A
পানামা
B
কিউবা
C
ফিলিপাইনস
D
ইন্দোনেশিয়া
উত্তরের বিবরণ
কিউবা: বিশ্ব চিনি ভাণ্ডার
-
কিউবাকে বলা হয় “বিশ্বের চিনি ভাণ্ডার”, কারণ এখানে বিশাল আখ চাষ, ঐতিহাসিক চিনি উৎপাদন এবং রপ্তানি নির্ভর অর্থনীতি বিদ্যমান।
-
প্রধান অর্থকরী ফসল: আখ
-
দেশের উষ্ণ আবহাওয়া ও উর্বর মাটি আখ চাষের জন্য অত্যন্ত উপযোগী।
-
১৮শ ও ১৯শ শতাব্দীতে কিউবা ছিল বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ।
-
উপনিবেশিক যুগে স্প্যানিশরা কিউবায় ব্যাপকভাবে আখ চাষ শুরু করে এবং তা ইউরোপে রপ্তানি করত।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 6 days ago
সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত-
Created: 6 days ago
A
শ্রীলঙ্কা
B
থাইল্যান্ড
C
মিয়ানমার
D
কম্বোডিয়া
সোনালী প্যাগোডার দেশ
-
মিয়ানমারে অসংখ্য সোনালী রঙের প্যাগোডা ও স্তূপ আছে, যা দেশটির ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক।
-
এই বিস্ময়কর স্থাপত্যিক ঐতিহ্যের কারণে দেশটিকে বলা হয় “Land of Golden Pagodas”।
ভৌগলিক উপনাম
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
লিলি ফুলের দেশ: কানাডা
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
সিল্ক রুটের দেশ: ইরান
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
তামার দেশ: জাম্বিয়া
-
পিরামিডের দেশ: মিশর
-
প্রাচীরের দেশ: চীন
-
ভূমিকম্পের দেশ: জাপান
উৎস: Britannica.com

0
Updated: 6 days ago
বাংলাদেশের কোন বিভাগে বহুমাত্রিক দারিদ্র্যের হার সর্বোচ্চ? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
সিলেট
B
বরিশাল
C
রংপুর
D
ময়মনসিংহ
বহুমাত্রিক দারিদ্র্যের হার: - বাংলাদেশে প্রথমবারের মতো বিবিএসের ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য ব্যবহার করে বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) নিরূপণ করা হয়েছে। - এমপিআই প্রতিবেদনে দেখা গেছে, দেশে ২৪ দশমিক শূন্য ৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে, যা সংখ্যায় প্রায় ৩ কোটি ৯৮ লাখ। - গ্রামীণ এলাকায় এই হার ২৬ দশমিক ৯৬ শতাংশ, আর শহরে ১৩ দশমিক ৪৮ শতাংশ। - সিলেট বিভাগে এই দারিদ্র্যের হার সর্বোচ্চ, ৩৭ দশমিক ৭০ শতাংশ। - আর পাঁচটি জেলায় ৪০ শতাংশেরও বেশি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। - জেলাগুলো হলো বান্দরবান, কক্সবাজার, সুনামগঞ্জ, রাঙামাটি ও ভোলা। উল্লেখ্য, - বহুমাত্রিক দারিদ্র্য হলো দারিদ্র্য পরিমাপের একটি বিস্তৃত পদ্ধতি, যা শুধু আয় বা ভোগের মতো একক মাত্রার বাইরে গিয়ে দারিদ্র্যকে তার বিভিন্ন দিক থেকে বুঝতে সাহায্য করে। - বাংলাদেশের এ সূচকে তিনটি মাত্রা অন্তর্ভুক্ত রয়েছে। যাতে জীবনযাত্রার মান, শিক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক অবস্থা পর্যালোচনা করা হয়েছে। - এই মাত্রাগুলোকে ১১টি আলাদা সূচকে ভাগ করা হয়েছে। - যেমন জীবনযাত্রার মানের মধ্যে রয়েছে—বিদ্যুৎ, স্যানিটেশন, খাওয়ার পানি, বাসস্থান, রান্নার জ্বালানি, সম্পদ এবং ইন্টারনেট সংযোগ।
বহুমাত্রিক দারিদ্র্যের হার:
- বাংলাদেশে প্রথমবারের মতো বিবিএসের ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য ব্যবহার করে বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) নিরূপণ করা হয়েছে। - এমপিআই প্রতিবেদনে দেখা গেছে, দেশে ২৪ দশমিক শূন্য ৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে, যা সংখ্যায় প্রায় ৩ কোটি ৯৮ লাখ।
- গ্রামীণ এলাকায় এই হার ২৬ দশমিক ৯৬ শতাংশ, আর শহরে ১৩ দশমিক ৪৮ শতাংশ।
- সিলেট বিভাগে এই দারিদ্র্যের হার সর্বোচ্চ, ৩৭ দশমিক ৭০ শতাংশ।
- আর পাঁচটি জেলায় ৪০ শতাংশেরও বেশি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার।
- জেলাগুলো হলো বান্দরবান, কক্সবাজার, সুনামগঞ্জ, রাঙামাটি ও ভোলা।
উল্লেখ্য,
- বহুমাত্রিক দারিদ্র্য হলো দারিদ্র্য পরিমাপের একটি বিস্তৃত পদ্ধতি, যা শুধু আয় বা ভোগের মতো একক মাত্রার বাইরে গিয়ে দারিদ্র্যকে তার বিভিন্ন দিক থেকে বুঝতে সাহায্য করে।
- বাংলাদেশের এ সূচকে তিনটি মাত্রা অন্তর্ভুক্ত রয়েছে। যাতে জীবনযাত্রার মান, শিক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক অবস্থা পর্যালোচনা করা হয়েছে।
- এই মাত্রাগুলোকে ১১টি আলাদা সূচকে ভাগ করা হয়েছে।
- যেমন জীবনযাত্রার মানের মধ্যে রয়েছে—বিদ্যুৎ, স্যানিটেশন, খাওয়ার পানি, বাসস্থান, রান্নার জ্বালানি, সম্পদ এবং ইন্টারনেট সংযোগ।

0
Updated: 1 week ago
বর্তমানে কোন দেশ বৈশ্বিক সেমিকন্ডাক্টর উৎপাদনে শীর্ষস্থানীয়? [ আগস্ট, ২০২৫]
Created: 6 days ago
A
চীন
B
দক্ষিণ কোরিয়া
C
জাপান
D
তাইওয়ান
তাইওয়ান: শীর্ষ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ
-
তাইওয়ান বর্তমানে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ।
-
দেশের প্রযুক্তিগত অগ্রগতি, দক্ষ শ্রমশক্তি এবং উচ্চ মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়া একে বিশ্ব সেমিকন্ডাক্টর বাজারে শীর্ষে স্থাপন করেছে।
-
মূল কারণ: TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) হলো বিশ্বের সবচেয়ে বড় এবং উন্নত চিপ নির্মাতা কোম্পানি।
-
TSMC-এর গ্রাহকরা অন্তর্ভুক্ত: অ্যাপল, এনভিডিয়া, কুয়ালকম, এএমডি, ইন্টেল, টেসলা ইত্যাদি।
-
TSMC একাই বিশ্বের ৫৬%-এর বেশি কাস্টম চিপ (Foundry) উৎপাদন করে।
উৎস: World Population Review [লিঙ্ক]

0
Updated: 6 days ago