ম্যাজিনো লাইন
-
ফ্রান্স ও জার্মানির মধ্যে একটি সীমারেখা।
-
ফ্রান্সের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রথম বিশ্বযুদ্ধের পর নির্মিত।
-
সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে একটি অদম্য প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত হতো।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী এই লাইনকে পাশ কাটিয়ে প্রবেশ করতে সক্ষম হয়।
অপর সীমারেখা:
-
ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন
-
ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড
-
সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স
-
হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স
-
সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
উৎস: ওয়ার্ল্ড এটলাস