A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
No subjects available.
উত্তরের বিবরণ
Lady Macbeth’s Sleepwalking Line – Act 5, Scene 1
-
Scene: Act 5, Scene 1 – Lady Macbeth is sleepwalking.
-
Behavior: She obsessively tries to wash imagined blood of King Duncan from her hands.
-
Significance: The line reveals her overwhelming guilt and psychological torment over the murders.

0
Updated: 6 days ago
Wuthering Heights is a ______ by Emily Bronte.
Created: 1 week ago
A
satire
B
poem
C
short story
D
novel
Wuthering Heights
Novelist: Emily Brontë
-
Wuthering Heights উপন্যাসটি লেখা হয়েছে Emily Brontë দ্বারা।
-
প্রকাশকাল: ১৮৪৭ সালে।
-
লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস।
Summary
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক।
-
Heathcliff অন্যের আশ্রয়ে বেড়ে ওঠে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সাথে প্রেমে পড়েন।
-
Catherine অন্যের সঙ্গে বিয়ে করলে Heathcliff হারানো এবং ক্ষোভপূর্ণ হয়ে ফিরে আসে।
-
ফিরে আসার পর Heathcliff ধন সম্পদ অর্জন করে এবং Wuthering Heights ক্রয় করে।
-
সে Catherine-এর পরিবার এবং প্রাক্তন প্রেমিকদের প্রতি প্রতিশোধ নেয়।
-
পরবর্তীতে Catherine মারা যায়, তার ভাই Hindley ও মারা যায়।
-
কাহিনী প্রজন্মের মাধ্যমে এগিয়ে যায়, এবং Heathcliff-এর সন্তানও শেষ পর্যায়ে গল্পে যুক্ত হয়।
Main Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (central character)
-
Lockwood
Emily Brontë (1818–1848)
-
Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস, যা মূলত তার পরিচয় স্থাপন করে।
-
মাত্র ৩০ বছর বয়সে মারা যান।
Notable Works
-
Wuthering Heights
-
Poems by Currer, Ellis, and Acton Bell
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago
Why is the Porter scene placed after Duncan’s murder?
Created: 2 weeks ago
A
To add irony to the murder
B
To mark the castle as a place of sin
C
To compare Macbeth’s castle to hell
D
To symbolically open the gates of hell
Porter মজার ছলে নিজেকে নরকের প্রহরী বলে, যা প্রতীকীভাবে Macbeth-এর দুর্গকে নরকের রূপ দেয়। অন্য বিকল্পগুলোও কাছাকাছি হলেও মূল বিষয় হলো দুর্গকে সরাসরি নরকের সঙ্গে তুলনা করা।

0
Updated: 2 weeks ago
Bertrand Russell is best known for his work in –
Created: 2 weeks ago
A
Romantic poetry
B
Historical novels
C
Philosophy and logic
D
Political speeches
Bertrand Russell (1872–1970)
-
পূর্ণ নাম: Bertrand Arthur William Russell
-
ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ ও সমাজ সংস্কারক
-
Analytic philosophy আন্দোলনের প্রবর্তক
-
Logic, epistemology ও philosophy of mathematics-এ অসামান্য অবদান
-
শিক্ষাগত পটভূমি: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ (দর্শন ও গণিত)
-
নোবেল পুরস্কার (সাহিত্য): 1950
প্রধান রচনা:
-
Mysticism and Logic
-
History of Modern Philosophy
-
The Analysis of Mind
-
Authority and the Individual
-
The Future of Mankind

0
Updated: 2 weeks ago