একটি মোবাইল ফোনের দাম ১৮০০০ টাকা। যদি ভ্যাটের পরিমাণ ৭.৫% হয়, তবে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?
A
১৩৫০ টাকা
B
১২২০ টাকা
C
১৫৬০ টাকা
D
১২৮০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি মোবাইল ফোনের দাম ১৮০০০ টাকা। যদি ভ্যাটের পরিমাণ ৭.৫% হয়, তবে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?
সমাধান:
১০০ টাকা ভ্যাট দিতে হয় ৭.৫ টাকা
∴ ১ টাকা ভ্যাট দিতে হয় = ৭.৫/১০০ টাকা
∴ ১৮০০০ টাকা ভ্যাট দিতে হয় = (৭.৫ × ১৮০০০)/১০০ = ১৩৫০ টাকা

0
Updated: 1 month ago
৭৫ টাকায় ১৫ টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
Created: 4 weeks ago
A
৫%
B
১০%
C
১৫%
D
২০%
প্রশ্ন: ৭৫ টাকায় ১৫ টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমাধান:
এখানে,
১৫ টি বলপেনের ক্রয়মূল্য = ৭৫ টাকা
এবং ১৫ টি বিক্রয়মূল্য = ৯০ টাকা
ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে।
∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (৯০ - ৭৫) টাকা
= ১৫ টাকা
৭৫ টাকায় লাভ হয় = ১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১৫/৭৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১৫ × ১০০)৭৫ টাকা
= ২০ টাকা
∴ শতকরা লাভ = ২০% ।

0
Updated: 4 weeks ago
A man buys an article for 25% more than its value and sells it for 20% less than its value. His gain or loss percentage is –
Created: 1 week ago
A
23% gain
B
33.33% loss
C
28.25% gain
D
36% loss
Question: A man buys an article for 25% more than its value and sells it for 20% less than its value. His gain or loss percentage is –
Solution:
Let the original value of the article = 100
∴ Cost Price (CP) = 100 + 25% of 100
= 100 + 25 = 125
∴ Selling Price (SP) = 100 - 20% of 100
= 100 - 20 = 80
Since SP 80 is less than CP 125, there is a Loss.
∴ Loss = CP - SP = 125 - 80 = 45 টাকা
∴ Loss percentage = (Loss/CP) × 100%
= (45/125) × 100%
= 36% loss

0
Updated: 1 week ago
বার্ষিক ১০% সরল সুদে কত বছরে ৮০০ টাকার সুদ ৪০০ টাকা হবে?
Created: 1 month ago
A
৮ বছর
B
৫ বছর
C
৪ বছর
D
৭ বছর
প্রশ্ন: বার্ষিক ১০% সরল সুদে কত বছরে ৮০০ টাকার সুদ ৪০০ টাকা হবে?
সমাধান:
দেওয়া আছে,
আসল (P) = ৮০০ টাকা
সুদের হার (r) = ১০%
সুদ (I) = ৪০০ টাকা
সময় = n বছর
আমরা জানি,
SI = (P × r × n)/১০০
⇒ ৪০০ = (৮০০ × ১০ × n)/১০০
⇒ ৪০০ = (৮০০০ × n)/১০০
⇒ ৪০০ = ৮০n
⇒ n = ৪০০/৮০
∴ n = ৫ বছর
∴ সময় = ৫ বছর

0
Updated: 1 month ago