'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?
A
হাসান আজিজুল হক
B
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C
কাজী মোতাহার হোসেন
D
হুমায়ুন আজাদ
উত্তরের বিবরণ
হুমায়ুন আজাদ
-
তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল এলাকায় জন্মগ্রহণ করেন।
-
ছিলেন একজন প্রতিষ্ঠিত লেখক ও অধ্যাপক।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার' ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
-
২০০৪ সালের ১২ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থসমূহ:
-
অলৌকিক ইস্টিমার (প্রথম কাব্যগ্রন্থ)
-
কাফনে মোড়া অশ্রুবিন্দু
-
জ্বলো চিতাবাঘ
-
সব কিছু নষ্টদের অধিকারে যাবে
-
যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল
-
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে
তার রচিত উপন্যাসসমূহ:
-
আব্বুকে মনে পড়ে
-
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
-
সব কিছু ভেঙে পড়ে
-
শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার
-
রাজনীতিবিদগণ
-
কবি অথবা দণ্ডিত পুরুষ
-
পাক সার জমিন সাদ বাদ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
হুমায়ুন আজাদের রচিত “সব কিছু নষ্টদের অধিকারে যাবে” কি ধরনের রচনা?
Created: 1 month ago
A
প্রবন্ধ
B
উপন্যাস
C
কবিতা
D
নাটক
হুমায়ুন আজাদের রচিত “সব কিছু নষ্টদের অধিকারে যাবে” এটি একটি কবিতা।
হুমায়ুন আজাদ:
- হুমায়ুন আজাদ ছিলেন একজন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক ও ভাষাবিজ্ঞানী।
- তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখালে জন্মগ্রহণ করেন।
- তার সাহিত্যজীবনের শুরু হয় কাব্যরচনার মাধ্যমে।
কবিতা:
- অলৌকিক ইস্টিমার (প্রথম কাব্যগ্রন্থ),
- কাফনে মোড়া অশ্রুবিন্দু,
- জ্বলো চিতাবাঘ,
- সব কিছু নষ্টদের অধিকারে যাবে,
- যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল, ইত্যাদি।
উপন্যাসসমূহ:
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
- সবকিছু ভেঙে পড়ে,
- রাজনীতিবিদগণ,
- পাক সার জমিন সাদ বাদ, ইত্যাদি।
0
Updated: 1 month ago
‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
Created: 5 months ago
A
হাসান হাফিজুর রহমান
B
বেগম সুফিয়া কামাল
C
মুনীর চৌধুরী
D
আবুল বরকত
একুশে ফেব্রুয়ারী সংকলন:
১৯৫৩ সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রথমবারের মতো 'একুশে ফেব্রুয়ারি' শীর্ষক একটি সাহিত্য সংকলন প্রকাশ পায়। এই সংকলনে একুশে ফেব্রুয়ারীর বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা, গান, নকশা ও ঐতিহাসিক বিষয়ভিত্তিক রচনাসমূহ স্থান পেয়েছিল।
উক্ত সংকলনটি ১৯৫৩ সালে বামপন্থী বিশিষ্ট রাজনৈতিক কর্মী মোহাম্মদ সুলতানের তত্ত্বাবধানে ‘পুথিপত্র’ থেকে প্রকাশিত হয়।
সংকলনের মধ্যে রয়েছে বিখ্যাত গানটি—
“আমার ভাইয়ের রক্তে রাঙানো / একুশে ফেব্রুয়ারি / আমি কি ভুলিতে পারি” — যা প্রথমবার এ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল।
তবে প্রকাশের মাত্র তিন সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার এই সংকলন বাজেয়াপ্ত করে।
হাসান হাফিজুর রহমান:
হাসান হাফিজুর রহমান ১৯৩২ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি ভাষা আন্দোলন বিষয়ক প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ এর সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্রের সম্পাদক হিসেবেও পরিচিত।
হাসান হাফিজুর রহমানের রচিত প্রবন্ধসমূহ:
-
আধুনিক কবি ও কবিতা
-
মূল্যবোধের জন্য
-
সাহিত্য প্রসঙ্গ
-
আলোকিত গহ্বর
হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থসমূহ:
-
বিমুখ প্রান্তর
-
প্রতিবিম্ব
-
আর্ত শব্দাবলী
-
অন্তিম শহরের মতো
-
যখন উদ্যত সঙ্গীন
-
ভবিতব্যের বাণিজ্য তরী
-
শোকার্ত তরবারী
হাসান হাফিজুর রহমানের গল্প:
-
আরো দুটি মৃত্যু
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত-
Created: 5 months ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
নাটক
D
প্রবন্ধগ্রন্থ
হাসান আজিজুল হক
জন্ম: ১৯৩৯, বর্ধমান, পশ্চিমবঙ্গ।
বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হাসান আজিজুল হক তাঁর গভীর জীবনবোধ ও তীক্ষ্ণ সমাজচেতনার জন্য পরিচিত। তিনি মূলত একজন কথাসাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
উপন্যাসসমূহ:
-
আগুনপাখি
-
সাবিত্রী উপাখ্যান
-
শিউলি
-
বৃত্তায়ন
গল্পগ্রন্থসমূহ:
-
আমরা অপেক্ষা করেছি
-
আত্মজা ও একটি করবী গাছ
-
নামহীন গোত্রহীন
-
পাতালে হাসপাতালে
-
সমুদ্রের স্বপ্ন
-
শীতের অরণ্য
-
জীবন ঘষে আগুন প্রভৃতি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 5 months ago