কায়কোবাদের উপাধি কোনটি?
A
কাব্যভূষণ
B
হাবু শর্মা
C
কবিকঙ্কন
D
কবিকণ্ঠহার
উত্তরের বিবরণ
কাজেম আল কোরায়েশী (ছদ্মনাম: কায়কোবাদ) এর উপাধি — কাব্যভূষণ
-
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরায়েশী।
-
'কায়কোবাদ' ছিল তার সাহিত্যিক ছদ্মনাম।
-
তিনি বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা হিসেবে পরিচিত।
-
মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়।
-
নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে সম্মানিত করা হয়।
কায়কোবাদ-এর কাব্যগ্রন্থসমূহ:
-
কুসুমকানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান
-
শিবমন্দির
-
অমিয়ধারা
-
শ্মশানভস্ম
-
মহরম শরীফ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
'বনফুল' কার ছদ্মনাম?
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
বলাইচাঁদ মুখোপাধ্যায়
C
যতীন্দ্রমোহন বাগচী
D
মোহিতলাল মজুমদার
বাংলা সাহিত্যে অনেক সাহিত্যিকই তাঁদের লেখালেখির জন্য বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেছেন। যেমন, বলাইচাঁদ মুখোপাধ্যায় সাহিত্যজগতে পরিচিত ছিলেন ‘বনফুল’ নামেই, যা ছিল তাঁর জনপ্রিয় ছদ্মনাম।
তেমনি প্রমথ চৌধুরীও তাঁর সাহিত্যচর্চায় ‘বীরবল’ ছদ্মনামটি গ্রহণ করেছিলেন। অন্যদিকে, মোহিতলাল মজুমদার সমালোচনাধর্মী লেখায় একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন—এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’ এবং ‘শ্রী সত্যসুন্দর দাস’।
তথ্যসূত্র: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
প্রমেন্দ্র মিত্র এর ছদ্মনাম ছিলো-
Created: 4 weeks ago
A
কাঙাল হরিনাথ
B
কালকূট
C
কৃত্তিবাস ভদ্র
D
জরাসন্ধ
প্রেমেন্দ্র মিত্র
-
কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক
-
জন্ম: সেপ্টেম্বর ১৯০৪, কাশী (পৈতৃক নিবাস: বৈকুণ্ঠপুর, দক্ষিণ চব্বিশ পরগণা)
-
কল্লোল পত্রিকার নিয়মিত লেখক
-
প্রথম প্রকাশিত গল্প: ‘শুধু কেরাণী’ ও ‘গোপন চারিণী’ (প্রবাসী, ১৯২৩) → আলোচিত হয়ে সাহিত্যজগতে খ্যাতি অর্জন
-
সাহিত্যজীবনের প্রথমে ছদ্মনাম: কৃত্তিবাস ভদ্র
অন্য সাহিত্যিকদের ছদ্মনাম:
-
চারুচন্দ্র চক্রবর্তী → জরাসন্ধ
-
সমরেশ বসু → কালকূট
-
হরিনাথ মজুমদার → কাঙাল হরিনাথ

0
Updated: 4 weeks ago
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
Created: 4 weeks ago
A
নীল লোহিত
B
কমলাকান্ত
C
বীরবল
D
সুনন্দ
সুনীল গঙ্গোপাধ্যায়
-
প্রধান ছদ্মনাম: নীল লোহিত
-
অন্যান্য ছদ্মনাম:
-
নীল উপাধ্যায়
-
সনাতন পাঠক
-
অন্য সাহিত্যিকদের ছদ্মনাম:
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় → কমলাকান্ত
-
প্রমথ চৌধুরী → বীরবল
-
নারায়ণ গঙ্গোপাধ্যায় → সুনন্দ

0
Updated: 4 weeks ago