টাকায় পাঁচটি করে আম ক্রয় করে টাকায় চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
A
১৭.৫৩%
B
২৫%
C
৫১.৫২%
D
১৫%
উত্তরের বিবরণ
প্রশ্ন: টাকায় পাঁচটি করে আম ক্রয় করে টাকায় চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমাধান:
৫টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১ টি আমের ক্রয়মূল্য ১/৫ = ০.২০ টাকা
আবার,
৪টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/৪ = ০.২৫ টাকা
সুতরাং লাভ হচ্ছে = ০.২৫ - ০.২০ টাকা = ০.০৫ টাকা
সুতরাং শতকরা লাভ (০.০৫/০.২০) × ১০০% = ২৫%

0
Updated: 1 month ago
কোনো আসল ৪ বছরে সুদে-আসলে ৮০০০ টাকা, যেখানে সুদ, আসলের ১/৪ অংশ। সুদের বার্ষিক হার কত?
Created: 2 weeks ago
A
১২.৫%
B
১৭.৩৩%
C
৬.২৫%
D
৮.৭৫%
সমাধান:
আসল = P
সময়,n = ৪ বছর
সুদ = আসলের ১/৪ অংশ = (১/৪) × P
মোট টাকা (সুদ + আসল) = ৮০০০ টাকা
অর্থাৎ,
P + (১/৪)P = ৮০০০
⇒ P(১ + ১/৪) = ৮০০০
⇒ P(৫/৪) = ৮০০০
⇒ P = (৮০০০ × ৪)/৫
∴ P = ৬৪০০ টাকা
∴ সুদ = (১/৪) × ৬৪০০ = ১৬০০ টাকা
আমরা জানি,
SI = (P × r × n)/১০০
⇒ ১৬০০ = (৬৪০০ × r × ৪)/১০০
⇒ ১৬০০ = ২৫৬ × r
⇒ r = ১৬০০/২৫৬
∴ r = ৬.২৫
∴ বার্ষিক সুদের হার ৬.২৫%।

0
Updated: 2 weeks ago
Two numbers P and Q are such that the sum of 10% of P and 15% of Q is three-fourths of the sum of 20% of P and 18% of Q. Find the ratio of P : Q.
Created: 1 month ago
A
10 : 3
B
3 : 7
C
5 : 12
D
3 : 10
Question: Two numbers P and Q are such that the sum of 10% of P and 15% of Q is three-fourths of the sum of 20% of P and 18% of Q. Find the ratio of P : Q.
Solution:
10% of P + 15% of Q = 3/4 × (20% of P + 18% of Q)
⇒ 10P/100 + 15Q/100 = 3/4 × (20P/100 + 18Q/100)
⇒ P/10 + 3Q/20 = 3/4 × (P/5 + 9Q/50)
⇒ 2P/20 + 3Q/20 = 3/4 × (10P + 9Q)/50
⇒ (2P + 3Q)/20 = (30P + 27Q)/200
⇒ 10(2P + 3Q) = 30P + 27Q
⇒ 20P + 30Q = 30P + 27Q
⇒ 30Q - 27Q = 30P - 20P
⇒ 3Q = 10P
⇒ P/Q = 3/10
∴ P : Q = 3 : 10

0
Updated: 1 month ago
৫ বছরে একটি নির্দিষ্ট হার সরল মুনাফায় ৫০০০ টাকা মুনাফা-আসলে ৮২৫০ টাকা হয়। যদি মুনাফার হার আরো ২% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন মুনাফার হার কত হবে?
Created: 2 weeks ago
A
১৭%
B
১২%
C
১৩%
D
১৫%
সমাধান:
আসল, P = ৫০০০ টাকা
মুনাফা-আসল = ৮২৫০ টাকা
মুনাফা, I = (৮২৫০ - ৫০০০) টাকা
= ৩২৫০ টাকা
সময়, n = ৫ বছর
আমরা জানি
I = Pnr
বা, r = I/Pn
বা, r = (৩২৫০ × ১০০)/(৫০০০ × ৫)
∴ r = ১৩%
∴ মুনাফার হার ২% বৃদ্ধিতে, নতুন মুনাফার হার = (১৩ + ২)% = ১৫%

0
Updated: 2 weeks ago