A
She is poisoned by Claudius.
B
She is stabbed by a stray sword during a fight.
C
She dies of a broken heart in her chambers.
D
She drowns in a river.
No subjects available.
উত্তরের বিবরণ
In Act 4, Scene 7 of Hamlet, Queen Gertrude delivers a poetic and sorrowful account of Ophelia's death. She explains that, in her grief-stricken madness following Polonius's murder by Hamlet, Ophelia was at a riverbank making garlands of flowers.
While climbing a willow tree, a branch broke, causing her to fall into the water. At first, her clothes kept her afloat, and she sang fragments of old songs, seemingly unaware of the danger. Eventually, however, her waterlogged garments pulled her under, leading to her death.

0
Updated: 6 days ago
Which Bennet daughter elopes with Wickham?
Created: 20 hours ago
A
Jane
B
Elizabeth
C
Lydia
D
Kitty
Lydia Bennet পরিবারের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেপরোয়া মেয়ে। তার বয়স কম, কিন্তু সে ফ্লার্ট এবং বাহুল্য জীবন ভালোবাসে। Wickham-এর সঙ্গে পালিয়ে গিয়ে সে পুরো পরিবারের সম্মান নষ্ট করে। Austen দেখাতে চান—অভিভাবকের অবহেলা (Mr. Bennet-এর দায়িত্বহীনতা, Mrs. Bennet-এর বোকামি) কীভাবে বিপদ ডেকে আনে। শেষ পর্যন্ত Darcy অর্থ ও প্রভাব খাটিয়ে Wickham-কে বিয়ে করতে বাধ্য করে। এতে Bennet পরিবারের মান রক্ষা হয়। Lydia–Wickham-এর বিয়ে দেখায় irresponsible marriage।

0
Updated: 20 hours ago
P.B. Shelley's 'Adonais' is an elegy on the death of-
Created: 1 month ago
A
John Milton
B
S.T. Coleridge
C
John Keats
D
Lord Byron
Adonais
-
Adonais হলো বিখ্যাত ইংরেজি কবি P. B. Shelley-এর লেখা একটি কবিতা।
-
এটি একটি pastoral elegy বা গ্রামীণ পরিবেশভিত্তিক শোকগাথা, যেখানে কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়।
-
এই কবিতাটি তিনি লিখেছিলেন তার প্রিয় বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য।
-
Adonais নামটি এসেছে গ্রীক পুরাণ থেকে; সেখানে তিনি ছিলেন এক তরুণ বীর।
-
কবিতাটিতে দেখা যায়, Keats-এর মৃত্যুতে শুধু মানুষ নয়, প্রকৃতি ও দেবতাদেরকেও শোক প্রকাশে আহ্বান করা হয়েছে।
-
এই কবিতাটি অনেক সময় John Milton এর বিখ্যাত elegy "Lycidas"-এর সাথে তুলনা করা হয়।
P. B. Shelley
-
Percy Bysshe Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক যুগের কবি।
-
তিনি ভালোবাসা ও সমাজের ন্যায়বিচার নিয়ে কবিতা লিখতেন।
-
তার স্ত্রীর নাম ছিল Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা।
Shelley-এর কিছু বিখ্যাত রচনা
-
Adonais (শোকগাথা কবিতা)
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (নাটক)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (নাটক)
-
The Cloud
-
The Masque of Anarchy
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 1 month ago
She sings better than her sister. Here, 'Better' is a/an -
Created: 1 week ago
A
noun
B
verb
C
adverb
D
adjective
Correct Answer: adverb
ব্যাখ্যা:
-
বাক্যে "better" শব্দটি verb 'sings' কে modify করছে।
-
প্রশ্ন করা যায়: "She sings how?" — উত্তর: better
-
অর্থাৎ, সে কীভাবে গান গায় — তার মান বা উপায় বোঝাচ্ছে।
-
তাই এখানে 'better' হলো comparative adverb of manner (ক্রিয়ার তুলনামূলক রূপে ব্যবহৃত manner নির্দেশক ক্রিয়া বিশেষণ)।
-
সুতরাং, বাক্যে 'better' হলো adverb।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) Noun: 'Better' এখানে কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার নাম নয়, তাই noun নয়।
-
খ) Verb: 'Better' নিজে কোনো কাজ করছে না, বরং ক্রিয়াকে modify করছে।
-
ঘ) Adjective: যদি বাক্য হতো: "She is a better singer", তখন 'better' হতো adjective, কারণ 'singer' নামের মান বোঝাচ্ছে।

0
Updated: 1 week ago