A
বুড় শালিকের ঘাড়ে রোঁ
B
একেই কী বলে সভ্যতা
C
সধবার একাদশী
D
বিয়ে পাগলা বুড়ো
উত্তরের বিবরণ
বুড় শালিকের ঘাড়ে রোঁ
-
এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি প্রহসন।
-
প্রাথমিকভাবে এ প্রহসনের নাম ছিল 'ভগ্ন-শিবমন্দির'।
-
এই উপভোগ্য প্রহসনের মূল কাহিনী এক লম্পট জমিদারের বেয়াদব আচরণ এবং দরিদ্র প্রজাদের দ্বারা তার উচিত শিক্ষা প্রদানের ওপর ভিত্তি করে।
-
উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছেন: ভক্তপ্রসাদ বাবু, পঞ্চানন বাচস্পতি, গদাধর, পুঁটি, ফতেমা, ভগী, হানিফ, গাজি প্রমুখ।
মাইকেল মধুসূদন দত্ত
-
তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
-
বাংলা সাহিত্যের মহাকবি, নাট্যকার, বাংলাভাষায় সনেটের প্রবক্তা এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হিসেবে তিনি পরিচিত।
-
‘মাইকেল’ নামটি ইংরেজি হলেও এর উৎস হিব্রু ভাষার ‘মিখাইল’ শব্দ।
-
মাত্র ১৯ বছর বয়সে, ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
-
১৮৪৮ সালের ৩১ জুলাই তিনি রেবেকা মেকটাভিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তাঁর রচিত প্রহসনসমূহ
-
একেই কি বলে সভ্যতা
-
বুড় শালিকের ঘাড়ে রোঁ
অতিরিক্ত তথ্য
-
বিয়ে পাগলা বুড়ো ও সধবার একাদশী প্রহসনের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago