'ঠাকুরমার ঝুলি' কে রচনা করেছেন? 

Edit edit

A

জর্জ আব্রাহাম গ্রিয়ারসন 

B

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 

C

দীনেশচন্দ্র সেন 

D

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

উত্তরের বিবরণ

img

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

বাংলা শিশুসাহিত্যের ইতিহাসে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এক অভিজাত ও অমর নাম। বিশেষ করে তিনি 'ঠাকুরমার ঝুলি' নামে একটি অনবদ্য গ্রন্থের জন্য বাঙালি পাঠক মহলে অত্যন্ত পরিচিত।

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জন্মগ্রহণ করেন ১৮৭৭ সালের ১৫ এপ্রিল (১২৮৪ বঙ্গাব্দ, ২ বৈশাখ) ঢাকা জেলার সাভারের উলাইল গ্রামের এক সম্ভ্রান্ত মিত্র মজুমদার পরিবারে।
১৯০১ সালে তিনি সম্পাদনা করেন মাসিক পত্রিকা 'সুধা', যা চার বছর ধরে মোট বিশ সংখ্যায় প্রকাশিত হয়।
তার প্রথম প্রকাশিত গ্রন্থ 'উত্থান' নামে একটি কাব্যগ্রন্থ, যা ১৯০২ সালে প্রকাশিত হয়।

তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে:

  • ঠাকুরমার ঝুলি

  • ঠাকুরদাদার ঝুলি

  • দাদা মশায়ের থলে

  • বাংলার সোনার ছেলে


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD