'যখন উদ্যত সঙ্গীন' কাব্যগ্রন্থটি রচনা করেছেন-
A
গিরিশচন্দ্র ঘোষ
B
কুসুমকুমারী দাশ
C
কামিনী রায়
D
হাসান হাফিজুর রহমান
উত্তরের বিবরণ
হাসান হাফিজুর রহমান
-
জন্ম: ১৯৩২ সালের ১৪ জুন, জামালপুর শহরে।
-
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারী’ ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়।
-
তাঁর সম্পাদনায় ১৫ খণ্ডে প্রকাশিত হয় ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’ (১৯৮২–৮৩)।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বিমুখ প্রান্তর’।
কাব্যগ্রন্থসমূহ:
-
বিমুখ প্রান্তর
-
প্রতিবিম্ব
-
আর্ত শব্দাবলী
-
অন্তিম শহরের মতো
-
যখন উদ্যত সঙ্গীন
-
শোকার্ত তরবারি
ইত্যাদি।
গল্প:
-
আরো দুটি মৃত্যু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?
Created: 3 weeks ago
A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
B
শেখ হাসিনা
C
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
D
এ. কে. ফজলুল হক
‘অসমাপ্ত আত্মজীবনী’
-
এই বইটির লেখক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
-
তাঁর লেখা প্রথম বই হিসেবে এটি ২০১২ সালে প্রকাশিত হয়।
-
বইটি তিনি লিখেছিলেন ১৯৬৭ সালের দিকে, কারাগারে থাকার সময়।
-
এতে তিনি নিজের জন্মকাল থেকে শুরু করে পিতৃপুরুষদের গল্পও বর্ণনা করেছেন।
-
আত্মজীবনীর বিবরণ শেষ হয়েছে ১৯৫৪ সালের রাজনৈতিক ঘটনাবলির মাধ্যমে।
উৎস: প্রথম আলো, ১৪ আগস্ট ২০২০ এর প্রতিবেদন

0
Updated: 3 weeks ago
'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত-
Created: 3 months ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
নাটক
D
প্রবন্ধগ্রন্থ
হাসান আজিজুল হক
জন্ম: ১৯৩৯, বর্ধমান, পশ্চিমবঙ্গ।
বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হাসান আজিজুল হক তাঁর গভীর জীবনবোধ ও তীক্ষ্ণ সমাজচেতনার জন্য পরিচিত। তিনি মূলত একজন কথাসাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
উপন্যাসসমূহ:
-
আগুনপাখি
-
সাবিত্রী উপাখ্যান
-
শিউলি
-
বৃত্তায়ন
গল্পগ্রন্থসমূহ:
-
আমরা অপেক্ষা করেছি
-
আত্মজা ও একটি করবী গাছ
-
নামহীন গোত্রহীন
-
পাতালে হাসপাতালে
-
সমুদ্রের স্বপ্ন
-
শীতের অরণ্য
-
জীবন ঘষে আগুন প্রভৃতি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 months ago
কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
Created: 2 weeks ago
A
আত্মচরিত
B
আত্মকথা
C
আত্মজিজ্ঞাসা
D
আমার কথা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
পূর্ণ নাম: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, বীরসিংহ, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
-
পদবি: ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাকে ‘বিদ্যাসাগর’ উপাধি দিয়েছিল
-
পেশা ও পরিচয়: সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতালপঞ্চবিংশতি
-
আত্মজীবনী: বিদ্যাসাগর চরিত (অথবা আত্মচরিত)
বিখ্যাত গ্রন্থসমূহ
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
শিক্ষামূলক গ্রন্থসমূহ
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago