তিব্বত মালভূমি
-
তিব্বত মালভূমি পৃথিবীর “ছাদ” (Roof of the World) উপাধিতে পরিচিত।
-
গড় উচ্চতা: ১৪,৮০০ ফুটের বেশি।
-
উচ্চ পর্বতমালায় বেষ্টিত:
-
উত্তরে: কুনলুন ও সংশ্লিষ্ট পর্বতমালা
-
উত্তর-পূর্বে: চিলিয়ান পর্বতমালা
-
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে: হিমালয় ও কারাকোরাম পর্বতমালা
-
-
এই মালভূমিতে আর্কটিক ও আন্টার্কটিকা বাদে পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির সংরক্ষণ রয়েছে।
-
এজন্য একে বলা হয় “পৃথিবীর তৃতীয় মেরু” (Third Pole)।
অপরদিকে:
-
আল্টিপ্লানো মালভূমি, দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অংশে অবস্থিত, দুইটি আন্দিজ পর্বতমালার মাঝে।
-
গড় উচ্চতা: ১২,৩০০ ফুট, এবং এটি তিব্বতের বাইরে বিশ্বের অন্যতম বিস্তৃত উচ্চ মালভূমি।
উৎস: ওয়ার্ল্ড এটলাস