত ১০ বছর অন্তর অনুষ্ঠিত হয়।
-
গণনাকৃত জনসংখ্যা: ১৬,৫১,৫৮,৬১৬ জন।
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
-
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।
-
পুরুষ ও নারীর অনুপাত: ৯৮ : ১০০।
-
সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৬৬%।
-
২০২২ সালে খানার গড় আকার: ৩.৯৮।
-
উল্লেখ্য: বাংলাদেশে প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয়।

0
Updated: 1 week ago