A
রাশিয়া
B
কানাডা
C
ফিনল্যান্ড
D
নরওয়ে
উত্তরের বিবরণ
নিশীথ সূর্যের দেশ
-
নরওয়ের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে সূর্য মাঝরাতেও অস্ত যায় না, যা প্রকৃতির একটি বিস্ময়।
-
এই ঘটনা দেশটিকে “নিশীথ সূর্যের দেশ” নামে পরিচিত করেছে।
ভূ-অবস্থান ও অক্ষাংশ:
-
নরওয়ের উত্তরাংশ আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত।
-
এই অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত এমন সময় দেখা যায় যখন সূর্য একেবারেই অস্ত যায় না।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 6 days ago