A
5
B
6
C
3
D
7
No subjects available.
উত্তরের বিবরণ
Hamlet’s Soliloquies
-
Hamlet delivers seven soliloquies in the play:
-
O that this too too sullied flesh would melt
-
O all you host of heaven
-
O, what a rogue and peasant slave am I
-
To be, or not to be
-
'Tis given out that, sleeping, I was murdered
-
Now might I do it pat
-
How all occasions do inform against me
-
-
These soliloquies reveal:
-
Hamlet’s inner thoughts
-
His emotional state
-
His evolving understanding of his situation
-

0
Updated: 6 days ago
What is the meaning of the underlined phrase? I can not put up with her demands and high hopes.
Created: 2 weeks ago
A
To make a plan
B
To help or assist
C
To tolerate or endure
D
To agree or accept
• Correct answer: To tolerate or endure.
-
Full Sentence: I can not put up with her demands and high hopes.
Put up with (Phrase)
-
Bangla Meaning: সহ্য করা; বিনা প্রতিবাদে মেনে নেওয়া
-
English Meaning: to fail to prevent (some behavior on someone's part) especially from neglect or indifference
Tolerate (Verb)
-
Bangla Meaning: বিনা প্রতিবাদে মেনে নেওয়া বা সহ্য করা; বরদাস্ত করা
-
English Meaning: to put up with
• Other options:
ক) To make a plan
-
একটি পরিকল্পনা তৈরি করা
খ) To help or assist
-
সাহায্য করা বা সহায়তা করা
ঘ) To agree or accept
-
একমত হওয়া বা গ্রহণ করা
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
Who is the author of 'India Wins Freedom'?
Created: 2 weeks ago
A
Abul Kalam Azad
B
Moulana Akram Khan
C
J. L. Nehru
D
Mahatma Gandhi
India Wins Freedom
-
রচয়িতা: Maulana Abul Kalam Azad
-
ধরণ: Autobiography
-
প্রকাশনা: মৃত্যুর পর প্রকাশিত
-
পুরস্কার: 1992 সালে ভারতরত্ন (মরণোত্তর)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
Maulana Abul Kalam Azad
-
জন্ম: 11 নভেম্বর 1888, মক্কা (বর্তমান সৌদি আরব)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
-
পরিচয়: ভারতীয় ইসলামি ধর্মতত্ত্ববিদ ও স্বাধীনতা আন্দোলনের নেতা

0
Updated: 2 weeks ago
Which daughter truly loves Lear?
Created: 3 weeks ago
A
Goneril
B
Regan
C
Cordelia
D
Ophelia
Cordelia-ই হলেন সেই কন্যা যিনি প্রকৃতভাবে রাজা লিয়ারকে ভালোবাসতেন।
-
নাটক "King Lear"-এ রাজা লিয়ার তাঁর তিন কন্যার মধ্যে উত্তরাধিকার ভাগ করে দিতে চান এই শর্তে যে, কে তাকে কতটা ভালোবাসে তা প্রকাশ করবে।
-
Goneril ও Regan চাটুকারিতাপূর্ণ ও মিথ্যা ভালোবাসার কথা বলে রাজাকে প্রভাবিত করে।
-
কিন্তু Cordelia সত্যবাদী ও সংযত স্বভাবের ছিলেন। তিনি বলেন,
"I love your majesty according to my bond; no more nor less."
অর্থাৎ, তিনি পিতার প্রতি তাঁর কন্যার দায়িত্ববোধ অনুযায়ী ভালোবাসেন – এর বেশি বা কম নয়।
Lear তার কথায় রাগ করে তাকে ত্যাগ করেন। কিন্তু নাটকের শেষভাগে দেখা যায়, বিপদের সময় Cordelia-ই ফিরে এসে রাজা লিয়ারকে উদ্ধার করতে চান, যা প্রমাণ করে যে তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও আন্তরিক।
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Goneril ও Regan: কৃত্রিম ভালোবাসা দেখিয়ে তারা রাজ্যের একাংশ দখল করে নেয় এবং পরবর্তীতে লিয়ারের প্রতি নিষ্ঠুরতা দেখায়।
-
Ophelia: তিনি Hamlet নাটকের চরিত্র, King Lear-এ নয়। সুতরাং প্রাসঙ্গিক নন।
সারাংশ: Cordelia একমাত্র কন্যা যিনি রাজা লিয়ারকে সত্যিকারের ভালোবাসতেন – বিনা স্বার্থে, বিনা ভানেভণিতে।

1
Updated: 3 weeks ago